বাংলাদেশের কোন নদীতে কোন চর তা মনে রাখার কৌশল নিয়ে আজকের পোষ্ট। বিসিএস, ব্যাংক, সহ বিভিন্ন চাকরিতে এমন ধরনের প্রশ্ন প্রায়ই আসে।
কিন্তু কিছু কৌশল করে না পড়লে এ ধরনের প্রশ্নের উত্তর ভূল হয়ে যায়।
তাই চলুন কোন নদীতে কোন চর তা মনে রাখার কৌশল জেনে নেয়া যাক।
ভোলা জেলার কোন নদীতে কোন চর তা মনে রাখার টেকনিক:
টেকনিক ১।
ফজরে জব্বার মানিক ও জহিরউদ্দিন নিজ কুকর নিয়ে মনপুরা চরে নিউ জংলী ফ্যাশন করে।
- ফজরে = ফয়েজ উদ্দিন চর।
- জব্বার = জব্বার চর।
- মানিক = মানিক চর।
- জহিরউদ্দিন = জহির উদ্দিন চর।
- নিজ = নিজাম উদ্দিন চর।
- কুকুর = কুকুরী মুকরী চর যাকে বন্য প্রাণী অভয়ারণ্য (Wildlife Sanctuary) বলা হয়।
- মনপুরা = মনপুরা চর।
- নিউ = নিউটন চর।
- জংলী = জংলী চর।
- ফ্যাশন = ফ্যাশন চর।
উপরের ১০ টি চর ছাড়াও ভোলা জেলায় আরো কয়েকটি চর রয়েছে । যেমনঃ চরকলমি, সোনার চর, চর মাদ্রাজ।
নোয়াখালি জেলার কোন নদীতে কোন চর তা মনে রাখার টেকনিক :
টেকনিক ২।
নোয়াখালির জনি শাহবাগের কাদেরের কাছে লজেন্স চায়।
- জনি = চর শ্রীজনি ।
- শাহবাগের = চর শাহাবানী।
- কাদেরের = চর কাদিরা।
- লজেন্স = চর লরেন্স।
- চায় = চেঙ্গার চর।
এছাড়া আরো কয়েকটি নদীর চর :
- চর মহুরি – ফেনীতে অবস্থিত।
- উড়ির চর- চট্টগ্রামে অবস্থিত।
- নির্মল চর – রাজশাহী পদ্মা নদীতে অবস্থিত।
- চর আলেকজান্ডার – লক্ষীপুরে অবস্থিত।
- চর গজারিয়া – লক্ষীপুরে অবস্থিত।
- দুবলার চর – সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। দুবলার চর শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত দুবলার চরের অপর নাম জাফর পয়েন্ট।
এছাড়া কিছু পয়েন্ট:
# হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট ও জাফর পয়েন্ট রয়েছে সুন্দরবনের দক্ষিণে।
# এলিফ্যান্ট পয়েন্ট রয়েছে -কক্সবাজারে।
# জিরো পয়েন্ট রয়েছে – ঢাকার গুলিস্তানে।
# বাংলাদেশের একমাত্র চর প্রধান নদী বা বাংলাদেশের যে নদীতে সবচেয়ে বেশী চর রয়েছে – যমুনা নদীতে যার পূর্বনাম জোনাই।
বাংলাদেশের বিখ্যাত ৫০টি নদী সমূহ :
- পদ্মা নদী
- মেঘনা নদী।
- যমুনা নদী।
- ব্রহ্মপুত্র-যমুনা।
- আড়িয়াল খাঁ নদ।
- বড়াল আপার নদী
- কপোতাক্ষ নদ।
- কুমার নদ।
- কীর্তনখোলা নদী।
- গড়াই নদী।
- ঘাঘর নদী।
- পশুর নদী।
- ভৈরব নদী – বাগেরহাট।
- ভুবনেশ্বর নদী।
- মধুমতী নদী।
- রূপসা নদী।
- আত্রাই নদী।
- ইছামতী নদী।
- করতোয়া নদী।
- ঘোড়ামারা নদী।
- তিস্তা নদী।
- তুলসীগঙ্গা নদী।
- ধরলা নদী।
- নারোদ নদ।
- পাগলা নদী।
- পাথরঘাটা নদী।
- পুনর্ভবা নদী।
- ফকিরনী নদী।
- মহানন্দা নদী।
- কালনী নদী।
- কুশিয়ারা নদী।
- ডাউকা নদী।
- ধলাই নদী।
- মনু নদী।
- সুরমা নদী।
- তুরাগ নদী।
- ধলেশ্বরী নদী।
- বুড়িগঙ্গা নদী।
- শীতলক্ষ্যা নদী।
- সালদা নদী।
- কর্ণফুলী নদী।
- কাসালং নদী।
- চেঙ্গি নদী।
- নাফ নদী।
- মাতামুহুরি নদী।
- হালদা নদী।
- গোমতী নদী।
- তিতাস নদী।
- গঙ্গা নদী।
- সুরমা নদী।
- আরো পড়ুন:
কিছু প্রশ্ন-উত্তর:
নদীর মধ্যে তৈরি অপেক্ষাকৃত উঁচু ভূমি হলো নদীর চর।
নদীর স্রোতের সাথে বয়ে আসা পলি-মাটি জমা হয়ে হয়ে চর তৈরি হয়।
চরে বসত বাড়ি করা হয়, ফসল চাষ করা হয়।
রাজশাহীর পদ্মাতে।