বিসিএস, ব্যাংক, প্রাইমারী শিক্ষক নিয়োগ পরিক্ষা সহ সকল সরকারি চাকরিতে বাংলাদেশ পরিচিতি অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে।
তাই আপনার জন্য নিয়ে এসেছি ১০০% কমন উপযোগী কিছু বাছাই করা বাংলাতেশ পরিচিতি অংশের ১০০+ প্রশ্ন এবং উত্তর।
চাকরিতে বাংলাদেশ পরিচিতি থেকে ১০০% কমন প্রশ্ন ও উত্তর:
- বাংলাদেশের আয়তন- ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. বা ৫৬,০০০ হাজার বর্গমাইল।
- বাংলাদেশ নামকরণ করা হয়- ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর।
- রাষ্ট্রীয় নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
- বিজয় লাভ- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
- স্বাধীনতা ও জাতীয় দিবস- ২৬ মার্চ।
- বিজয় দিবস- ১৬ ডিসেম্বর।
- ৫ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থান দিবস।
- ১৬ জুলাই – আবু সাঈদ দিবস।
- উপনিবেশ ছিল- প্রথমে যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)।
- স্বাধীনতা লাভ- পাকিস্তানের কাছ থেকে।
- জাতিসংঘের সদস্য পদ লাভ- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।
- রাজধানী- ঢাকা। [বিসিএস ৩৩ তম]
- বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম। [খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-১২]
- বাংলাদেশের প্রশাসনিক রাজধানী- ঢাকা।
- ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল- বঙ্গ।
- যে নদীর তীরে অবস্থিত- বুড়িগঙ্গা।
- ঢাকার পূর্বনাম- জাহাঙ্গীরনগর।
- ঢাকা মোট রাজধানী হয়- ৫ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১)।
- ঢাকা এ পর্যন্ত বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে ৫ বার:
- প্রথমবার ১৬১০ সালে ১৬১০ সালে ইসলাম খান চিশতী বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করে নাম দেন ‘জাহাঙ্গীর নগর’।
- দ্বিতীয়বার ১৬৬০ সালে ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার নিয়োগ হওয়ার পর ঢাকা আবার রাজধানীর মর্যাদা লাভ করে।
- তৃতীয়বার ১৯০৫ সালে ১৯০৫ সালে বঙ্গবঙ্গের পর পূর্ব বঙ্গের রাজধানীর মর্যাদা পায় ঢাকা
- চতুর্থবার ১৯৪৭ সালে ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের পূর্বাংশের রাজধানী করা হয় ঢাকাকে।
- পঞ্চমবার ১৯৭১ সালে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সংবিধানের ৫(ক) অনুচ্ছেদে ঢাকাকে রাজধানীর মর্যাদা দেওয়া হয়।
- ১৯৮২ সালে ঢাকা নামের বানান Dacca থেকে Dhaka করা হয়।
- আরো পড়ুন- কোন উপন্যাস কার লেখা।
বাংলাদেশর কিছু কমন উপযোগী প্রশ্ন ও উত্তর:
- রাষ্ট্রভাষা- বাংলা (৯৮ শতাংশ)।
- সরকার পদ্ধতি- সংসদীয় পদ্ধতির সরকার।
- আইন সভা- জাতীয় সংসদ।
- স্থাানীয় সময়- গ্রিনিচ মান সময় অপেক্ষা ৬+ ঘন্টা।
- জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে- ১ম।
- মোট উপজাতি- ৫০টি।
- জাতীয় সংসদের মোট আসন- ৩৫০টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মহিলা আসন ৫০টি)।
- মোট সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- ১২ বার।
- আবহাওয়া কেন্দ্র- ৪টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী
- ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য- ৩টি (ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)।
- আবহাওয়া স্টেশন- ৩৫টি।
- এভারেস্ট জয়ী দেশ- ৬৭তম। [হাজী দানেশ প্র. বি. ১৩-১৪]
- প্রশাসনিক বিভাগ- ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)। [রাবি ‘খ’ ২০১৫-১৬]
আরো পড়ুন- ১০ম শ্রেণি বাংলাদেশর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
বাংলাদেশ প্রশাসনিক কাঠামো পরিচিতি:
- জেলা- ৬৪টি।
- সিটি কর্পোরেশন- ১২টি (১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন)। [ঢাবি ‘ঘ’ ৯৮-৯৯]
- পৌরসভা- ৩২৯টি (সর্বশেষ- বিশ্বনাথ,সিলেট)।
- উপজেলা- ৪৯৫টি। [৩৫ তম বিসিএস]
- থানা- ৬৫৪টি (সর্বশেষ-পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা)।
- ইউনিয়ন- ৪৫৭১টি।
- গ্রাম- ৮৭১৯১টি।
- আয়তনে বিশে^ বাংলাদেশের অবস্থান- ৯৪তম।
- ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র- ৪টি।
- নদী বন্দরের জন্য সতর্ক সংকেত- ৪টি।
- সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত- ১১টি
- উপকূলীয় জেলা- ১৯টি।
বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- বিদেশে দূতাবাস রয়েছে- ৫৯ দেশে
- জনসংখ্যায় বিশে^ অবস্থান- ৮ম।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য- ৫টি (আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ)।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা- ৯টি।
- জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান- ৫ম (১ম- চীন)।
- জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান- ৩য় (১ম- ভারত)।
- জনসংখ্যায় মুসলিম বিশে^ অবস্থান- ৪র্থ (১ম- ইন্দোনেশিয়া)।
- জনসংখ্যা বৃদ্ধির হার ঃ ১.৩৩% ।
- সীমান্তবর্তী দেশ- ২টি (ভারত ও মায়ানমার)।
- আদমশুমারি হয়েছে- ৬ বার (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা- ২০২২; ১৫ই জুন থেকে ২১শে জুন)।
- মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা- ১১টি।
- ভূ-উপগ্রহ কেন্দ্র- ৪টি।
- অভিন্ন নদীর সংখ্যা- ৫৭টি (ভারতের সাথে ৫৪টি, মায়ানমারের সাথে ৩টি)।
- আন্তর্জাতিক মানের নদী- ১টি (পদ্মা)।
- সরকারি নোট- ৩টি (১ টাকা, ২ টাকা ও ৫ টাকা)।
- ব্যাংক নোট- ৭টি ( ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট)।
- শেয়ার বাজার- ২টি
- গণভোট অনুষ্ঠিত হয়- ৩ বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)।
- জরুরী অবস্থা ঘোষিত হয়েছে- ৬ বার।
- উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট- ৫ বার (১৯৭৪, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০ ও ২০০৭, ২০২৪)।
- আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি (শাহজালাল-ঢাকা, শাহআমানত-চট্টগ্রাম ও ওসমানী-সিলেট)- ৪র্থ কক্সবাজার (প্রস্তাবিত)।
- মোবাইল ফোন অপারেটর- ৫টি (গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)।
- সংবিধানের মোট অনুচ্ছেদ- ১৫৩টি।
- সংবিধান সংশোধিত হয়েছে- ১৭ বার।
- বাংলাদেশ ব্যাংকের শাখা- ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
- মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা- ৬৭৬ জন(৪ জনের খেতাব বাতিল হয়েছে বর্তমানে ৬৭২)
- গ্যাস ক্ষেত্র- ৩০ টি (মাদারগঞ্জ, জামালপুর) সর্বশেষ।
- সমুদ্রবন্দর- ৩টি (চট্টগ্রাম, মংলা ও পায়রা)
জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়:
- ২১ শে পদক প্রর্বতন করনে – জয়িাউর রহমান।
- র্সাকভূক্ত দশেরে মধ্যে বাংলাদশেরে দূতাবাস নইে – আফগানস্তিান।
- দেশের প্রথম র্পূণাঙ্গ ডজিটিাল স্বাস্থ্যসবো প্ল্যাটর্ফমরে নাম – সুখী।
- মুনসুন অভ্যুত্থান” যে দশেরে সাথে জড়তি – বাংলাদশে।
- কাজী নজরুল ইসলামকে জাতীয় কবরি স্বীকৃতি দয়িে গজেটে প্রকাশ – ২ জানুয়ারী, ২০২৫।
- সুন্দরবনে র্বতমানে বাঘরে সংখ্যা – ১২৫ট।
- যে বভিাগে উপজাতি নইে – খুলনা।
- পরত্যিাক্ত গ্যাসক্ষত্রে – ২টি (ছাতক ও কামতা)
- বাংলাদশে সবচয়েে বশেি ওষুধ রপ্তানি করে – ময়িানমার।
- স্থল বন্দর- ২৫টি।
- বাংলাদশেে তজেস্ক্রয়ি খনজি সম্পদ পাওয়া গছেে – কক্সবাজার।
- কালাে সোনা পাওয়া যায় – কক্সবাজার।
- মোট মন্ত্রণালয়- ৪৩টি।
- চা বাগান- ১৭০টি (সর্বশেষ চা বাগান- শেরপুর)।
- সরকারি টেলিভিশন- ৪টি (ইঞঠ, ইঞঠ ডড়ৎষফ, সংসদ বাংলাদেশ, ইঞঠ-ঈঞএ)।
- পাবলিক বিশ^বিদ্যালয়- ৫৫টি।
- আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়- ২টি (এশিয়ান উইমেনস্ ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)।
বাংলাদেশের বিবিধি বিষয়:
- ইউরনেয়িাম পাওয়া গছেে – মৌলভী বাজাররে কুলাউড়া পাহাড়।
- জিয়া সার কারখানায় উৎপাদতি সাররে নাম – ইউরয়িা।
- ইউরয়িা সার উৎপাদনে প্রধান কাচামাল হলাে – মথিনে গ্যাস।
- বাংলাদশেে র্আসনেকি মুক্ত জলো – ৩ট। (খাগড়াছড়, রাঙামাটি ও বান্দরবান)।
- বাংলাদশেে ১ম ডাকঘর চালু হয় – চুয়াডাঙ্গায়।
- ডাক জাদুঘর অবস্থতি – জপিওি, গুলস্তিান, ঢাকা।
- বাংলাদশে প্রথম জাহাজ রপ্তানি করে – ২০০৮ সালে ডনের্মাক।
- রপ্তানকিৃত ১ম জাহাজ – স্টলো মরেসি। (অপরনাম: বাংলাদশে আনন্দ)।
- সরকারি মেডিকেল কলেজ- ৩৭টি।
- মেডিকেল বিশ^বিদ্যালয়- ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট)।
- ক্যাডেট কলেজ- ১২টি (ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি)।
- জাতিসংঘের সদস্য রাষ্ট্র- ১৩৬তম।
- সীমান্তবর্তী জেলা- ৩২টি (ভারতের সাথে ৩০টি, মায়ানমারের সাথে ৩টি, রাঙ্গামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে)