ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার ২০২৪ সালের সার্কুলার প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম হলো- ২০২৪ সালে ক, খ, গ, ঘ কিংবা চ নামক কোনো ইউনিট আর নেই।
মানবিক সহ সকল গ্রুপের শিক্ষার্থীরা “কলা, আইন ও সামাজিক বিজ্ঞান” নামক ইউনিটে আবেদন করতে পারবেন।
আর বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য ব্যবসায় শাখা ইউনিট।
এছাড়াও রয়েছে চারুকলা ইউনিট, যেখানে সকলেই আবেদন করতে পারবেন।
বিঃদ্রঃ নিচে ২০২৪ সালের ঢাবি ভর্তি পরিক্ষার সকল ইউনিটের সার্কুলার দেয়া হলো:
ভর্তি পরিক্ষার সকল গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ সময় ও সমস্ত ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download লিংক দেয়া হলো।
ঢাবি ২০২৪ সালের ভর্তি পরিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য:
- পরিক্ষার সাল: ২০২৪
- সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ নেই
- ভর্তি পরিক্ষার আবেদন শুরু: ১৮ ডিসেম্বর ২০২৩
- আবেদন ও টাকা জমাদানের শেষ সময়: ৫ জানুয়ারী ২০২৪
- ফল প্রকাশঃ পরিক্ষার ৩০ দিনের মধ্যে
- আবেদনের ঠিকানাঃ https://admission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার ২০২৪ সালের সার্কুলার pdf free download লিংক:
নিচে থেকে ২০২৪ সালের ঢাবি ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download করুন।
- PDF টপিক – ঢাবি ভর্তি পরিক্ষার সার্কুলার ২০২৪
- ফাইলের নাম – ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার
- পৃষ্ঠা সংখ্যা – ৪টি
- পিডিএফ সাইজ – ১ এমবি
- ভর্তি সেশন – ২০২৩ ও ২০২৪
- প্রকাশক – ঢাকা বিশ্ববিদ্যালয়
- নিচের টেবিল থেকে সার্কুলার ডাউনলোড করুন:
সাল | সার্কুলার লিংক |
---|---|
২০২৪ | ডাউনলোড করুন |
২০২৩ | ডাউনলোড করুন |
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার যোগ্যতা:
প্রার্থীকে অব্যশই ২০১৮ সাল কিংবা তার পরে এসএসসি পাশ হতে হবে। আর ২০২৩ সালে এইচএসসি পাশ হতে হবে।
শিক্ষার্থীদের মোট জিপিএ সর্বনিম্ন ৬.৫০ হলে চারুকলা ইউনিটে আবেদন করা যাবে।
মোট জিপিএ ৭.৫০ হলে কলা আইন ও সামাজিক ইউনিটে আবেদন করা যাবে।
তবে, এসএসসি পরিক্ষায় ৩ পয়েন্ট এবং এইচএসসি পরিক্ষায় ৩ পয়েন্ট বা এর বেশি থাকতে হবে।
তবে সাইন্স ও বিসনেস এর ৭.৫ বা কিছু ক্ষেত্রে ৮ পয়েন্ট থাকতে হবে।
এ বা ও লেভেল পাশ করা শিক্ষার্থী অথবা বিদেশ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য অনুরুপ শর্ত পুরণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটের মানবন্টন ২০২২:
১২০ নম্বরের উপর মেধা তালিকা তৈরি করা হবে। এর মধ্যে ১০০ নম্বরের পরিক্ষা হবে এবং ২০ নম্বর SSC+HSC রেজাল্ট থেকে নেয়া হবে।
১০০ নম্বরের পরিক্ষা হবে ২ টি অংশে।
* এমসিকিউ অংশ ৬০ নম্বর
* লিখিত অংশ ৪০ নম্বর
এমসিকিউ টাইপ প্রশ্ন দেয়া হবে ৬০ টি। প্রতিটির মান ১ নম্বর। সময় ৪৫ মিনিট দেয়া হবে। ১ টি ভুল গেলে ০.২৫ নম্বর কাটা যাবে।
আর লিখিত পরিক্ষা নেয়া হবে ৪০ নম্বরের উপর। এখানেও সময় দেয়া হবে ৪৫ মিনিট।
প্রশ্ন ও উত্তর:
ভর্তির pdf সার্কুলার উপরে দেয়া আছে। পিডিএফ সার্কুলারটি ফ্রি তে ডাউনলোড করে নিন।
কলা আইন ও সামজিক বিজ্ঞান ইউনিট হলো বর্তমানে ঢাবির মানবিক + খ + ঘ ইউনিট।
মোট ৭.৫০ পয়েন্ট পেতে হবে মানবিক ও ব্যবসা শাখা থেকে আর সাইন্স হলে ৮ পয়েন্ট লাগবে।
৩ পয়েন্ট।
৩ পয়েন্ট।
১০০ নম্বরের মধ্যে ৪০ পেতে হবে।
২৪ নম্বর।
৫ নম্বর।
৫ নম্বর।
১০ নম্বর।
১১ নম্বর।
https://www.du.ac.bd/