২০০ নম্বরের বিসিএস প্রিলি পরিক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। এই ১৫ নম্বরের বিস্তারিত সিলেবাস ও সকল টপিক নিয়ে আজ আলোচনা করবো।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তিকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে। ১ম অংশ হলো কম্পিউটার এবং ২য় অংশ হলো হলো তথ্যপ্রযুক্তি।
এই ২টি অংশ থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন করা হবে। যেমন:
- কম্পিউটার অংশ থেকে ১০ নম্বরের
- তথ্যপ্রযুক্তি থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকবে।
নিচে কম্পিউটার অংশের সকল টপিক ও তথ্যপ্রযুক্তি অংশের সকল টপিক বিস্তারিত দেয়া হলোঃ
১। বিসিএস প্রিলি কম্পিউটার অংশের ১০ নম্বরের টপিক সমূহঃ
- কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি পড়তে হবে
- কম্পিউটারের অঙ্গসংগঠন, যেমন- সিপিউ, হার্ড ডিস্ক, এএলইউ, ইত্যাদি
- কম্পিউটারের পারফরমেন্স পড়তে হবে
- দৈনন্দিন জীবনে কম্পিউটার, যেমন: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলা ইত্যাদি কাজে কম্পিউটারের ব্যবহার।
- কম্পিউটারের নম্বর ব্যবস্থা
- অপরেটিং সিস্টেম
- এমবেডেড কম্পিউটার
- কম্পিউটারের ইতিহাস
- কম্পিউটারের প্রকারভেদ
- কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি
- ডেটাবেইস সিস্টেম।
২। বিসিএস প্রিলি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির- শুধু তথ্য প্রযুক্তি অংশের ৫ নম্বরের টপিক:
- ই-কমার্স
- সেলুলার ডাটা নেটওয়ার্ক: ২জি, ৩জি, ৪জি, ৫জি, ওয়াইম্যাক্স ইত্যাদি
- কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি
- দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি
- স্মার্টফোন
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)
- নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি
- ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট
- মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ
- তথ্যপ্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা ও তথ্যসমূহ: যেমন- গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি
- ক্লাউড কম্পিউটিং
- সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টাইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি
- রোবটিক্স
- সাইবার অপরাধ
প্রিয় বিসিএস প্রত্যশী ভাই/বোন- উপরের সকল টপিক পড়লে প্রিলি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ১৫ নম্বরের ১০০% প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লা।
বাজারে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির উপর রচিত অনেক গাইড ও সহায়ক বই রয়েছে। যেকোনো সিরিজের বা প্রকাশনীর বই থেকে উক্ত সকল টপিক পড়ে শেষ করুন।
এছাড়াও নবম-দশম ও একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বই ফলো করতে পারেন।
৯ম-১০ম শ্রেণির এবং একাদশ শ্রেণির ২ টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই PDF আকারে নিচে দিয়ে দিলাম।
FAQ:
এটি হলো বিসিএস পরিক্ষার প্রাথমিক বাছাইকরনের প্রথম ধাপের এমসিকিউ টাইপ পরিক্ষা।
বিসিএস প্রিলি মোট ২০০ নম্বরের মধ্যে হয়।
১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
শুধু কম্পিউটার থেকে মোট ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
তথ্যপ্রযুক্তি থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকবে।
- সোর্স: www.bpsc.gov.bd