ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে।
ঢাকা ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার pdf ফাইল ১০০% free তে download সহ সকল তথ্য জেনে নিন।
ভর্তি পরিক্ষার সকল গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ সময় ও সমস্ত ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download লিংক দেয়া হলো।
ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ
- সালঃ ২০২৩ সাল
- ব্যবসায় শিক্ষা ইউনিটে সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ নেই
- ভর্তি পরিক্ষার আবেদন শুরু ২৭/০২/২০২৩ তারিখ থেকে
- আবেদন ও টাকা জমাদানের শেষ সময় ২০/০৩/২০২৩ তারিখ
- ব্যবসায় শিক্ষা ইউনিটে পরিক্ষা হবে ১৩ মে ২০২৩ তারিখে
- প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ১৮ এপ্রিল হতে ১৩ মে ২০২৩
- পরিক্ষার সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট। বেলা ১১ টা থেকে ১২:৩০
- ফল প্রকাশঃ পরিক্ষার একমাসের দিনের মধ্যে
- আবেদনের ঠিকানাঃ https://admission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের সার্কুলার pdf free download লিংক সহঃ
নিচে থেকে ২০২৩ সালের গ বা ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download করুন নিচে থেকেঃ
- PDF টপিক – ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার
- pdf ফাইলের নাম – ঢাকা ব্যবসায় শিক্ষা ইউনিট pdf
- পৃষ্ঠা সংখ্যা – ৫ পৃষ্ঠা
- পিডিএফ সাইজ – ৩ এমবি
- প্রকাশ সাল – ২০২৩ সাল
- ভর্তি সেশন – ২০২২ ও ২০২৩
- প্রকাশক – ঢাকা বিশ্ববিদ্যালয়
- এখান থেকে সার্কুলার ডাউনলোড করুন
ঢাবির বিজনেস ইউনিটে আবেদনের যোগ্যতা:
মানবিক + বিজ্ঞান + কমার্স এই ৩ বিভাগ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা যোগ্যতা থাকলে এই ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীকে ২০২৩ সালে এইচএসসি পাশ এবং ২০১৭ সালের পরে এসএসসি পাশ হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালিয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন করার জন্য মানবিক + কমার্সের শিক্ষার্থীর এসএসসি + এইচএসসি মিলিয়ে মোট ৭.৫০ পয়েন্ট হতে হবে।
আর এসএসসি সর্বনিম্ন ৩ পয়েন্ট এবং এইচএসসি সর্বনিম্ন ৩ পয়েন্ট থাকতে হবে।
আর সাইন্স বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের মোট ৮ পয়েন্ট থাকতে হবে।
এসএসসি অথবা এইচএসসিতে আলাদা আলাদা ভাবে ৩.৫০ পয়েন্ট এর কম থাকা যাবে না।
বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং সাবজেক্ট অবশ্যই থাকতে হবে।
এ লেভেল বা ও লেভেল থেকে পাশকৃত শিক্ষার্থীদের অথবা বিদেশ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সমমানের শর্ত প্রযোজ্য হবে। পিডিএফ থেকে বিস্তারিত দেখে নিতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট সিট সংখ্যা:
ব্যবসায় শিক্ষা ইউনিট বা ঢাকা গ ইউনিটে ২০২৩ সালে মোট ১০৫০ টি সিট রয়েছে। আর সাবজেক্ট রয়েছে মোট ৯ টি।
কোটা সহ কোন সাবজেক্টে কতটি সিট তা নিচের ছকে দেয়া হলোঃ
সাবজেক্ট এর নাম | সিট সংখ্যা |
---|---|
ম্যানেজমেন্ট | ১৫০ টি |
অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম | ১৫০ টি |
মার্কেটিং | ১৫০ টি |
ফিন্যান্স | ১৫০ টি |
ব্যাংকিং এবং ইনস্যুরেন্স | ১০০ টি |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমম | ১০০ টি |
ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট | ১০০ টি |
ইন্টারন্যাশনাল বিজনেস | ১০০ টি |
অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লীডারশীপ | ৫০০ টি |
মোট সিট সংখ্যাঃ | ১০৫০টি |
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরিক্ষার নম্বর ও মান বন্টনঃ
২০২৩ সালে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১২০ নম্বর রাখা হয়েছে।
এর মধ্যে ১০০ নম্ববরের পরিক্ষা নেয়া হবে এবং SSC + HSC রেজাল্ট থেকে ২০ নম্বর ধরা হবে।
১০০ নম্বরের ভর্তি পরিক্ষাতে ২ টি অংশ থাকবে। একটি এমসিকিউ টাইপ এবং অন্যটি লিখিত প্রশ্ন উত্তর।
এমসিকিউ টাইপ প্রশ্নে ৬০ নম্বর রাখা হয়েছে। সময় দেয়া হবে মাত্র ৪৫ মিনিট। এই ৬০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ হবে।
আর লিখিত প্রশ্নের উত্তর অংশের জন্য ৪০ নম্বর রাখা হয়েছে। সময় দেয়া হবে ৪৫ মিনিট।
এই লিখিত অংশে ১১ পেলে পাশ। এই মোট ১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে ১ ঘন্টা ৩০ মিনিটে।
আবার শুধু এমসিকিউ টাইপ প্রশ্নের একটি উত্তর ভুল করে ০.২৫ নম্বর বা ৪ টি ভুল করলে ১ নম্বর কাটা যাবে।
লিখিত অংশে ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ ও লিখিত পরিক্ষার মান বন্টনঃ
ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬০ নম্বরের এমসিকিউ পরিক্ষার সাবজেক্ট ভিত্তিক মান বন্টন তালিকা:
বিষয় | নম্বর |
---|---|
বাংলা | ১২ |
ইংরেজি | ১২ |
হিসাববিজ্ঞান | ১২ |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | ১২ |
মার্কেটিং অথবা ফিন্যান্স ও ব্যাংকিং | ১২ |
৬০ |
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৩ সালের লিখিত অংশের নম্বর বন্টন:
বিষয় | নম্বর |
---|---|
বাংলা থেকে ইংরেজি অনুবাদ | ৪ |
ইংরেজি থেকে বাংলা অনুবাদ | ৪ |
ভুল সংশোধনী (বাংলা) | ৪ |
ভুল সংশোধনী (ইংরেজি) | ৪ |
হিসাববিজ্ঞান | ৮ |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | ৮ |
মার্কেটিং অথবা ফিন্যান্স এন্ড ব্যাংকিং | ৮ |
৪০ |
সাইন্স ও মানবিকের বিভাগের শিক্ষার্থীদের নম্বর বন্টনঃ
৬০ নম্বররের এমসিকিউঃ
টপিক | নম্বর |
---|---|
বাংলা | ১২ |
ইংরেজি | ১২ |
আইসিটি | ১২ |
গণিত/পরিসংখ্যান/অর্থনীতি | ২৪ |
৪০ নম্বরের লিখিতর নম্বর বন্টনঃ
টপিক | নম্বর |
---|---|
বাংলা থেকে ইংরেজি | ৫ |
ইংরেজি থেকে বাংলা | ৫ |
ভুল সংশোধনী (বাংলা) | ৫ |
ভুল সংশোধনী (ইংরেজি) | ৫ |
আইসিটি | ১০ |
গণিত/পরিসংখ্যান/অর্থনীতি | ১০ |
কিছু প্রশ্ন ও উত্তর:
গ ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট।
https://admission.eis.du.ac.bd
১৩ মে ২০২৩ শনিবার
১৮ এপ্রিল থেকে ১৩ মে ২০২৩
বেলা ১১ টা থেকে ১২:৩০ টা । তবে পরিক্ষার হলে ৩০ মিনিট আগেই প্রবেশ করতে হবে। অর্থাৎ ভর্তি পরিক্ষার হলে ১০:৩০ টার সময় প্রবেশ করতে হবে।
শুধু কমার্সের শিক্ষার্থী।
মানবিক ও কমার্সের জন্য মোট ৭.৫০ পয়েন্ট হতে হবে এবং সাইন্স এর জন্য মোট ৮ পয়েন্ট হতে হবে। ৪র্থ বিষয় সহ হিসাব করতে হবে।
হ্যাঁ।
৪০ নম্বর।
১১ পেতে হবে।
২৪ নম্বর।
৫ নম্বর পেতে হবে।
৬০ নম্বর।
১০৫০ টি।
৯ টি।
ঢাকা ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তির pdf সার্কুলার উপরে দেয়া আছে। পিডিএফ সার্কুলারটি ফ্রি ডাউনলোড করে নিন।