ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক সার্কুলার ২০২৪ (২৯৩৪টি সিট)

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৪ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে।

ঢাকা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৪ সালের নতুন সার্কুলার pdf ফাইল সহ ১০০% free তে সরাসরি download সহ সকল তথ্য জেনে নিন।

ভর্তি পরিক্ষার সকল গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ সময় ও সমস্ত ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download লিংক নিচে দেয়া হলো।

ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • ভর্তি পরিক্ষার সালঃ ২০২৪
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ নেই
  • আর্স, কমার্স ও সাইন্স সবাই কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবে
  • ভর্তি পরিক্ষার আবেদন শুরু ১৮-১২-২০২৩ তারিখ থেকে
  • আবেদন ও টাকা জমাদানের শেষ সময় ০৫-০১-২০২৪ তারিখ
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরিক্ষা হবে ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার
  • সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট। বেলা ১১ টা থেকে ১২:৩০ টা
  • পরিক্ষার হলে প্রবেশ করতে হবে ১০:৩০ এ
  • ফল প্রকাশঃ পরিক্ষার কয়েক দিনের মধ্যে
  • মোট সিট রয়েছে: ২৯৩৪টি
  • আবেদনের ঠিকানাঃ https://admission.eis.du.ac.bd

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৪ সালের সার্কুলার pdf:

নিচে থেকে ২০২৪ সালের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download করুন নিচে থেকেঃ

  • PDF টপিক – ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার
  • ফাইলের নাম – ঢাকা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট pdf
  • পৃষ্ঠা সংখ্যা – ৯ পৃষ্ঠা
  • পিডিএফ সাইজ – ১ এমবি
  • ভর্তি সাল: ২০২৪
  • প্রকাশক – ঢাকা বিশ্ববিদ্যালয়
  • এখান থেকে সার্কুলার ডাউনলোড করুন:
সালসার্কুলার
২০২৪ডাউনলোড করুন
২০২৩ডাউনলোড করুন
(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার টেবিল)

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা কি:

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি আবেদন করার জন্য প্রার্থীকে আবশ্যেই ২০১৮ সালের পর এসএসসি পরিক্ষায় পাশ করতে হবে এবং ২০২৩ (২০২৩ সালে ফল প্রকাশ হয়েছে) সালের এইচএসসি পরিক্ষায় পাশ করতে হবে।

এছাড়া একই সময়ে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী, বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন কমার্স এবং সমমানের শিক্ষার্থী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরিক্ষা দিতে পারবে।


উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরিক্ষায় কোনো একটি বিষয়ে কেউ যদি B বা ৩.০ এর কম পান, তবে তিনি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরিক্ষার আবেদন করতে পারবেন না।

যেমন কেউ HSC তে ইংরেজিতে B- পেলো। তাহলে সে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান তে আবেদন করতে পারবে না। সর্বনিম্ন B পেতেই হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের যোগ্যতা কি কি?

৭.৫০ পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৪র্থ বিষয় সহ ৭.৫০ (সারে সাত পয়েন্ট) পেলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান গ্রুপে আবেদন করা যাবে।

তবে- শিক্ষার্থীকে এইচএসসি বা এসএসসি তে যদি কোনো একটিতেও ৩ পয়েন্টের কম পায় তাহলে সে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবে না।

আবার মানবিক শাখার শিক্ষার্থীদের আর্থনীতি অথবা গণিত সাবজেক্ট থাকতে হবে এইচএসসিতে। আর অর্থনীতিতে সর্বনিম্ন বি অথবা গণিত থাকলে তাতে সর্ব নিম্ন এ গ্রেড থাকতে হবে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করার যোগ্যতা কি কি:

  • শিক্ষার্থীর SSC + HSC মিলিয়ে মোট ৮ পয়েন্ট পেতে হবে।
  • ৪র্থ বিষয় সহ এই ৮ পয়েন্ট বা এর বেশি পেলেই আবেদন করা যাবে।
  • তবে এইচএসসি বা এসএসসি তে আলাদা ভাবে ৩.৫০ পয়েন্টের কম থাকা যাবে না।
  • কোনো একটি সাবজেক্টে বি বা ৩ পয়েন্টের কম থাকা যাবে না।
  • সকল বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য একই শর্ত রয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা সমূহ:

  • কমার্স এর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বনিম্ন ৭.৫০ পয়েন্ট পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরিক্ষার আবেদন করা যাবে।
  • সর্বনিম্ন ৭.৫০ পয়েন্ট ৪র্থ বিষয় সহ পেতে হবে।
  • তবে এসএসসি তে পয়েন্টের কম থাকা যাবে না।
  • এইচএসসি তেও ৩ পয়েন্টের কম থাকা যাবে না।

এছাড়াও ও লেভেল, ‍এ লেভেল বা সমমানের অথবা বিদেশ থেকে পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে একই শর্ত বহাল থাকবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আবেদনের শর্ত আরো ভালো ভাবে দেখতে উপরের দেয়া Pdf পড়তে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট সিট সংখ্যা কত:

আর্স, কমার্স ও সাইন্স বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২৯৩৪ টি সিট রয়েছে।

এর মধ্যেঃ

  • মানবিক বিভাগের জন্য ১৭৪৪ টি সিট
  • সাইন্স বিভাগের শিক্ষার্থীর জন্য ৯০৮ টি সিট
  • কমার্স এর জন্য ২৮২ টি সিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার নম্বর বন্টন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৪ সালের ভর্তি পরিক্ষায় এমসিকিউ পরিক্ষার পাশাপাশি লিখিত পরিক্ষাও দিতে হবে।

লিখিত এবং এমসিকিউ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে। সময় দেয়া হবে মোট ৯০ মিনিট বা দেড় ঘন্টা।

  • এমসিকিউ বা টিক চিহ্ন টাইপ প্রশ্ন তে থাকবে ৬০ নম্বর।
  • ৬০ টি প্রশ্ন থাকবে।
  • প্রতি প্রশ্নের মান ১ নম্বর।
  • একটি ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর করে কাটা যাবে।
  • শুধু মাত্র এমসিকিউ ৬০ নম্বরের পরিক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাওয়া যাবে।
  • আর লিখিত পরিক্ষা হবে ৪০ নম্বরের উপর।
  • ৪০ নম্বরের লিখিত পরিক্ষার জন্য মোট ৪৫ মিনিট সময় পাওয়া যাবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৬০ নম্বরের এমসিকিউ পরিক্ষার নম্বর বন্টন নিচে দেয়া হলো:

বিষয়নম্বর
বাংলা বা অ্যাডভান্স ইংরেজি১৫
ইংরেজি১৫
সাধারণ জ্ঞান৩০
(কলা, আইন ও সামাজিক বিজ্ঞান)
(ইউনিটের এমসিকিউ পরিক্ষার নম্বর)

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৪০ নম্বরের লিখিত পরিক্ষার নম্বর বন্টন:

বিষয়নম্বর
বাংলা বা অ্যাডভান্স ইংরেজি২০
ইংরেজি২০
(কলা, আইন ও সামাজিক বিজ্ঞান)
(ইউনিটের লিখিত পরিক্ষার নম্বর বন্টন)

অ্যাডভান্স ইংরেজি থেকে সাধারণ শিক্ষার্থীর উত্তর দিতে হবে না। যারা কেবল A Level এর শিক্ষার্থী, তাদের বাংলার পরিবর্তে অ্যাডভান্স ইংরেজির উত্তর করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পাশ নম্বর কত?

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার এমসিকিউ অংশের পাশ নম্বর:

বাংলা বা অ্যাডভান্স ইংরেজিতে সর্বনিম্ন ৬ পেতে হবে
ইংরেজিতে সর্বনিম্ন ৬ নম্বর পেলে পাশ
সাধারণ জ্ঞানে সর্বনিম্ন ১২ নম্বর পেলে পাশ
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এমসিকিউ পাশ নম্বর তালিকা

আবার লিখিত ৪০ নম্বরের মধ্যে সর্বনিম্ন ১২ পেলে পাশ নম্বর।

তবে এমসিকিউ এবং লিখিত মিলিয়ে ১০০ নম্বরের মধ্যে ৪০ পেতে হবে। ৪০ (চল্লিশ) নম্বরের কম পেলে পরিক্ষার্থীকে ফেল বলে গণনা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মেধা তালিকা তৈরির নিয়মঃ

ভর্তি পরিক্ষায় ১০০ নম্বরের উপর এবং পরিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত নম্বর থেকে ১০+১০ = ২০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে।

এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ কে ২ দিয়ে গুণ করা হবে। মোট জিপিএ, ৪র্থ বিষয় সহ গণনা করা হবে।

সাইন্স, আর্স ও কমার্স এই ৩ টি বিভাগের জন্য ৩ টি আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

২০২৪ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার সম্পূর্ণ সার্কুলার PDF আকারে দেয়া আছে।

pdf সার্কুলারটি free Download করে ভালো করে পড়ে নিতে পারেন।

এই ইউনিট এর সাবজেক্ট সমূহ:

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৪ সালে মোট ৪২ টি সাবজেক্ট রয়েছে। এগলো নিচে দেয়া হলোঃ

  1. আইন
  2. গণযোগাযোগ ও সাংবাদিকতা
  3. অর্থনীতি
  4. রাষ্ট্রবিজ্ঞান
  5. আন্তর্জাতিক সম্পর্ক
  6. সমাজবিজ্ঞান
  7. লোক প্রশাসন
  8. নৃবিজ্ঞান
  9. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
  10. উইমেন এবং জেন্ডার স্টাডিজ
  11. ডেভেলপমেন্ট স্টাডিজ
  12. পপুলেশন সাইন্স
  13. টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি
  14. ক্রিমিনোলোজি
  15. কমিউনিকেশন ডিজঅর্ডার
  16. প্রিন্টিং এবং পাবলিকেশন স্টাডিজ
  17. জাপানিজ স্টাডিজ
  18. বাংলা
  19. ইংরেজি
  20. আরবী
  21. ফারসি ভাষা ও সাহিত্য
  22. উর্দু
  23. সংস্কৃত
  24. পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ
  25. ইতিহাস
  26. দর্শন
  27. ইসলামিক স্টাডিজ
  28. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  29. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
  30. থিয়েটার এবং পারফরম্যান্স স্টাডিজ
  31. সংগীত
  32. নৃত্যকলা
  33. ভাষাবিজ্ঞান
  34. বিশ্বধর্ম ও সংস্কৃতি
  35. সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
  36. স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
  37. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
  38. ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভালনেরাবিলিটি
  39. ইংরেজি ভাষা শিক্ষা
  40. ফেঞ্চ ভাষা ও সংস্কৃতি
  41. চাইনিজ ভাষা ও সংস্কৃতি
  42. জাপনিজ ভাষা ও সংস্কৃতি

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাইন্সের জন্য কত পয়েন্ট?

মোট ৮ পয়েন্ট থাকতে হবে।

কমার্স থেকে কত পয়েন্ট থাকতে হবে?

৭.৫০ পয়েন্ট থাকতে হবে।

আর্স থেকে কত পয়েন্ট থাকতে হবে?

৭.৫০

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষায় কত নম্বর ?

১০০ নম্বর

ঢাবি ঘ তে এমসিকিউ তে কত নম্বর?

৬০ নম্বর

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে লিখিত পরিক্ষাতে কত নম্বর?

৪০ নম্বর।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাশ নম্বর কত ?

৪০ পেলে পাশ।

লিখিত পরিক্ষায় পাশ কত?

১২ পেলে পাশ।

ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ইংরেজির পাশ নম্বর কত?

ইংরেজিতে সর্বনিম্ন ৬ পেলে পাশ।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট সিট সংখ্যা কত?

২৯৩৪ টি।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান তে আবেদনের ওয়েব সাইট ?

https://admission.eis.du.ac.bd

Leave a Comment