ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে।
ঢাকা চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার pdf ফাইল সহ ১০০% free তে download সহ সকল তথ্য জেনে নিন।
ঢাবি চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ
ভর্তি পরিক্ষার সকল গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ সময় ও সমস্ত ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download লিংক দেয়া হলো।
- সালঃ ২০২৩ সাল
- চারুকলা ইউনিটে সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ নেই
- ভর্তি পরিক্ষার আবেদন শুরু ২৭/০২/২০২৩ তারিখ থেকে
- আবেদন ও টাকা জমাদানের শেষ সময় ২০/০৩/২০২৩ তারিখ
- চারুকলা ইউনিটে পরিক্ষা হবে ২৯ এপ্রিল ২০২৩ তারিখে
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট। বেলা ১১ টা থেকে ১২:৩০ টা
- ফল প্রকাশঃ পরিক্ষার কয়েক দিনের মধ্যে
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের সার্কুলার pdf free download লিংক সহঃ
নিচে থেকে ২০৩২ সালের চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download করুন নিচে থেকেঃ
- PDF টপিক – ঢাবি চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার
- ফাইলের নাম – ঢাকা চারুকলা ইউনিট pdf
- পৃষ্ঠা সংখ্যা – ৪ পৃষ্ঠা
- পিডিএফ সাইজ – ৩ এমবি
- প্রকাশ সাল – ২০২৩ সাল
- ভর্তি সেশন – ২০২২ ও ২০২৩
- প্রকাশক – ঢাকা বিশ্ববিদ্যালয়
- এখান থেকে সার্কুলার ডাউনলোড করুনঃ
চারুকলা ইউনিটের ভর্তি পরিক্ষার সাধারণ তথ্য সমূহ:
নির্ধারিত সময়ের মধ্যে পরিক্ষার আবেদন করতে হবে। ২০/০৩/২০২৩ তারিখের মধ্যে আবেদন টাইম শেষ হবে।
উক্ত সময়ের মধ্যেই ব্যাংকে টাকা জমা দিতে হবে। আবেদন ফি বাবদ মোট ১০০০ টাকা জমা দিতে হবে। এগুলো হলোঃ
- পরীক্ষার ফিস বাবদ ৯৫৬.৫০ টাকা
- আনলাইন আবেদনের সার্ভিস বাবদ ৩০ টাকা
- ব্যাংক সার্ভিস বাবদ ১৩.৫০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষায় আবেদন করার নিয়মঃ
চারুকলা ইউনিটে ভর্তির আবেদন করার জন্য প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার আবেদন করার ওয়েব সাইট হলোঃ
- https://admission.eis.du.ac.bd
ভর্তি পরিক্ষায় আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি পরিক্ষার সকল তথ্য যেমন- রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নাম্বার, অবিভাবকের জাতীয় পরিচয় পত্র ইত্যাদি তথ্য প্রয়োজন হবে।
এছাড়া ২০২৩ সালে ভর্তি পরিক্ষা নিজ নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তাই শহরের নাম ফর্ম পূরণের সময় উল্লেখ করতে হবে।
কোটা থাকলে তা উল্লেখ করে দিতে হবে। এছাড়াও ভর্তি পরিক্ষার্থীকে সদ্য তোলা ছবি স্ক্যান করে ব্যবহার করতে হবে।
ভর্তি পরিক্ষার আবেদন ফি এর টাকা ৪ টি ব্যাংকে জমা দেয়া যাবে। এগুলো হলোঃ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রুপালী ব্যাংক।
আরো বিস্তারিত জানতে উপরের দেয়া ঢাবির চারুকলা ইউনিটের ২০২৩ সালের pdf সার্কুলার পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটের মোট সিট সংখ্যা:
ঢাবির চারুকলা ইউনিটে সর্বমোট ৮ বিভাগ রয়েছে। এই ৮ বিভাগের ৮ টি সাবজেক্ট এ সাধারণ ও কোটা সহ মোট ১৩০ টি আসন রয়েছে।
ক্রম | সাবজেক্ট | সিট সংখ্যা |
---|---|---|
১ | অঙ্কন ও চিত্রায়ণ | ২৫ টি |
২ | গ্রাফিক্স ডিজাইন | ২৫ টি |
৩ | প্রিন্টমেকিং | ১২ টি |
৪ | প্রাচ্যকলা | ১৫ টি |
৫ | মৃৎশিল্প | ১০ টি |
৬ | ভাস্কর্য | ১০ টি |
৭ | কারুশিল্প | ১৫ টি |
৮ | শিল্পকলার ইতিহাস | ১৮ টি |
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট আবেদনের যোগ্যতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিটে সেকেন্ড টাইম পরিক্ষার সুযোগ নেই। ফলে, চারুকলা ইউনিটেও সেকেন্ড টাইম পরিক্ষার কোনো সুযোগ নেই।
ভর্তি পরিক্ষার জন্য আবেদন করার জন্য প্রার্থীকে ২০১৭ সালের পর এসএসসি পাশ করতে হবে এবং ২০২২ সালে (২০২৩ সালে ফল প্রকাশ হয়েছে) এইচএসসি পাশ করতে হবে।
ঢাবির চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীর SSC + HSC মিলিয়ে চতুর্থ বিষয় সহ মোট ৬.৫০ পয়েন্ট বা এর বেশি হতে হবে।
তবে, এসএসসিতে ৩ পয়েন্ট এর কম (৪র্থ সহ) এবং এইচএসসিতে ৩ পয়েন্ট এর কম (৪র্থ সহ) থাকা যাবে না।
সাইন্স, কমার্স ও আর্স এই ৩ বিভাগের শিক্ষার্থীই চারুকলা ইউনিটে আবেদন করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে হলে উপরের দেয়া ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরিক্ষার ২০২৩ সালের pdf সার্কুলার পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার নম্বর ও মান বন্টনঃ
ভর্তি পরিক্ষাতে মোট ১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে। আর এসএসসি ও এইচএসসির রেজাল্ট থেকে ২০ নম্বর যুক্ত হবে।
এই মোট ১২০ নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা তৈরি করা হবে। আর ১০০ নম্বরের পরিক্ষায় সাধারন জ্ঞান ও অঙ্কন থেকে প্রশ্ন থাকবে।
চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান থেকে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। আর ৬০ নম্বরের প্রশ্ন থাকবে অঙ্কন থেকে।
৪০ নম্বরের এমসিকিউ বা সাধারণ জ্ঞানের পরিক্ষা নিজ বিভাগীয় শহরে দেয়া যাবে।
যারা সাধারণ জ্ঞান পরিক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অঙ্কন পরিক্ষা দিতে হবে।
চারুকলা ইউনিটের ভর্তি পরিক্ষার সাধারণ জ্ঞান অংশের পরিক্ষায় প্রতি ১টি ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর করে কাটা যাবে।
পরিক্ষায় এমসিকিউ অংশে বাংলা ও ইংরেজি সহ- শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক বিষক প্রশ্ন করা হবে।
বিগত বছরের প্রশ্ন পত্র দেখলে- ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট ভর্তি পরিক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
আরো ভালো করে জানতে উপরের pdf পড়তে পড়ুন।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেখুনঃ
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
চারুকলা ইউনিট বা চ ইউনিট।
কমার্স, আর্স ও সাইন্স সবাই পারবে।
৬.৫০ পয়েন্ট।
১৩০ টি।
৮ টি।
চারুকলা ইউনিটে চার বছর মেয়াদী গ্রাফিক্স ডিজাইন কোর্সে শিক্ষার্থী ভর্তি করানো হয়। এখানে ভর্তি হলে আপনি গ্রাফিক্স ডিজাইনের চার বছর মেয়াদী অনার্স করতে পারবেন।