আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড পলিটেকনিক শিক্ষার ২টি বই pdf free download

প্রিয় পাঠক, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড বা অটোক্যাড (AutoCAD) বিষয়ে পলিটেকনিকের ২ টি বই নিয়ে হাজির হলাম।

যারা Auto ক্যাড দিয়ে আর্কিটেকচারাল ড্রাফটিং শিক্ষতে চান, তাদের জন্য এই দুটি বই বিশেষ সহায়ক হবে।

কারিগরি ও ভোকেশনাল কিংবা পলিটেকনিকের শিক্ষার্থী ছাড়াও এই বই দেখে নন-পলিটেকনিকের শিক্ষার্থীরাও আর্কিটেকচারাল ড্রাফটিং শিক্ষতে পারবেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত আর্কিটেকচারাল ড্রাফটিং এর ২ টি বইয়ের pdf ডাউনলোড নিচে ফ্রিতে দেয়া হলো। পলিটেকনিক শিক্ষার বই ২টি নিচে থেকে pdf ডাউনলোড করুন।

আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড ১ম বই pdf ডাউনলোড:

  • বইয়ের নাম: Architecture Drafting with cad 1
  • শ্রেণি: পলিটেকনিক
  • লেখক: রুবাদা নাজ
  • ফাইল: পিডিএফ
  • সাইজ: ১৫ এমবি
  • পৃষ্ঠা সংখ্যা: ৩০৯ টি
  • মূল্য: ফ্রি
  • বই লিংক:

আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড ২য় বই pdf ডাউনলোড:

  • বইয়ের নাম: Architecture Drafting with cad 2
  • শ্রেণি: পলিটেকনিক
  • লেখক: রুবাদা নাজ
  • ফাইল: পিডিএফ
  • সাইজ: ২০ এমবি
  • পৃষ্ঠা সংখ্যা: ৩০৮ টি
  • মূল্য: ফ্রি
  • বই লিংক:

আর্কিটেকচার প্রথম বই রিভিউ:

অটোক্যাড ব্যবহার করে আর্কিটেকচারাল ডিজাইনের ১ম বইয়ের শুরুতে ড্রয়িং বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রপাতির সঠিক ব্যবহার, মৌলিক উপাদান, অক্ষর, জ্যামেতিক ড্রয়িং, বিভিন্ন প্রতীক ও স্কেল নিয়ে আলোচনা করা হয়েছে।

এরপরে, ইটের বন্ড, ইটের পয়েন্টিং সহ ইটের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। স্থাপত্য শিক্ষায় আর্ট, লিপ্টেল, সানশেড; কাঠের জোড়, ইমারত ও ইমারত রিলেটেড অঙ্কন, সিঁড়ি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

ব্যহারিক শিক্ষার প্রথম অংশে রেখা অঙ্কন, জ্যামিতি ও প্রতীক অঙ্কন, ইটের বন্ড অঙ্কন, বিভিন্ন পয়েন্টিং, বিভিন্ন ধরনের কাঠের জোড়, ইমারতের প্ল্যান তৈরি, সিঁড়ি ঘরের ডিজাইন অঙ্কন সহ বিভিন্ন ব্যবহারিক দেখানো হয়েছে।

এরপরে, আবাসিক বাড়ি ও তার সাজসজ্জা, আবাসিক বাড়ির নির্মান, বহুতল আবাসিক বাড়ির ড্রয়িং, আবাসিক বাড়ির রান্নাঘর, টয়লেট, দরজা, জানালা ও ইলেকট্রিক্যাল ড্রয়িং নিয়ে আলোচনা করা হয়েছে।

অটোক্যাড দিয়ে আবাসিক ইমারতের সাজসজ্জা, প্লান অঙ্কন, কিচেন ও টয়লেট ডিজাইন সহ অটোক্যাড দিয়ে বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল অঙ্কন দেখানো হয়েছে।

আর্কিটেকচারাল ড্রাফটিং ২য় বই রিভিউ:

বইটির প্রথমেই মুক্ত হস্তে অঙ্কন, রেন্ডারিং, ভিউ, অটোক্যাড পরিচিতি, অটোক্যাড সফ্টওয়্যারের এনভাইরোনমেন্ট তৈরি, মেনুবার, টুলবার ও লেয়ার সহ টেক্সট ও ডাইমেনশন সেট আপ দেখানো হয়েছে।

এরপরে আর্কিটেকচারাল ড্রয়িং ও ড্রাফটিং রিলেটেড বিভিন্ন কাজ অটোক্যাড দিয়ে দেখানো হয়েছে। যেমন 2D, 3D ডিজাইন, বিভিন্ন বস্তু তৈরি করা সহ সলিড অবজেক্ট রেন্ডারিং।

আর্কিটেকচারাল ড্রয়িং এর ২য় বইয়ের ব্যবহারিকে আটোক্যাড সফ্টওয়্যার ইনস্টল করা, ব্যবহার করা, ভিউ অঙ্কন, মডিফাই, লেয়ার সেটআপ করা, অটোক্যাড দিয়ে বহুতল ভবন তৈরি করা ও ভিন ভিন্ন 3D বস্তু তৈরি করা দেখানো হয়েছে।

এই ২টি আর্কিটেকচারাল বই পাঠে আর্কিটেকচারাল ও অটোক্যাড বিষয়ে একটি মৌলিক জ্ঞান অর্জন সম্ভব হবে। তাই পলিটেকনি শিক্ষার এই ২টি pdf বই সকলের উপকারে বিশেষ উপকারে আসবে।

প্রশ্ন ও উত্তর:

আর্কিটেকচারাল ড্রাফটিং কি ?

আবাসিক বাড়ি, ইমারত সহ বিভিন্ন স্থপনা নির্মান শিক্ষা।

অটোক্যাড কি ?

অটোক্যাড একটি কম্পিউটার সফ্টওয়্যার। এটা দিয়ে স্থাপত্য ডিজাইন করা হয়।

আর্কিটেকচারাল বই কে পড়তে পারবে?

সকলেই।

অটোক্যাড ব্যবহার করতে কি লাগবে?

একটি কম্পিউটার।

Leave a Comment