কাশ্মীরের কান্না বই

কাশ্মীরের কান্না বই kashmirer kanna book

কিশোর বই pdf বই রিভিউ দেখুন। সকল লেখকের বই pdf

কাশ্মীরের কান্না বই pdf free download

বইয়ের নামঃ কাশ্মীরের কান্না বই
লেখকঃ সমর ইসলাম
ধরণঃ ইতিহাস আশ্রিত উপন্যাস
প্রকাশনা প্রতিষ্ঠাণঃ বইঘর প্রকাশনী ।
প্রচ্ছদঃ শাকীর এহসানুল্লাহ ।
মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা ।

কাশ্মীরের কান্না বই pdf free download করুন-

এখান থেকে বইটির – পিডিএফ কপি নিন

ছবি ও চিত্র দেখে আরবি ভাষা শেখার ৪ টি সেরা pdf বই ডাউনলোড করুন।

(বিঃদ্রঃ ইন্টারনেটের বিভিন্ন ফ্রি ফ্রি বই ডাউনলোডের সাইট থেকে এই পিডিএফ বই সমূহ শেয়ারকৃত)

বইটির কাহিনী সংক্ষেপঃ

কাশ্মীরের কান্না বইটিতে, মাহমুদ হাসান পেশায় একজন সাংবাদিক ।  একটি বেসরকারী আন্তর্জাতিক সংবাদ সংস্থায় চাকুরী করে সে। চাকুরীর সুবাদে তাকে যেতে হবে কাশ্মীরে।

কাশ্মীরকে ভূ-স্বর্গ বলা হলেও ।  ভারতীয় বাহিনীর অত্যাচারে এখানকার সাধারন মানুষদের দুর্দশা । মা-বোনদের হাহাকার কাশ্মীরের বাতাসকে ভারী করে তুলে.।  জোছনা রাতের চাদের আলোকে করে তোলে ম্লান।

কাশ্মীরের ভেতর যেতে হলে পরিচয় গোপন করে ঢুকতে হবে সেখানে । কারন ভারতীয় সেনাবাহিনী নিজস্ব সাংবাদিক ছাড়া সেখানে সাংবাদিক ঢুকতে দেয়না । এজন্য একটি মেডিকেল টিমে সদস্য হয়ে ছদ্মপরিচয়ে কাশ্মীরে ঢোকে মাহমুদ।

সংবাদ সংগ্রহ করে ভালই দিন কাটছিল মাহমুদের । কিন্তু একদিন কিছু মুজাহিদকে ভারতীয় সৈন্য থেকে বাচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয় সে ।

তার সহযাত্রী মেডিকেল টিম তাকে রেখেই পাকিস্তান চলে যায়। তাকে রেখে যায় মুজাহিদ কমান্ডার শেখ ওসামার জিম্মায়। এরপর…?

কাশ্মীরের কান্না বইয়ের আলোচনাঃ

এর আগে ইতিহাস আশ্রিত দু’টো উপন্যাস পড়ে অনেক হতাশ হয়েছিলাম। So এই বইটির প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। But বইটি পড়ার পর যারপরনাই মুগ্ধ হয়েছি। বইটিতে, কেন্দ্রীয় চরিত্র মাহমুদ পেশায় একজন সাংবাদিক; এই চরিত্রটির মাধ্যমেই লেখক ঘটনা বর্ননা করেছেন।

কাশ্মীরের সম্মন্ধে অনেক অভ্যন্তরীণ তথ্য এর মাধ্যমেই পাঠকের কাছে তুলে এনেছেন! তাছাড়াও কাশ্মীরের মানুষের দুঃখ-দুর্দশা ও ভারতীয় বাহিনীর আগ্রাসনের কথাও লেখক এই চরিত্রের মাধ্যমে বর্ননা করেছেন।

উপন্যাসের সর্বচ্চো আকর্ষনীয় চরিত্র হচ্ছে মুজাহিদ কমান্ডার শেখ ওসামা । নিজ কওমের মুক্তির জন্য যে নিজের জীবনকেও তুচ্ছ মনে করে।

অন্যান্য মুজাহিদদেরকেও অনুপ্রেরণা জোগায় সে। তার ব্যক্তিত্ব, দেশপ্রেম যে কাউকে মুগ্ধ হতে বাধ্য করে!  তা ছাড়া আরো কিছু চরিত্রকেও ভাল লেগেছে ।

উপন্যাসের সব চেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে; মুজাহিদ কমান্ডারের একটি অপারেশনের কাহিনীর বর্ননা! সেখানে সে সাংবাদিক মাহমুদকে তার মুজাহিদী জীবনের একটি ঘটনা শোনায়।

বইয়ের বাধাই, প্রচ্ছদ এবং প্রিন্টিং অনেক উন্নতমানের। But  দু-একটা প্রিন্টিং মিস্টেক আছে; তবে তা চোখে পড়ার মত নয়।

পরিশেষে, অনেকদিন পর পুরো একটা বই এক বসায় শেষ করলাম। রিভিউটি লিখতে যেয়ে ভুলবশত ডিলিট হয়ে গিয়েছিল! But বইটির প্রতি মুগ্ধতায় পুণরায় নতুন করে আবার রিভিউ লিখলাম।

এই সাইটে বই রিভিউ টি লিখেছেনঃ

মুন্না হাসান

আরো দেখুন-
সকল শ্রেনীর বই ফ্রি ডাউনলোড করুন।
গাইড বই ফ্রি ডাউনলোড করুন।
রান্নার বই ফ্রি ডাউনলোড করুন।
ইসলামিক বই ফ্রি ডাউনলোড করুন।

সকল স্বাস্থ্য টিপস পড়ুন।
যৌন শক্তি বাড়ানোর উপায় দেখুন।

আমাদের ৭রং ওয়েব সাইটে হাজারো প্রয়োজনীয় ও শিক্ষনীয় পোষ্ট পড়তে আমাদের সাথেই থাকবেন।

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *