প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশি পরিক্ষর্থীগণ, বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।
যারা বিসিএস প্রিলিমিনারি পরিক্ষায় আবেদন করেছিলেন এবং সফল ভাবে পরিক্ষা সম্পন্ন করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
পিএসসি বা বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন এর ওয়েব সাইটে বিসিএস প্রিলির রেজাল্ট প্রকাশ করা হয়।
যে সকল প্রার্থী বিসিসিএস প্রিলি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের সকলের রেজিস্ট্রেশ নম্বর একত্রে প্রকাশ করা হয়েছে।
আপনার সুবিধার জন্য আমরা উক্ত বিসিএস পরিক্ষার ফলাফল দেখার ঠিকানা দিলাম। নিচের দেয়া ঠিকানা থেকে বিসিএস প্রিলির ফলাফল দেখে নিন।
বিসিএস প্রিলি রেজাল্ট খুজবেন কিভাবে?
প্রিয় পাঠক, উক্ত ঠিকানায় গেলে বিসিএস প্রিলিমিনারি পাশকৃতদের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন।
সেখান থেকে আপনার কাঙ্খিত রেজিস্ট্রিশন চেক করুন।
বিসিএস প্রিলি পরিক্ষায় পাশকৃত সকল প্রার্থীর রেজিস্ট্রিন নম্বরে গাণিতক নিম্ন ক্রম অনুযায়ী সাজানো আছে।
তাই সহজেই আপনার ফলাফল দেখে নিতে পারবেন।
ওয়েব সাইট থেকে বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম:
আমরা পিএসসির সাইট থেকেই বিসিএস প্রিলির রেজাল্ট দিয়ে দিয়েছি। সেখান থেকে দেখে নিতে পারবেন।
অথবা পিএসসির সাইট www.bpsc.gov.bd তে প্রবেশ করেও রেজাল্ট দেখতে পারবেন।
আবার টেলিটক বাংলাদেশ এর ওয়েব সাইট থেকেও বিসিএস প্রিলি পরিক্ষার ফলাফল দেখে নিতে পারবেন।
এজণ্য আপনাকের টেলিটক বাংলাদেশের http://bpsc.teletalk.com.bd এই ওয়েব সাইটে যেতে হবে।
টেলিটক মোবাইল সিম দিয়ে বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার রেজাল্ট দেখার উপায় কি?
প্রিয় পাঠক, ওয়েব সাইটের পাশাপাশি টেলিটকের মোবাইল সিম দিয়েও আপনি সবার আগে বিসিএস প্রিলি পরিক্ষার ফলাফল জানতে পারবেন।
এজন্য আপনার হাতে একটি মোবাইল আর ১ টি সচল টেলিটক সিম থাকতে হবে।
৪৩তম বিসিএস পরিক্ষার ফলাফল টেলিটক দিয়ে দেখার জন্য নিচের মতো করে SMS লিখতে হবেঃ
PSC<Space>43<Space>Registration Number
যেমন: আপনার রেজিস্ট্রেশন নং ১২৩৪৫৬ হলে নিচের মতো করে মেসেজ লিখবেনঃ
PSC 44 123456
আর পাঠিয়ে দিবেন 6222 নাম্বারে।
এই ভাবে লিখে মেসেজ টি পাঠিয়ে দিলেই রেজাল্ট ফিরতি মেসেজে এর মাধ্যমে পেয়ে যাবেন।
কিছু প্রশ্ন উত্তরঃ
www.bpsc.gov.bd এই সাইটে পাবেন।