বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে পার্থক্য কি কি

যারা জানতে চান যে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে পার্থক্য কী তাদের জন্য আজকের এই আলোচনা।

আর আপনি যদি বিসিএস পরিক্ষা দিতে চান তাহলে তো আপনাকে অবশ্যই বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারের মধ্যে পার্থক্য জেনে রাখতে হবে।

তার আগে অল্প করে আলোচনা করব যে আপনি কখন বিসিএস ক্যাডার হবেন আর কখন বিসিএস নন-ক্যাডার হবেন।

কখন বিসিএস ক্যাডার হয় এবং নন-ক্যাডার হয়?

দেখুন বিসিএস পরিক্ষা একটি বিশাল প্রতিযোগিতার পরিক্ষায়। এখানে টিকতে হলে প্রিলি, রিটেন ও ভাইভা এই ৩টি পরিক্ষা পাশ করতে হয়।

কিন্তু মজার বিষয় হলো ক্যাডার বা নন ক্যাডার সকলকেই এই ৩টি পরিক্ষায় পাশ করেন।

অর্থাৎ ক্যাডার ও ননক্যাডারগণ সকলেই একই পরিক্ষায় উত্তীর্ণ হন।

কিন্তু, পদ সল্পতা কিংবা সামান্য কম নম্বর পেয়ে পিছিয়ে থাকার কারণে যারা ২৬টি বিসিএস ক্যাডার তালিকার মধ্যে কোনোটির জন্য সুপারীশপ্রাপ্ত হন না, তারাই আসলে নন-ক্যাডার হন।

জেনে রাখা দরকার যে বিসিএস পরিক্ষায় সাধারণ ক্যাডারে ৯০০ নম্বরের লিখিত পরিক্ষা হয়, আর ২০০ নম্বরের ভাইভা হয়, এই ১১০০ নম্বরের উপর মেধা তালিকা তৈরি করা হয়। (প্রিলির ২০০ নম্বর গণ্য হয়না)

এছাড়াও, শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারেও অনুরুপ নম্বর পদ্ধতি অনুসরণ করা হয়।

এই নম্বরের উপর ভিত্তি করে ক্যাডার ও নন-ক্যাডার পেয়ে থাকেন বিসিএস প্রার্থীগণ।

আশা করি আপনি বুঝে গেছেন যে কেনো একজন বিসিএস প্রার্থী ক্যাডার হন এবং আরেকজন নন-ক্যাডার হন।

চাকরিতে নিয়োগে পার্থক্য কী:

যারা বিসিএস ক্যাডার হয়েছেন বা হন, তারা তো চাকরির পেয়েই গেলেন, এটা আমরা সকলেই জানি।

কিন্তু একজন নন ক্যাডার এর বেলায় বিষয়টি আলাদা। বিসিএস নন-ক্যাডারের চাকরি পদ থাকা সাপেক্ষে কিংবা কর্তৃপক্ষের নিয়মের উপর নির্ভর করে।

তবে বর্তমানে নন-ক্যাডারের জন্য আসন উল্লেখ করে দেওয়া হচ্ছে সার্কুলারে। আবার নন-ক্যাডারের নিয়োগ হচ্ছে অনেক দ্রুতই।

তবে, আপনি বিসিএস নন ক্যাডার পেলেই যে চাকরির পাবেন তার ১০০% নিশ্চয়তা নেই। পদ থাকা সাপেক্ষে আপনি চাকরি পাবেন।

বিসিএস ক্যাডারদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে তাদেরকে সরাসরি মহামান্য রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ প্রাপ্ত হন।

চাকরির গ্রেড ও সুবিধার পার্থক্য:

যেকোনো বিসিএস ক্যাডার নিশ্চিতভাবে ১ম শ্রেণির গেজেটেত কর্মকর্তা।

আর যদি বিসিএস ক্যাডারের চাকরির গ্রেডের কথা বলি তাহলে, ক্যাডারগণ চাকরিতে যোগদানের শুরুতেই ৯ম গ্রেড পেয়ে থাকেন।

অপরদিকে নন ক্যাডারের চাকরি গ্রেড বা শ্রেণি এমনকি চাকরির পোষ্টের নামও সর্বদা নির্ধারিত না।

৯ম গ্রেড, ১০ম গ্রেড বা ১১তম গ্রেডেও নন ক্যাডারের চাকরি আমরা দেখে থাকি।

বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের চাকরির প্রমোশনের পার্থক্য:

যদি এককথায় বলার চেষ্টা করি তাহলে বলতে হয়, সাধারণত বিবিএস ক্যাডারগণই সর্বোচ্চ প্রমোশন পেয়ে থাকেন।

এমনকি কেবল বিসিএস ক্যাডারগনই ৯ম গ্রেড থেকে প্রমোশন পেতে পেতে ১ম গ্রেডে যাওয়ার সুযোগ পান।

অপরদিকে নন-ক্যাডারগণের প্রমোশন খুবই কম। এমনও দেখা যায়, তারা অনেকে কোনো প্রমোশনই পাননা।

অর্থাৎ প্রমোশনের দিক দিয়ে ক্যাডারগণের প্রমোশন নিশ্চত আর নন ক্যাডারগণের প্রমোশন অনিশ্চিত।

এছাড়াও বিসিএস ক্যাডারগণ অবশ্যই বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এটা আমাদের সহজ অনুমান।

কমেন্ট:

চাকরি সবই মূল্যবান, হোক সেটা বিসিএস ক্যাডার বা বিসিএস নন ক্যাডার।

তাই আমাদের উচিত হবে নিজের চাকরি নিয়ে সন্তুষ্ট থাকা।

তবে, নিজের যোগ্যতার সব্বোর্চ প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে।

Leave a Comment