ম্যাসেজ মিজানুর রহমান আজহারী লিখিত সেরা বই

আসসালামুআলাইকুম ! প্রিয় পাঠক, আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছেন! আজ আমরা ম্যাসেজ বই নিয়ে কথা বলবো। এই ম্যাসেজ বইটি রচনা করেছেন বিশিষ্ট ইসলামীক স্কলার ও চিন্তবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব।

ম্যাসেজ বইটি বর্তমান সময়ের সবচেয়ে বেশি সারা জাগানো ও আলোচিত ইসলামী বই! আর এই ম্যাসেজ বইটি রচনার মাধ্যামে আমাদেরকে লেখক কি বার্তা বা ম্যাসেজ দিতে চান তা জানার চেষ্টা করবো।

ম্যাসেজ বই সম্পর্কে লেখক মিজানুর রহমান আজহারী সাহেবের অভিব্যক্তিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাসেঞ্জার হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)। যিনি সত্যর বাণী পৌঁছে দিয়েছেন বিশ্বময় এবং আমাদেরকেও তার ম্যাসেজ পৌঁছে দিতে আহ্বান করে গেছেন।

আর এ জন্যই বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব ভিন্ন মাত্রায় ইসলামের বাণীকে সর্বময় প্রচারের প্রয়াসে রচনা করেছেন সময়ের সেরা ম্যাসেজ বই।

এই বইটির পূর্ণ নাম হলো; “ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া“ । ম্যাসেজ বইটি ২০২১ সালের বই মেলায় সর্ব প্রথম প্রকাশিত হয়।

মিজানুর রহমান আজহারীর মতে আমাদের সমাজের তরুনদেরকে দ্বীনের প্রতি বেশি আগ্রহী ও অনুগামী করা গেলে; ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে।

আর তাই তিনি তরুনদের উদ্দেশ্যই করে বলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যামে তরুনদের নিকট ইসলামের বাণী পৌছে দেন। তরুনদের এক বড় অংশ পড়তে ভালোবাসে, আর এই কারনেই তিনি তরুন সমাজের জন্য কলম ধরেছেন।

আজহারী সাহেবের মতে; সাহিত্য জগতে বই মানেই শব্দের মারপ্যাঁচে ভারী ভারী কথা। সুতরাং তিনি এই গতানুগতিক ভাবধারা থেকে বের হয়ে সাধারণ মানুষের পাঠ্য উপযোগী করে এই বইটি রচনা করেছেন।

ম্যাসেজ বই টিতে তিনি পবিত্র কুরআন সুন্নাহর রেফারেন্স, সাহাবিদের বক্তব্য, বিশিষ্ট সালাফদের বাণী, বিভিন্ন শিক্ষনীয় ঘটনাবলী সহ ক্লাসিক্যাল ও আধুনিক পন্ডিতদের রেফারেন্স এর পাশাপাশি, আজহারি সাহেব তার নিজস্ব বিশ্লেষণধর্মী চিন্ত চেতনা উপস্থাপন করেন।

মিজানুর রহমান এর ম্যাসেজ বই সম্পর্কিত তথ্য সমূহ:

  • বই এর নাম: ম্যাসেজ
  • বইয়ের পূর্ণ নাম: ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া
  • বই ক্যাটাগরী : ইসলামী বই
  • বইটির প্রধান বিষয়: ইবাদত, আত্মশুদ্ধি এবং অনুপ্রেরণা
  • পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি
  • লেখক : মাওলানা মিজানুর রহমান আজহারী
  • প্রকাশ সাল: ২০২১ সালে ১ম প্রকাশিত
  • প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
  • বইটির ধরন: হার্ড কপি
  • প্রাপ্তি স্থান: রকমারি অনালাইন শপ সহ দেশের অভিজাত লাইব্রেরীতে পাওয়া যাবে।

ম্যাসেজ বইটির বিষয়বস্তু ও সংক্ষিপ্ত রিভিউ:

প্রিয় পাঠক, ম্যাসেজ বই এর বিষয় বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে একটি পূর্ণ ধারণা পাওয়ার জন্য; এবং আপনার জ্ঞাতার্থে বইটির সূচিপত্র উল্লেখ করা হলোঃ

ক্রমিকবিষয়পৃষ্ঠা
০১কুরআনের মা১১
০২মুমিনের হাতিয়ার২৯
০৩কুরআনিক শিষ্টাচার৪৮
০৪উমর দারাজ দিল৮০
০৫ডাবল স্ট্যান্ডার্ড১০৩
০৬উসরি ইউসরা: কষ্টের সাথে সস্তি১৩২
০৭রেগে গেলেন তো হেরে গেলেন১৫৬
০৮শাশ্বত জীবনবিধান১৭৩
০৯স্মার্ট প্যারেন্টিং২০১
১০মসজিদ : মুসলিম উম্মাহর নিউক্লিয়াস২৩০
১১ঐশী বরকতের চাবি২৬০
১২বিদায় বেলা২৮০
ম্যাসেজ বই এর সূচিপত্র

ম্যাসেজ বই রিভিউ

সূরা ফাতিহা হলো পবিত্র কুরআনের ১ম সূরা। আর এজন্য সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়! আর ফাতিহা মানে হলো সূচনা।

সূরা ফাতিহার এতো সব গুরুত্ব, মর্যাদা আর মহিমার কারনেই মিজানুর রহমান আজহারি শুরুতেই সূরা ফাতিহার তাৎপর্য বর্ণনা করেন।

ম্যাসেজ বইটিতে মিজানুর রহমান, কুরআনের মা নামক শিরোনামে বইটির ১ম অধ্যায়ে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করেন।

মহান আল্লাহর কাছে কিছু চাইতে হলে দুআ করার মাধ্যমে চাইতে হয়। আর দুআ হলো মুমিন বান্দাদের সব চেয়ে বড় হাতিয়ার।

এজন্য মিজানুর রহমান তার এই বইটির ২য় অধ্যায়ে দুআ করার তাৎপর্য, দুআ করার নিয়ম, দুআর শক্তি এবং দুআ কবুলের শর্ত সহ দুআ কিভাবে মুমিনদের ভাগ্য পরিবর্তন করতে পারে তা আলোচনা করেছেন।

মহাগ্রন্থ পবিত্র কুরআন হলো সমস্ত বিশ্ববাসীর জন্য অবতীর্ণ এক পূর্ণাঙ্গ জীবনবিধান।

পবিত্র কুরআন আমাদের ইহজগৎ এবং পরজগৎ সম্পর্কে জ্ঞান দান করে।

প্রকৃত মুমিনের কুরআনের আদর্শে জীবন গড়া একান্ত কাম্য।

এজন্য মিজানুর রহমান তার ম্যাসেজ বই এর ৩য় অধ্যায়ে পবিত্র কুরআনিক শিষ্টাচার নিয়ে আলোচনা করেছেন।

হযরত উমর (রাঃ) ছিলেন, নবী মুহাম্মদ (সাঃ) এর প্রিয় সহযোগী এবং ইসলামের বিশিষ্ট ৪ জন খলিফার মধ্যে একজন! উমর ছিলেন ইসলামের জন্য এক নিবেদিত প্রাণ।

হযরত উমরের জীবনী, শিষ্টাচার, শাসন, চরিত্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

এজন্য হযরত উমরের জীবনী নিয়ে বই টির ৪র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

এছারা ম্যাসেজ বইটিতে আরো অন্যান্য অধ্যায়ে ইসলামের আলোকে অনুপ্রেরণামূলক বাণী ও ঘটনা, আত্মশুদ্ধি লাভের উপায় সহ বর্তমান সমাজে কিভাবে ইমান আমলের সঠিক প্র্যাকটিস করা যাবে এবং ইমানকে দৃঢ়ভাবে ধরে রাখা যাবে, এমন সকল বিষয় সহজ সাবলীল ভাষায় বর্ণনা করেছেন মিজানুর রহমান আজহারী।

মিজানুর রহমান আজহারী রচিত ম্যাসেজ বই pdf download:

প্রিয় পাঠক, লেখকের অগণিত নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম, দিনরাত গবেষণার ফলেই একটি বই রচনা সম্ভব হয়।

এরপরে বইটি পাঠক পর্যায়ে পৌঁছে দিতে প্রকাশনিকে অনুরুপভাবে সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে হয়।

ঠিক তেমনি মিজানুর রহমানের সদ্য প্রকাশিত ম্যাসেজ বইটিও এর ব্যতিক্রম নয়।

সম্মানিত পাঠক, লেখক এবং প্রকাশনির বিনা অনুমতিতে বইয়ের সফট কপি বা pdf তৈরি, pdf বিতরন ও pdf বই পাঠ সমীচন নয় বরং আইন বিরুদ্ধ।

তাবে, লেখক ও প্রকাশকের অনুমতি ও সম্মতিতে pdf / eBook ব্যবহার বৈধ।

সুতরাং মিজানুর রহমান আজহারী রচিত ম্যাসেজ বই এর pdf প্রপ্তির জন্য pdf বই প্রত্যাশি পাঠকের জন্য অপেক্ষা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই।

কেননা লেখক ইসলামের খেদমতে হাদিয়া সরুপ যেকোনো সময় তার মূল্যবান বই এর pdf কপি Free Download এর জন্য উনমুক্ত করে দিতে পারেন।

তবে, সকলের জন্য বিশেষ অনুরোধ আপনারা লাইব্রেরী থেকে বই সংগ্রহ করুন।

FaQ:

ম্যাসেজ বই কে লিখেছেন?

মিজানুর নহমান আজহারী।

ম্যাসেজ বই কোথায় পাবো?

যেকোনো ভালো লাইব্রেরিতে, অথবা অনলাইনে।

ম্যাসেজ শব্দের অর্থ কি?

বার্তা, বানী।

Leave a Comment