প্রিয় পাঠক, ২০২৪ সালের স্নাতক সম্মান বা অনার্স ১ম বর্ষে ভর্তি হতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার pdf সহ অন্যান্য সকল তথ্য নিচে দেয়া হলো:
- সেকেন্ড টাইম আবেদন করা যাবে।
- ভর্তি সাল: ২০২৪
- ভর্তি সেশন: ২০২৩-২০২৪
- আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- অনলাইনে আবেদন ফর্ম পূরন করতে হবে।
- আবেদন ফি দিতে হবে ৩৫০ টাকা
- ২৯ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে।
- অবশ্যই ২০২০ বা ২০২১ সালে SSC পাশ হতে হবে।
- অবশ্যই ২০২২ বা ২০২৩ সালে HSC পাশ হতে হবে।
- মানবিক বা ব্যবসায় শাখার শিক্ষার্থী হলে এসএসসিতে সর্বনিম্ন ২.৫ এবং এইচএসসিতে সর্বনিম্ন ২.৫ পয়েন্ট পেতে হবে এবং মোট ৬.০ পয়েন্ট পেতে হবে।
- সাইন্স বিভাগের শিক্ষার্থী হলে এসএসসি তে ৩.০ এবং এইচএসসি তে ৩.০ পয়েন্ট পেতে হবে এবং মোট ৬.৫০ পয়েন্ট পেতে হবে।
- আগের বছর ভর্তি হওয়া কেউ এই বছর ভর্তির আবেদন করতে পারবে না।
- এই বছর আবেদন করতে চাইলে, আগের ভর্তি বাতিল করতে হবে।
- বিস্তারিত জানতে নিচে দেয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি pdf বিজ্ঞপ্তি দেখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ pdf free download করুন নিচে থেকে:
- ফাইলের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি pdf ২০২৪
- ফাইলের ধরন: পিডিএফ
- প্রকাশক: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সাল: ২০২৪
- পৃষ্ঠা সংখ্যা: ৩ টি
- সাইজ ১ এমবি
- পিডিএফ: নিচে দেয়া হলো
সাল | PDF সার্কুলার |
---|---|
২০২৪ | Download PDF |
২০২৩ | Download PDF |
২০২২ | Download PDF |
ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা তৈরি করার নিয়ম:
সকল আবেদনকারীদের SSC এবং HSC পরিক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হয়।
যার নম্বর বেশি থাকে তাকে আগে তার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে ভর্তির অনুমতি দেয়া হয়।
যদি দুই বা দুইয়ের বেশি শিক্ষার্থী একই কলেজে একই সাবজেক্ট চয়েজ দেয়, কিন্তু, সিট কম থাকলে, তাদের রেজাল্টের ৪র্থ সাবজেক্ট সহ, বা এসএসসির ৪০% ও এইচএসসির ৬০ নিয়ে হিসাব করা হবে।
এর পরেও কোনো সমাধান না হলে যেই শিক্ষার্থীর বয়স কম, তাকে আগে ভর্তির সুযোগ দেয়া হবে।
আবার, ১ম মেধা তালিকা প্রকাশ করার পরে, কেউ ভর্তি না হলে, তার আসন ফাকা হলে, পরে ২য় বারে এই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে।
এছাড়া যাদের কোটা আছে, তারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোটার সুবিধা নিতে পারবেন। ভর্তি আবেদন করার সময় কোটা উল্লেখ করে দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন করার নিয়ম:
২০২৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য ১মে জাতীয় বিশ্ববিদ্যায়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইট:
উপরের ওয়েবসাইটে গেলেই Apply Now নামক একটি লেখা দেখা যাবে। সেখান থেকে Honours সিলেক্ট করতে হবে।
তাহলে একটি ভর্তি ফর্ম আসবে সেখানে সঠিক তথ্য দিয়ে ভর্তি আবেদন করতে হবে। কোনো ভুল তথ্য দেয়া যাবে না। তথ্য ভুল হলে আবেদন বাতিল হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নিম্নলিখিত তথ্য দিতে হবে:
- এসএসসি পরিক্ষার রোল
- এইচএসসি পরিক্ষার রোল
- রেজিস্ট্রেশন নম্বর
- শিক্ষা বোর্ডের নাম
- পাশ করার সাল
- নিজেদের মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি
এরপরে দেখতে হবে শিক্ষার্থীর জেন্ডার এর ঘর সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। যেমন- শিক্ষার্থী ছেলে হলে Male হবে; আর শিক্ষার্থী মেয়ে হলে Female দিতে হবে। অন্যথায় জাতীয়তে ভর্তি আবেদন বাতিল হয়ে যাবে।
সব ঠিক থাকলে আবেদনকারী তার যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট দেখতে পাবে। সেখান থেকে নিজের পছন্দ মতো কলেজ ও সাবজেক্ট চয়েজ দিতে হবে।
সাবজেক্ট ও কলেজ চয়েজ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিতে হবে।
কারন, এই চয়েজ লিস্টের উপর ভিত্তি করেই আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং যেকোনো সাবজেক্ট পাবেন।
একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো, যাদের এসএসসি এবং এইচএসসির পয়েন্ট একেবারেই কম, তাদের অনেক বড় কলেজ চয়েজ করা ঠিক নয়। কারন; এসকল কলেজে সবাই আবেদন করে, ফলে যাদের পয়েন্ট কম, তারা সেখানে ১ম বার ভর্তির সুযোগ পায়না।
আবেদনকারীকে অবশ্যই নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। ১২০ বাই ১৫০ পিক্সেল এর ছবি হতে হবে এবং ৫০ কেবি এর বেশি হওয়া যাবে না।
সবকিছু ঠিক থাকলে, Submit Application নামক অপশনে ক্লিক করতে হবে। তাহলে, একটি রোল নম্বর ও একটি পিন কোড পাওয়া যাবে। এগুলো সংগ্রহ করে রাখতে হবে।
সাথে, এই ভর্তি ফর্ম সম্পন্ন হলে, আবেদন ফর্মটি pdf আকারে ডাউনলোড করা যাবে। আর pdf ফর্ম টি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে।
এই আবেদন ফর্ম প্রিন্ট করে নির্ধারিত জায়গায় সাক্ষর করতে হবে। সাক্ষর করার সময় সেই দিনের তারিখ দিতে হবে।
সাক্ষর করা ফর্ম নির্দিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ ফর্ম পেলে, তা ফর্ম নিশ্চিত করা জন্য, ভর্তি আবেদন করার সময় দেয়া মোবাইল নম্বরে মেসেজ পাঠাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনে ভুল হলে কি করতে হবে:
আবেদন করার সময় সতর্ক থকতে হবে। তবুও যদি, ভুল হয়, সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সেই ওয়েবসাইটে ভিজিট করে ঠিক করতে হবে।
এজন্য আবেদন সম্পন্ন করার সময় পাওয়া রোল ও পিন নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে প্রবেশ করতে হবে।
এখন আবেদনকারীকে Form Cancel/Photo Change নামক অপশনে যেতে হবে। তারপরে, Click to Generate the Security Key নামক অপশনে ক্লিক করলে, ফোনে SMS এর মাধ্যমে One Time Password পাওয়া যাবে। এটা দিয়ে আবেদনের আসল পাতায় প্রবেশ করা যাবে।
এখন আবেদন বাতিল করে, পুনরায় সঠিক আবেদন করতে হবে বা আবেদন সংশোধনের কাজটি করতে হবে।
মনে রাখতে হবে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে একবারই আবেদন সংশোধনের সুযোগ পাওয়া যাবে। তবে; আবেদন সংশোধনের কাজটি কলেজ কর্তৃক ফর্ম নিশ্চয়ন করার আগেই করতে হবে।
আর হ্যাঁ, ফর্ম জমা দেয়ার পরে, অবশ্যই কলেজ নির্ধারিত পদ্ধতি মোতাবেক ব্যাংকে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
কলেজে আবেদন ফর্ম জমা দেয়ার তথ্য বা টাকা জমা দেয়ার মেসেজ ফোনে পাঠানো হবে। মেসেজ না পেলে বুঝতে হবে, তা সঠিক ভাবে জমা হয়নি।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির রিলিজ স্লিপ আবেদন বিষয়ক তথ্য:
১ম বারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে যে কোনো কলেজে আবেদন করেও যারা কোথাও ভর্তির সুযোগ পাবে না, তারা রিলিজ স্লিপে আবারও ভর্তির সুযোগ পাবে।
কারন, অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেও, পরে আর ভর্তি হয় না। তাখন তাদের আসন ফঁকা হয়ে যায়।
এজন্য, যারা প্রথমে ভর্তি হতে পারেনা, তাদের এই ফাঁকা আসনে, রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি করানো হয়।
রিলিজ স্লিপে ৫ টি কলেজে আবেদন করা যাবে। এই কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে।
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় তে ভর্তি হতে না পারলে কি করবেন:
ধরুন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেন না, তাহলে কি করবেন ? পড়াশোনা ছেড়ে দেবেন কি?
অবশ্যই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও আমাদের দেশে অনার্স করার মতো আরো সুযোগ আছে। যেমন:
- বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ টি কলেজে আবেদন করতে পারবেন।
- বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে পারবেন।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরের বছর ভর্তির জন্য অপেক্ষা করতে পারনে।
- ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কোন কোন সাবজেক্ট ভালো:
আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বিভিন্ন কলেজে অনার্স করার মতো অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে।
আবার সকল কলেজে সকল সাবজেক্ট থাকে না। যেমন, গ্রাম অঞ্চল বা নতুন কলেজে হাতে গোনা কয়েকটি সাবজেক্টে ভর্তি হওয়া যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি উল্লেখযোগ্য সাবজেক্ট লিস্ট:
- বাংলা
- ইংরেজি
- গণিত
- পদার্থ
- রসায়ন
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণীবিদ্যা
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজকর্ম
- ইসলামের ইতিহাস
- দর্শন
- মনোবিজ্ঞান
- ম্যানেজমেন্ট
- অ্যাকাউন্টিং
- হিসাববিজ্ঞান
কিছু প্রশ্ন ও উত্তর:
১৮ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ভর্তি আবেদন শুরু।
২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখের মধ্যে শেষ।
ভর্তি ফি ৩৫০ টাকা।
রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, এডওয়ার্ড কলেজ।
Yes
হ্যাঁ। করা যায়।
সহজে ভর্তি হওয়া যায়। শিক্ষার মান ভালো।
হ্যাঁ। দেশের যেকোনো চাকরির সার্কুলারে যোগ্যতা অনুসারে আবেদন করা যায়।
হ্যাঁ। বিসিএস দেয়া যায়।