ইতিমধ্যেই ২০২৩ সালের আসন্ন এইচএসসি / HSC পরিক্ষার সকল সাবজেক্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে।
গত ১২ জুন (১৪ জুন) ২০২২ তারিখে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (https://dhakaeducationboard.gov.bd) থেকে এইচএসসির সিলেবাস প্রকাশ করা হয়েছে।
এই সিলেবাসের বাহিরে কোনো প্রশ্ন করা হবে না। তাই শিক্ষা বোর্ড থেকে সকল এইচএসসি পরিক্ষার্থীকে উক্ত সিলেবাসের বিষয় ফলো করতে বলা হয়েছে।
তাই ২০২৩ সালের প্রত্যক HSC পরিক্ষার্থীর জন্য আমরা সকল সিলেবাস পিডিএফ আকারে আমরাদের সাইটে ফ্রিতে প্রকাশ করছি।
এতে করে শিক্ষার্থীরা এখান থেকেই এইচএসসি পরিক্ষার জন্য সঠিক টপিক দেখে তার উপর প্রস্তুতি নিতে পারবেন।
সাইন্স বা বিজ্ঞান বিভাগ, আর্স বা মানবিক বিভাগ ও কমার্স মিলিয়ে মোট ৭৩ টি সাবজেক্টে রয়েছে আসন্ন ২০২৩ সালের HSC পরিক্ষার সিলেবাসে।
তবে- বাংলা, ইংরেজি, আইসিটি সহ কিছু কমন সাবজেক্টে রয়েছে। যেগুলোতে সব বিভাগের শিক্ষার্থীদের বাধ্যতামূলক পরিক্ষা দিতে হবে।
তাহলে আর দেড়ি না করে নিচের দেয়া ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার সিলেবাস pdf আকারে ডাউনলোড করে নিন।
২০২৩ সালের এইচএসসি পরিক্ষার সকল সিলেবাস pdf free download করুন:
- বিষয়: এইচএসসি সিলেবাস
- মোট সাবজেক্ট: ৭৩ টি
- বিভাগ: সাইন্স, আর্স ও কমার্স
- পরিক্ষার সাল: ২০২৩
- প্রকাশ তারিখ: ১৪ জুন ২০২২
- প্রকাশক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
- ডাউনলোড মাধ্যম: গুগল ড্রাইভ
- সিলেবাস ডাউনলোড অপশন – ডাউনলোড করুন
২০২৩ সালের HSC পরিক্ষার সকল সাবজেক্টের লিস্ট:
- বাংলা ১ম পত্র
- বাংলা ২য় পত্র
- ইংলিশ ১ম
- ইংলিশ ২য়
- আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- পদার্থ ১ম
- পদার্থ ২য়
- রসায়ন ১ম
- রসায়ন ২য়
- জীব বিজ্ঞান প্রথম
- জীব বিজ্ঞান দ্বিতীয়
- উচ্চতর গণিত ১ম
- উচ্চতর গণিত ২য়
- ইতিহাস ১ম
- ইতিহাস ২য়
- ইসলামের ইতহাস ও সংস্কৃতি ১ম
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য়
- পৌরনীতি ও সুশাসন ১ম
- পৌরনীতি ও সুশাসন ২য়
- অর্থনীতি ১ম
- অর্থনীতি ২য়
- লজিক ১ম
- লজিক ২য়
- সমাজ বিজ্ঞান ১ম
- সমাজ বিজ্ঞান ২য়
- সমাজ কর্ম ১ম
- সমাজ কর্ম ২য়
- ভূগোল ১ম
- ভূগোল ২য়
- বিসনেস অর্গানাইজেশন ১ম
- বিসনেস অর্গানাইজেশন ২য়
- হিসাব বিজ্ঞান প্রথম
- হিসাব বিজ্ঞান দ্বিতীয়
- ফিন্যান্স ও ব্যাংকিং ১ম
- ফিন্যান্স ও ব্যাংকিং
- উৎপাদন ব্যবস্থাপনা ১ম
- উৎপাদন ব্যবস্থাপনা ২য়
- ইসলাম শিক্ষা ১ম পত্র
- ইসলাম শিক্ষা ২য় পত্র
- চাইল্ড ডেভেলপমেন্ট ১ম
- চাইল্ড ডেভেলপমেন্ট ২য়
- খাদ্য ও পুষ্টি ১ম পত্র
- খাদ্য ও পুষ্টি ২য় পত্র
- গার্হস্থ্য বিজ্ঞান ১ম
- গার্হস্থ্য বিজ্ঞান ২য়
- কৃষি ১ম
- কৃষি ২য়
- মনোবিজ্ঞান ১ম
- মনোবিজ্ঞান ২য়
- পরিসংখ্যান ১ম
- পরিসংখ্যান ২য়
- মৃত্তিকা বিজ্ঞান ১ম পত্র
- মৃত্তিকা বিজ্ঞান ২য় পত্র
- গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম
- গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য়
- চারুকলা ১ম
- চারুকলা ২য়
- শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ১ম
- শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ২য়
- আরবি ১ম পত্র
- আরবি ২য় পত্র
- সংস্কৃত ১ম
- সংস্কৃত ২য়
- পালি ১ম
- পালি ২য়
- লঘু সংগীত ১ম
- লঘু সংগীত ২য়
- উচ্চাঙ্গ সংগীত ১ম পত্র
- উচ্চাঙ্গ সংগীত ২য় পত্র
- প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাক্টিস
- প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাক্টিস (ঐচ্ছিক ১,২,৩)