প্রিয় পাঠক, আশা করি সুস্থ্য রয়েছেন! একদম ফ্রি ও ঝামেলা ছাড়াই নবম এবং দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই pdf download করতে চাইলে, এই পোষ্টে আপনাকে জানাই স্বাগতম।
নবম দশম শ্রেণির বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল pdf বই।
এছাড়া আমাদের ৭রং ওয়েব সাইট থেকে সকল শ্রেণির সকল বই ফ্রিতে pdf ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন।
পৌরনীতি ও নাগরিকতা সাবজেক্ট পরিচিতি:
পৌরনীতি শব্দটি ইংরেজি শব্দ সিভিক্স শব্দ থেকে এসছে। এই সিভিক্স শব্দটি আবার, দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসছে।
এখানে সিভিস শব্দের মানে হলো নাগরিক এবং সিভিটাস শব্দের মানে নগর রাষ্ট্র। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়।
সুতরাং নাগরিকতা ও রাষ্ট্রর সাথে জড়িত সবই পেীরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু।
নবম শ্রেনির এই পৌরনীতি ও নাগরিকতা সাবজেক্টটি নবম ও দশম শ্রেনির মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে।
এই পৌরনীতি সাবজেক্টটিতে রাষ্ট্র, নাগরিক, আইন, স্বাধীনতা, সাম্য, সরকার ব্যবস্থা, গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নবম শ্রেণির শিক্ষার্থীরা ছাড়াও, যে কেউ পৌরনীতি সম্পর্কে মৌলিক জ্ঞান লাভের জন্য বইটি পাঠ্য তালিকায় রাখতে পারেন।
তাহলে আর দেড়ি না করে এখুনি, ৯ম ও ১০ম শ্রেণির এই পৌরনীতি ও নাগরিকতা বই এর pdf নিচে থেকে download করুন
নবম দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই pdf download করুনঃ
প্রিয় পাঠক, পৌরনীতি ও নাগরিকতা বই pdf ডাউনলোড করার সুবিধার জন্য বইটির প্রকৃত নাম, প্রকাশ সাল, পৌরনীতি ও নাগরিকতা বই pdf টির এমবি সাইজ, বইটির পৃষ্ঠা সংখ্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিচে লিস্ট আকারে দেয়া হলো।
বই সম্পর্কিত তথ্য ভালোভাবে দেখে নিন এবং তারপরে দেয়া সবুজ রং এর ডাউনলোড বাটন থেকে ৯ম দশম শ্রেণির এই পৌরনীতি ও নাগরিকতা pdf বই ডাউনলোড করে নিন।
এই নবম ও দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা pdf বই ডাউনলোড করার জন্য গুগল এবং Google Account ব্যবহার করুন। যাতে করে পৌরনীতি বই টি ডাউনলোড করতে কোনো প্রকার ঝামেলা না হয়।
নিচে ২০২৩, ২০২২, ২০২১ ও ২০২০ সালের পৌরনীতি ও নাগরিকতা pdf বই দেয়া হলো, সেখান থেকে আপনার প্রয়োজনীয় বইটি ডাউনলোড করুন।
- শ্রেণি: নবম দশম শ্রেণি / এসএসসি
- বইয়ের নাম: পৌরনীতি ও নাগরিকতা বই
- ইংরেজি নাম: Civics and Citizenship Class Nine Ten
- বাংলিশ নাম: Pouroniti o Nagorikota Boi nobom Doshom
- বইটির প্রকাশক: এনসিটিবি
- মূল্য: বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য
- ফাইল: পিডিএফ
- সাইজ: ০৯ এমবি
- পৃষ্ঠা সংখ্যা: ১৫২ টি
- সর্বশেষ প্রকাশ সাল: ২০২২, ২০২৩
- পিডিএফ লিংক: নিচে দেয়া হলো:
পৌরনীতি ও নাগরিকতা বই রিভিউ:
নবম ও দশম শ্রেণির এই বইতে মোট ১১টি অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতার বিভিন্ন মৌলিক ও প্রাথমিক বিষয়ে আলোকপাত করা হয়েছে।
যেমন বই টির ১ম ও ২য় অধ্যায়ে পৌরনীতি কি? নাগরিক ও নাগরিকতা কি ও কাকে বলে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
পৌরনীতি ও নাগরিকতা বইটির ৩য় ও ৪র্থ অধ্যায়ে রাষ্ট্রের আইন, স্বাধীনতা ও সাম্য, রাষ্ট্র ব্যবস্থা ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।
রাষ্ট্র পরিচলানার পবিত্র বিধান হলো সংবিধান। রাষ্ট্র চালনার সকল বিধি নিষেধ সংবিধানে লিপিবদ্ধ থাকে।
নবম ও দশম শ্রেণির এই পৌরনীতি ও নাগরিকতা বই এর ৫ম অধ্যায়ে সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে।
এরপরে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে বইটির ৬ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। গণতন্ত্র ব্যবস্থায় রাজনৈতিক দল ও নির্বাচনের ভূমিকা মুখ্য।
এই গণতন্ত্র সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল এবং নির্বাচনের গুরুত্ব নিয়ে সপ্তম অধ্যায়ে আলোচিত হয়েছে।
বাংলাদেশে স্থানীয় সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠে।
তারা জনগনের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। এই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
এরপরে নবম অধ্যায়ে, নাগরিকের সমস্যা ও আমাদের করনীয়, দশম অধ্যায়ে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা এবং একাদশ অধ্যায়ে বাংলাদেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিষয়ে আলেচনা করা হয়েছে।
নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই টির সূচিপত্রঃ
অধ্যায় | বিষয়ের নাম |
---|---|
প্রথম | পৌরনীতি ও নাগরিকতা |
দ্বিতীয় | নাগরিক ও নাগরিকতা |
তৃতীয় | আইন, স্বাধীনতা ও সাম্য |
চতুর্থ | রাষ্ট্র ও সরকার ব্যবস্থা |
পঞ্চম | সংবিধান |
ষষ্ঠ | বাংলাদেশের সরকার ব্যবস্থা |
সপ্তম | গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন |
অষ্টম | বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা |
নবম | নাগরিক সমস্যা ও করণীয় |
দশম | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা |
একাদশ | বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন |