প্রিয় পাঠক, যাদের রেজাল্ট একটু ডাউন বা পয়েন্ট একটু কম এসেছে, তারা জানতে চান যে এই কম পয়েন্ট নিয়ে বিসিএস ক্যাডার হওয়া যাবে কিনা?
এর আগে জানতে হবে, আপনার রেজাল্ট কেমন কম? কোন কোন পরিক্ষায় আপনি কম পয়েন্ট পেয়েছেন?
SSC, HSC, অনার্স বা সমমান পরিক্ষার সবটাতেই কম হয়েছে নাকি ১টাতে নাকি ২টাতে।
কম পয়েন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি মিনিমাম থার্ড ক্লাস রেজাল্ট।
যদি আপনি কেবল মাত্র SSC, HSC বা অনার্স বা সমমান পরিক্ষার যেকোনো ১টি পরিক্ষায় থার্ড ক্লাস বা ৩য় বিভাগ পান তাহলে কোনো সমস্যা নেই।
আর ১টির বেশি অর্থাৎ SSC, HSC এবং অনার্স বা সমমান – এই ৩টি পরিক্ষার মধ্যে ২টিতে বা ৩টিতে থার্ড ক্লাস বা ৩য় বিভাগ পেয়ে পাশ করেন তাহলে আপনি বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন না।
চলুন দেখি, কত পয়েন্ট পেলে কোন বিভাগ ধরা হয়:
SSC এবং HSC গ্রেডিং/বিভাগ হিসাব:
এসএসসি এবং এইচএসসি পরিক্ষায়, সাধারণত ৫ পয়েন্টের উপর জিপিএ হিসাব করে গ্রেডিং বা বিভাগ করা হয়।
জিপিএ ৫ থেকে ৩.৫০ পেলে | ১ম বিভাগ |
জিপিএ ৩.৪৯ থেকে ২.৫০ পেলে | ২য় বিভাগ |
আর জিপিএ ২.৪৯ থেকে ১ পেলে | ৩য় বিভাগ |
যেহেতু SSC ও HSC পরিক্ষা জিপিএ ৫ পয়েন্টের উপর হিসাব করা হয়, তাই উপরের হিসাবে অনুযায়ী SSC & HSC এর গ্রেডিং হিসাব হবে।
এখন আপনি মিলিয়ে নিন যে, আপনার এসএসসি ও এইচএসসি পরিক্ষার রেজাল্ট কি রয়েছে।
অনার্স বা সমমান পরিক্ষার গ্রেডিং/বিভাগ হিসাব:
৪ পয়েন্ট – ৩ পয়েন্ট পেলে | ১ম বিভাগ |
২.৯৯ পয়েন্ট – ২.২৫ পয়েন্ট পেলে | ২য় বিভাগ |
২.২৪ পয়েন্ট – ২ পয়েন্ট পেলে | ৩য় বিভাগ |
আপনার রেজাল্ট দেখে নিজেই বুঝতে পারবেন যে, আপনার কয়টি পরিক্ষায় ৩য় বিভাগ রয়েছে কিংবা নেই।
যদি কখনো কোনো পরিক্ষায় আপনি ৩য় বিভাগ না পান, তাহলে কোনো সমস্যা নেই।
আপনার পয়েন্ট যতই কম হোক, আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন কিংবা বিসিএস পরিক্ষা দিতে পারবেন।
আর যদি যেকোন ১টি পরিক্ষাতে ৩য় বিভাগ পেয়ে থাকেন তাহলেও সমস্যা নেই।
২টি বা এর বেশি পরিক্ষায় ৩য় বিভাগ পেলে আপনি আর বিসিএস পরিক্ষা দিতে পারবেন না।
কম পয়েন্ট নিয়ে বিসিএস পরিক্ষা দেওয়ার বিষয়ের কর্তৃপক্ষ কি বলে?
আপনার যদি অনার্স বা সমমান পাশ থাকে এবং শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ (থার্ড ক্লাস রেজাল্ট) না থাকে, তাহলেই আপনি বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন।
নিচে আমি বিসিএস নিয়োগ পরিক্ষার সার্কুলালের ফটো দিলাম। নিজেই দেখুন।
সার্কুলারে এইচএসসি পাশের পরে আরো ৪ বছর অনার্স বা সমমানের পাশ চেয়েছে। যেটা আপনি যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে পারেন।
আর রেজাল্ট হতে হবে সর্বনিম্ন ১ বার ৩ বিভাগ রেজাল্ট। ১ বারের বেশি ৩য় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।
তাহলে বোঝা গেলো যে বিসিএস পরিক্ষা দিতে আহামরি বেশি ভালো রেজাল্ট করা লাগে না।
আপনি ৩ পয়েন্ট বা আরো কম পান এটা কোনো বিষয়ই না। পরিক্ষায় আবেদন করার জন্য জাস্ট মিনিমাম যোগ্যতা থকলেই হলো।
পরিশেষে আপনাকে বলতে চাই, বিসিএস পরিক্ষা হলো একটি চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতামূলক পরিক্ষা।
আপনাকে আপনার মেধা, পরিশ্রম, ধৈর্য্য আর যোগ্যতা দিয়ে বিসিএস ক্যাডার হতে হবে।
তাই আপনার অ্যাকাডেমিক রেজাল্ট অন্যদের চেয়ে সামন্য কম হলেও, এটি নিয়ে হতাশ হবার কিছু নেই।
পরিশ্রম করে যান, সৃষ্টিকর্তার উপার বিশ্বাস ও ভরসা রাখুন। ধন্যবাদ।