বাংলা সাহিত্যে যা প্রথম ৩০+ প্রশ্ন উত্তর

আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে যা যা প্রথম সেই সকল রচনা এবং সেই সকল রচনার রচয়িতার নাম।

বর্তমান সময়ে সকল সরকারি চাকরির পরিক্ষাতে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন করা হয়।

যেমন ব্যাংক, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি পরিক্ষাতে বাংলা থেকে প্রশ্ন করা হয়। এজন্য বাংলা সাহিত্যে যা যা প্রথম রচনা সেগুলো এবং তার রচয়িতার নাম জানতে হবে।

বাংলা সাহিত্যে যা প্রথম রচনা ও রচয়িতার নাম

১. প্রথম উপন্যাস – আলালের ঘরের দুলাল

২. মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক – জমিদার দর্পণ

৩. প্রথম মুসলিম পুথিসংগ্রহকারী – আবদুল করিম সাহিত্য বিশারদ

৪. প্রথম সনেট রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত

৫. প্রথম যতিচিহ্নের ব্যবহার করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৬ প্রথম কাহিনীধর্মী গ্রন্থ – বেতাল পঞ্চবিংশতি

৭. প্রথম নাগরিক কবি – ভারতচন্দ্র

৮. প্রথম স্বার্থক ট্রাজেডি – কৃষ্ণকুমারি

৯ প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থ – কথোপকথন

১০. প্রথম মহাকাব্য – মেঘনাদবধ

১১. প্রথম মহাকবি – বড়ু চণ্ডীদাস

১২. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক – কবর

১৩. প্রথম মুসলিম কবি রচিত নাটক – বসন্ত

১৪. প্রথম মুসলিম নাট্যকার – মীর মশাররফ

১৫. প্রথম পত্র উপন্যাস – বাধনহারা

১৬. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস – রাইফেল রোটি আওরাত

১৭. প্রথম রোমান্টিক উপন্যাস – কপাল কুণ্ডলা

১৮. ভাষা আন্দোনভিত্তিক প্রথম উপন্যাস – আরেক ফাল্গুন

১৯. প্রথম মহিলা উপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী

২০. প্রথম নাটক – ভদ্রার্জুন

২১. প্রথম স্বার্থক নাটক – শর্মিষ্ঠা

২২. প্রথম মুসলমান কবি – শাহ মুহাম্মদ সগীর

২৩. প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী

২৪. ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ – নীল দর্পন

২৫. কবিগানের প্রথম কবি – গোজলা পুট

২৬. প্রথম চলিত রীতির প্রবর্তক – প্রমথ চৌধুরী

২৭. প্রথম প্রণয় উপাখ্যান – ইউসুফ জোলেখা

২৮. প্রথম প্রহসন – একেই কি বলে সভ্যতা

২৯. প্রথম বাংলা পত্রিকা – রংপুর বার্তাবহ

৩০. প্রথম সার্থক উপন্যাস – দুর্গেশনন্দিনী

৩১. প্রথম সবাক চলচ্চিত্র – জামাই ষষ্ঠী

কিছু প্রশ্ন ও উত্তর:

বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যর নাম কি?

উত্তর: বাংলা সাহিত্যের ১ম মহাকাব্যের নাম হলো মেঘনাদবধ কাব্য।

বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি কে?

উত্তর: স্বর্ণকুমারী দেবী

বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?

উত্তর: বাঁধনহারা

বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি ?

উত্তর: কথোপকথন