নবম দশম শ্রেণির বাংলা ২য় ব্যাকরণ বই PDF ফ্রি

প্রিয় পাঠক, আশা করি সুস্থ্য রয়েছেন! একদম ফ্রি ও ঝামেলা ছাড়াই নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র ব্যাকরণ বোর্ড বই pdf download করতে চাইলে, এই পোষ্টে আপনাকে জানাই স্বাগতম।

নবম দশম শ্রেণির বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল pdf বোর্ড বই সহ আমাদের ৭রং ওয়েব সাইট থেকে সকল শ্রেণির সকল বই একদম ফ্রিতে pdf ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন।

ক্লাসের বাহিরেও বিভিন্ন পরিক্ষায়, নবম দশম শ্রেণির বাংলা গ্রামার বোর্ড বই থেকে হবুহু প্রশ্ন করা হয়।

বাংলা ভাষার উপর নির্মিত এই ব্যাকরণ বই টির সকল টপিক অনেক সহজ সাবলিলভাবে দেয়া হয়েছে।

বিভিন্ন চাকরি পরিক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরিক্ষার জন্য নবম দশম শ্রেণির এই বাংলা ২য় পত্র বোর্ড বই তাই সবার প্রথম পছন্দ।

তাহলে আর দেড়ি না করে এখুনি, ৯ম ও ১০ম শ্রেণির এই বাংলা ২য় পত্র ব্যাকরণ বোর্ড বই এর pdf নিচে থেকে download করুন।

নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র ব্যাকরণ বই pdf download করুন:

প্রিয় পাঠক, বাংলা ব্যাকরণ বই ডাউনলোড করার সুবিধার জন্য বইটির প্রকৃত নাম, প্রকাশ সাল বাংলা গ্রামার বইটির এমবি সাইজ বইটির পৃষ্ঠা সংখ্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিচে লিস্ট আকারে দেয়া হলো।

বই সম্পর্কিত সকল তথ্য ভালোভাবে দেখে নিন এবং তারপরে নিচের দেয়া সবুজ রং এর ডাউনলোড বাটন থেকে ৯ম দশম শ্রেণির এই বাংলা ব্যাকরণ বা গ্রামার বোর্ড বই pdf ডাউনলোড করে নিন।

এই বাংলা গ্রামর বোর্ড বই ডাউনলোড করার জন্য গুগল এবং Google Account ব্যবহার করুন! যাতে করে বাংলা ২য় পত্র গ্রামার বোর্ড বই টি ডাউনলোড করতে কোনো প্রকার ঝামেলা না হয়।

২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ সালের বাংলা ২য় পত্র গ্রামার বোর্ড বই দেয়া হলো! সেখান থেকে আপনার প্রয়োজনীয় বইটি ডাউনলোড করুন।

  • শ্রেণি: নবম দশম শ্রেণি
  • বইয়ের নাম: বাংলা ব্যাকরণ বই নবম ও দশম শ্রেণি
  • ইংরেজি নাম: Bangla Grammar Book Class 9 & 10
  • বাংলিশ নাম: Bangla Bakoron Boi Class 9 o 10
  • বইটির প্রকাশক: NCTB
  • মূল্য: বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য
  • ফাইল: PFD file
  • সাইজ: ১০ এমবি
  • পৃষ্ঠা সংখ্যা: ২২৪ টি
  • সর্বশেষ প্রকাশ সাল: ২০২৪ সাল
  • Pdf লিংক নিচের টেবিলে দেয়া হলো:
সালPDF
২০২৪PDF ডাউনলোড দিন
২০২৩PDF ডাউনলোড দিন
২০২২PDF ডাউনলোড দিন
২০২১PDF ডাউনলোড দিন
২০২০PDF ডাউনলোড দিন
(বাংলা ব্যাকরণ বই ডাউনলোড টেবিল)

ব্যাকরণ বই টির বিষয়বস্তু :

নবম শ্রেণির এই ব্যাকরণ বইটি ডাউনলোড করার আগে বইটির বিষয়বস্তু বা বইয়ে আলোচিত টপিক জেনে নেয়া দরকার।

৯ম ১০ম শ্রেণির এই ব্যাকরণ বই তে মোট ৪৯ টি পরিচ্ছেদ দেয়া রয়েছে।

প্রতিটি পরিচ্ছেদে বাংলা ভাষা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাকরণিক বিষয় এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে।

যেমন বইটির প্রথম দিকে বাংলা ভাষা, ব্যাকরণ ও ব্যাকরনের সংগা, বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাগযন্ত্র কি ও কাকে বলে এগুলো দেয়া হয়েছে।

পরে ধ্বণি ও বর্ণ, ধ্বনির প্রকারভেদ- স্বরধ্বণি ও ব্যাঞ্জন ধ্বণি ও বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়েছে।

এরপরে নবম দশম শ্রেণির এই বাংলা ২য় পত্র ব্যাকরণ বা গ্রামার বই তে শব্দ ও পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন, প্রত্যায় দিয়ে শব্দ গঠন, সমাস দিয়ে শব্দ গঠন বিস্তারিত রয়েছে।

পরে সন্ধি, শব্দ দ্বিত্ব, নর বাচক ও নারী বাচক শব্দ, সংখ্যা বাচক শব্দ, বাংলা ব্যাকরণে শব্দ কত প্রকার ও কি কি, এবং বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়াও নবম দশম শ্রেণির এই বাংলা ২য় পত্র গ্রামার বইতে অনুসর্গ, যোজক, আবেগ, নির্দেশক বচন নিয়ে আলোচনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন- বিভক্তি, ক্রিয়াবিভক্তি ও ক্রিয়ার কাল বাক্যের বিভিন্ন অংশ ও শ্রেণিবিভাগ আলোচিত হয়েছে।

পরে সরল, জটিল ও যৌগিক বাক্য উদ্দেশ্য ও বিধেয়, কারক, বাচ্য, উক্তি, যতি চিহ্ন, বাগর্থের শেণি বিভাগ, বাগধারা, প্রতিশব্দ ও বিপরীত শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে।

এরপরে বাংলা ব্যাকরণের বিভিন্ন লিখিত বিষয় যেমন- অনুচ্ছেদ লিখন, সারাংশ ও সারমর্ম লিখন, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র লিখন, সংবাদ প্রতিবেদন দেয়া হয়েছে।

শেষে প্রবন্ধ বা রচনা লিখার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে।

এই বছরের ১ম শ্রেণি থেকে ৯ম, ১০ম ও একাদশ শ্রেণির সকল pdf বই ডাউনলোড করুন নিচে থেকে।

উক্ত নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে বিভিন্ন চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে। তাই এই বই টি ডাউনলোড করে রাখতে পারেন।

অন্যান্য আরো বই ফ্রি ডাউনলোড করতে আমাদের এই সাইটের অন্যান্য পেজ ভিজিট করুন।

FAQ:

বাংলা ব্যাকরণ কাকে বলে ?

যে পুস্তক পাঠ করলে, বাংলা ভাষাকে শুদ্ধরুপে পড়তে, বুঝতে ও লিখতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে।

বাংলা ব্যাকরণের দাম কত টাকা?

এই পিডিএফ বই সম্পূর্ণ ফ্রি। এই সকল বই বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য।

পরিক্ষার জন্য কিভাবে বাংলা ব্যবকরণ পড়তে হবে?

প্রতিটি অধ্যয় পড়া শুরু করার প্রথমে আপনাকে সেই টপিকের সংজ্ঞা ভালো ভাবে বুঝতে হবে। কার‌ণ সংজ্ঞার মধ্যেই বিষয় বস্তুর অর্থ দেয়া থাকে। যেমন: সন্ধি কি ? এটা আগে বুঝতে হবে। তারপরে সন্ধি চর্চা করবেন।

চাকরির জন্য কিভাবে বাংলা ব্যাকরণ চর্চা করতে হবে?

চাকরির জন্য বাংলা ব্যাকরণ বোর্ড বইতে দেয়া সকল উদাহরণ বুঝে বুঝে পড়তে হবে। পরে তা বারবার চর্চা করতে হবে।
এই ব্যাকরণের প্রতিটি উদাহরণ চাকরির পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

Leave a Comment