৪৫ তম বিসিএস থেকে নতুন নিয়ম অনুযায়ী বিসিএস প্রিলি বা প্রিলিমিনারি পরিক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ পরিক্ষার মধ্যে সাধারণ বিজ্ঞান থেকে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
সাধারণ বিজ্ঞানের ১৫ নম্বরের প্রশ্ন করা হবে মোট ৩টি প্রধান টপিক থেকে। এগুলো হলোঃ
(১) ভৌত বিজ্ঞান থেকে ৫ নম্বরের
(২) জীব বিজ্ঞান থেকে ৫ নম্বরের এবং
(৩) আধুনিক বিজ্ঞান থেকে ৫ নম্বরের।
কি কি পড়লে এই ৩ টি টপিক কভার হবে, তা নিচে বিস্তারিত দেয়া হলো।
১। বিসিএস প্রিলি সাধারণ বিজ্ঞান এ ভৌত বিজ্ঞান থেকে যা যা পড়তে হবেঃ
- পদার্থে অবস্থা
- এটমের গঠন
- কার্বনের বহুমুখী ব্যবহার
- ক্ষার, এসিড ও লবন
- পদার্থের ক্ষয়
- সাবানের কাজ
- ভৌত রাশি ও এর পরিমাপ
- ভৌত বিজ্ঞানের উন্নয়ন
- চৌম্বকত্ব
- তরঙ্গ ও শব্দ
- তাপ ও তাপগতি বিদ্যা
- আলোর প্রকৃতি
- স্থির এবং চল তড়িৎ
- ইলেক্ট্রনিক্স
- আধুনিক পদার্থ বিজ্ঞান
- শক্তির উৎস এবং শক্তির প্রয়োগ
- নবায়নযোগ্য শক্তির উৎস
- পারমানবিক শক্তি
- খনিজ উৎস
- শক্তির রুপান্তর
- আলোক যন্ত্রপাতি
- মৌলিক কণা
- ধাতব পদার্থ এবং তাদের যৌগ সমূহ
- অধাতব পদার্থ
- জারণ-বিজারণ
- তড়িৎ কোষ
- অজৈব যৌগ
- জৈব যৌগ
- তড়িৎ চৌম্বক
- ট্রান্সফরমার
- এক্সরে
- তেজক্রিয়তা ইত্যাদি।
২। প্রিলি সাধারণ বিজ্ঞানে জীব বিজ্ঞান থেকে যা যা পড়তে হবেঃ
- পদার্থে জীববিজ্ঞান বিষক ধর্ম
- টিস্যু
- জেনেটিকস্
- জীববৈচিত্র
- এনিম্যাল
- ডাইভারসিটি
- প্লান্ট ডাইভারসিটি
- এনিম্যাল টিস্যু
- অর্গান ও অর্গান সিস্টেম
- সলোকসংশ্লেষন
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
- জুলোজিক্যাল নমেনক্লেচার
- বোটানিক্যাল নমেনক্লেচার
- প্রানিজগৎ
- উদ্ভিদ, ফুল ও ফল
- রক্ত ও রক্ত সঞ্চালন
- রক্তচাপ
- হৃদপিন্ড এবং হৃদরোগ
- স্নায়ু ও স্নায়ুরোগ
- খাদ্য ও পুষ্টি
- ভিটামিন
- মাইক্রোবায়োলজি
- প্লান্ট নিউট্রেশন
- পরাগায়ন ইত্যাদি।
৩। আধুনিক বিজ্ঞান থেকে যা যা পড়তে হবেঃ
- পৃথিবী সৃষ্টির ইতিহাস
- কসমিক রে
- ব্লাক হোল
- হিগোর কণা
- বারিমন্ডল
- টাইড
- বায়ুমন্ডল
- টেকটোনিক প্লেট
- সাইক্লোন
- সুনামি
- বিবর্তন
- সামুদ্রিক জীবন
- মানবদেহ
- রোগের কারন ও প্রতিকার
- সংক্রামক রোগ
- রোগ জীবাণুর জীবনধারণ
- মা ও শিশুর স্বাস্থ্য
- ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন
- এইচআইভি, এইডস
- টিবি
- পোলিও
- জোয়ার-ভাটা
- এপিকালচার
- সেরিকালচার
- পিসিকালচার
- হর্টিকালচার
- ডায়োড
- ট্রানজিস্টর
- আইসি
- আপেক্ষিক তত্ত্ব
- ফোটন কণা ইত্যাদি।
উপরের সকল টপিক পড়লে বিসিএস প্রিলি সাধারণ বিজ্ঞান অংশের ১৫ নম্বরের ১০০% প্রস্তুতি নেয়া সম্ভব হবে।
এজন্য নবম-দশম শ্রেনির সাধারণ বিজ্ঞান বই, পদার্থ বিজ্ঞান বই, জীব বিজ্ঞান বই এবং রসায়ন বই পড়লে বেশ কাজে আসবে।
এছাড়াও, সাধারণ বিজ্ঞানের জন্য বাজারে অসংখ্য সিরিজের গাইড বা সহায়ক বই পাওয়া যায়। যেকোনো সিরিজের বই ফলো করা যেতে পারে।
FAQ:
১০ টি বিষয় থেকে প্রশ্ন করা হয়।
বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং নৈতিকতা এই ১০ টি বিষয় থেকে প্রশ্ন করা হয়।
২০০ নম্বরের।
১৫ নম্বরের।
- সোর্স- bpsc.gov.bd