প্রিয় পাঠক, আজ আমরা অটোমোটিভ বা ইঞ্জিন বা মোটর চালিত সকল কার গাড়ি মেরামত শিক্ষার ২টি PDF বই নিয়ে এসেছি।
হাতে কলমে শেখার জন্য এই বই ২টি আপনাকে সাহায্য করবে। কারণ অটোমোটিভ শিক্ষার এই বইতে ছবি সহ সকল বিষয় দেয়া রয়েছে।
ইঞ্জিন বা মোটর চালিত গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত এই বইতে দেয়া আছে। আর এই অটোমোটিভ বা গাড়ি মেরামতের বই ২টি কারিগরি বোর্ডের বই।
নিচে অটোমোটিভ কারিগরি বোর্ডের ২টি বই পিডিএফ আকারে দেয়া হলো। ফ্রিতে ডাউনলোড করে নিন।
অটোমোটিভ ইঞ্জিন কার গাড়ি মেরামত প্রশিক্ষণ ১ম বই pdf ডাউনলোড দিন:
- ফাইলের নাম: Automotive 1
- বইয়ের নাম: অটোমোটিভ ১
- শ্রেণি: ৯ম ও ১০ম
- ভাষা: বাংলা
- বোর্ড: কারিগরি
- প্রকাশক: এনসিটিবি
- লেখক: ড. ইঞ্জি. মো: সিরাজুল ইসলাম
- পৃষ্ঠা সংখ্যা: ৩৭৪ টি
- সাইজ: ১৮ MB
- pdf বই:
গাড়ি মেরামত প্রশিক্ষণ ২য় বই pdf ডাউনলোড দিন:
- ফাইলের নাম: Automotive 2
- বইয়ের নাম: অটোমোটিভ ২
- বইয়ের ভাষা: বাংলা
- শ্রেণি: নবম ও দশম শ্রেণি
- বোর্ড: কারিগরি বোর্ড
- প্রকাশক: এনসিটিবি
- লেখক: ড. ইঞ্জি. মো: সিরাজুল ইসলাম
- পৃষ্ঠা সংখ্যা: ৩০৬
- সাইজ:৩০ MB
- pdf বই:
১ম বই রিভিউ:
অটোমোটিভ বা গাড়ি মেরামতের ১ম বইয়ের শুরুতে অটোমোটিভ ট্রেড এবং অটোমোটিভের বিভিন্ন প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এখানে আপনি জানতে পারবেন যে, অটোমোটিভ শিক্ষার বর্তমান ও ভবিষ্যত চাহিদা কেমন এবং পেশা হিসেবে অটোমোটিভ কেমন হবে।
এরপরে, অটোমোটিভের বিভিন্ন টুলস্ এবং হ্যাকসয়িং, চিপিং, ফাইলিং, সিমিং, সোল্ডারিং ইত্যাদি পদ্ধতি দেখানো হয়েছে।
ইঞ্জিন চালিত গাড়ির প্রকারভেদ, ইঞ্জিনের যন্ত্রাংশ, ইঞ্জিন কিভাবে কাজ করে, ইত্যাদি আলোচনা করা হয়েছে।
ইঞ্জিন চালিত গাড়িতে বিদ্যুতের প্রয়োজন থাকে। তাই গাড়ির বেসিক ইলেকট্রিসিটি, ব্যাটারি এবং বিদ্যুত চালিত অন্যান্য যানবাহন নিয়েও আলোচনা করা হয়েছে।
অটোমোটিভ ১ম বইটিতে ওয়েলডিং, গ্যাস ওয়েলডিং, ইগনিশন সিস্টেম ও কয়েল, জেনারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বর্তমানে গাড়িতে এসি ব্যবহার করতে দেখা যায়। এজন্য অটোমোটিভ ইঞ্জিন বা মোটর কার গাড়ি মেরামত শিক্ষার ১ম বইতে এসি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এরপরে, গাড়ির ইঞ্জিনের আরো অ্যাডভান্স বিষয় যেমন; গাড়ির ফুয়েল, ইঞ্জিনের দহন, পাম্প ইত্যাদির সমস্যা ও সমাধান নিয়ে বলা হয়েছে।
অটোমোটিভ ১ম বইটির সর্ব শেষে মোটর বাইক নিয়ে আলোচনা করা হয়েছে। কারন, বর্তমানে মোটর বাইকের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
অটোমোটিভ ইঞ্জিন গাড়ি মেরামতের ২য় বই রিভিউ:
গাড়ির মেরামত শিক্ষা ২য় বইয়ের শুরুতেই ডাই এবং ট্যাপ দিয়ে প্যাঁচ কাটা, ভাঙ্গা বোল্ট বের করার সহজ নিয়ম দেখানো হয়েছে।
এরপরে ইঞ্জিনের লুব্রিকেন্ট, সাসপেনশস, ভালভ, গাড়ির চেসিস নিয়ে বলা হয়েছে।
ব্রেক সিস্টেম গাড়ির গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য অটোমোটিভ ২য় বইতে ব্রেক সিস্টেমের নীতি এবং হাইড্রোলিক ব্রেক নিয়ে বলা হয়েছে।
পরে, গাড়ির গিয়ার, হুইল এক্সেল, স্টিয়ারিং, টায়ার, গজন পিন, পিস্টন, রড, শ্যাফট, ইঞ্জিন টিউনিং, ফুয়েল গেজ, স্পীডোমিটার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
একজন দক্ষ গাড়ি মেরামতকারি হওয়ার জন্য গাড়ির চালানো ও গাড়ি সংক্রান্ত আইন-কানুন জানার কোনো বিকল্প নেই।
এজন্য অটোমোটিভ ২য় বইয়ের শেষে কার ড্রাইভিং শিক্ষা এবং বিআরটিএ আইন নিয়ে আলোচনা করা হয়েছে।
পরিশেষে বলতে পারি, অটোমোটিভ মেরামত শিক্ষার উক্ত ২টি বই আপনাকে গাড়ি মেরামতে দক্ষ হতে সাহায্য করবে ইনশাআল্লা।
প্রশ্ন ও উত্তর:
অটোমোটিভ বই থেকে শিখতে পারবেন।
ইঞ্জিন চালিত কার গাড়ি।
অটোমোটিভের চাহিদাও বাড়ছে।
যে কেউ শিখতে পারবে।
না।