চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক বা অনার্স ১ম বর্ষ ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশ করেছে। ২০২১ – ২০২২ সেশনে মোট ৬ টি ইউনিটে এই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।
আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে ভর্তি পরিক্ষা দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ২০১৯ সালে SSC পাশ করতে হবে এবং ২০২১ সালে HSC পাশ করতে হবে।
আপনার সুবিধার জন্য ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, পরিক্ষার তারিখ, সময়, শর্ত এবং ভর্তি পরিক্ষার PDF সার্কুলার সহ সকল তথ্য নিচে দেয়া হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন:
- সেকেন্ড টাইম পরিক্ষা দেয়ার সুযোগ নেই।
- ২০১৯ সালে এসএসসি পাশ হতে হবে।
- ২০২১ সালে এইচএসসি পাশ হতে হবে।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ১৫ জুন ২০২২ থেকে।
- আবেদেন শেষ হবে ৩ জুলাই ২০২২ থেকে।
- ভর্তি আবেদন ফি ৭৫০ টাকা ও প্রসেসিং ফি ১০০ টাকা।
- আবেদন ফি জমা দিতে হবে ৫ জুলাই ২০২২ তারিখের মধ্যে।
- আবেদন ফি এর টাকা জমা দেয়া যাবে- বিকাশ, রকেট ও উপায় ব্যবহার করে।
- মোট ৬ টি ইউনিটে চবির ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট গুলো- A, B, C, D, B1, C1
- A ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা দিতে পারবেন।
- B ইউনিট হলো কলা ও মানবিক অনুষদ।
- C ব্যবসায় প্রসাশন ইউনিট।
- D হলো সামাজিক বিজ্ঞান বা বিভাগ পরিবর্তন ইউনিট।
- B1 নাট্যকলা, চারুকলা, সংগীত এর জন্য।
- D1 শারীরিক শিক্ষা অনুষদ।
- ভর্তি পরিক্ষা শুরু হবে ১৬ আগষ্ট 2022 থেকে।
- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার ওয়েব সাইট লিংক – https://admission.cu.ac.bd
- আরো জানতে নিচের pdf সার্কুলার দেখুন
২০২২ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার PDF সার্কুলার free Download করুন নিচে থেকে:
চবির ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তিতে ভর্তি বিষয়ক সকল তথ্য দেয়া আছে। সার্কুলার ভালো ভাবে পড়ে দেখুন। আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, কোন ইউনিটে কবে পরিক্ষা হবে ইত্যাতি সকল তথ্য সার্কুলারে pdf আকারে দেয়া রয়েছে।
- ভর্তির pdf সার্কুলার প্রকাশ হয়েছে 15 June 2022
- সার্কুলার প্রকাশ করেছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- সার্কুলারে মোট ৬টি পৃষ্ঠা রয়েছে।
- ভর্তি সার্কুলারের সাইজ 3 MB
২০২২ সালের চবি ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি এটি। ডাউনলোড করে নিতে পারেন। এছারাও ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে এই পোষ্ট সম্পূর্ণ পড়ুন।
চট্টগ্রাম ইউনিভার্সিটির A ইউনিটে ভর্তির আবেদন করার যোগ্যতা:
এ ইউনিটে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। A ইউনিটে মেরিন সাইন্স, ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান অনুষদ; ফিশারিজ সাবজেক্ট সহ সাইন্সের সাবজেক্টে ভর্তির সুযোগ রয়েছে।
ভর্তি পরিক্ষায় আবেদনকারীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি এবং ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পাশ করতে হবে।
SSC এবং HSC মিলে, ৪র্থ বিষয় সহ মোট জিপিএ হতে হবে ৮ পয়েন্ট। তবে আলাদা আলাদা ভাবে এইচএসসিতে চার পয়েন্ট, বা এসএসসিতে চার পয়েন্ট পেলেও আবেদন করা যাবে।
চবি B এবং B1 ইউনিটে ভর্তি পরিক্ষায় আবেদন করার যোগ্যতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ”বি” ইউনিট হলো কলা ও মানববিদ্যার অনুষদ। “B” এবং “B1” ইউনিটে সাইন্স, আর্স ও কমার্সের সকল শিক্ষার্থী পরিক্ষা দিতে পারবেন।
প্রত্যক শিক্ষার্থীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালের মধ্যেই এইচএসসি পাশ করা থাকতে হবে।
- সাইন্সের শিক্ষার্থীদের সর্বনিম্ন মোট ৮ পয়েন্ট পেতে হবে এবং আলাদা ভাবে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
- আর্সের শিক্ষার্থীদের সর্বনিম্ন মোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা করে ৩ পয়েন্ট থাকতে হবে।
- কমার্সের জন্য সর্বনিম্ন মোট ৮ পয়েন্ট এবং আলাদা করে ৩.৫০ থাকতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে বি এবং বি১ ইউনিট দুটি একই অনুষদের অন্তর্ভূক্ত হলেও, দুটিতে আলাদাভাবে আবেদন করতে হবে! এমনকি আলাদাভাবে ভর্তি পরিক্ষা দিতে হবে। বি১ ইউনিটে ব্যবহারিক পরিক্ষা রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “সি” ইউনিট ভর্তি পরিক্ষায় আবেদন করার যোগ্যতা:
সি ইউনিট শুধু মাত্র কমার্সের শিক্ষার্থীদের জন্য। কমার্স থেকে ২০২১ সালে এইচএসসি এবং ২০১৯ সালে এসএসসি পাশ করতে হবে।
চতুর্থ বিষয় সহ সর্বনিম্ন ৮ পয়েন্ট থাকতে হবে। পাশাপাশি এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ৩.৫০ পেতে হবে।
যারা ডিপ্লোমা ইন কমার্স সহ অন্য মাধ্যম থেকে পাশ করেছেন- তাদেরও নির্দিষ্ট শর্ত পূরন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা সামাজিক বিজ্ঞান অনুষদ বা বিভাগ পরিবর্তন ইউনিটে আবেদন করার যোগ্যতা:
ডি ইউনিট হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন ইউনিট বা সামাজিক বিজ্ঞান ইউনিট। আর্স, কমার্স ও সাইন্স বিভাগের শিক্ষার্থীরা ডি ইউনিটে আবেদন করতে পারবেন।
সকল শিক্ষার্থীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি পাশ করতে হবে এবং ২০২১ সালে এইচএসসি পাশ করা থাকতে হবে।
সাইন্স, আর্স ও কমার্সে সকলকে সর্বনিম্ন চতুর্থ বিষয় সহ মোট ৭.৫০ পয়েন্ট পেতে হবে। তবে, আলাদা আলাদা করে চতুর্থ বিষয় সহ ৩.৫০ পেতে হবে।
এছাড়া ডি ইউনিটের অধিনে আরো অনেক শর্ত রয়েছে। যেমন আইন অনুষদে ভর্তির জন্য সর্বনিম্ন চতুর্থ বিষয় সহ মোট ৮.৫০ পয়েন্ট পেতে হবে।
চবির ডি১ ইউনিটে ভর্তি পরিক্ষাতে আবেদন করার যোগ্যতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি১ ইউনিট হলো শারীরিক শিক্ষা ও খেলাধূলা বিজ্ঞান অনুষদ। এখানে আর্স, কমার্স ও সাইন্স থেকে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তবে সকল শিক্ষার্থীকে অবশ্যই ২০২১ সালে এইচএসসি এবং ২০১৯ সালে এসএসসি পাশ করতে হবে।
সাইন্স, আর্স ও কমার্সের সবাইকে চতুর্থ বিষয় সহ সর্বনিম্ন মোট ৬ পয়েন্ট পেতে হবে। তবে, আলাদা আলাদাভাবে চতুর্থ বিষয় সহ ২.৫০ পয়েন্ট পেতে হবে।
ভর্তি পরিক্ষায় নম্বর ও মেধাতালিকা তৈরির নিয়ম:
২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় ১০০ নম্বর রাখা হবে। আর SSC এবং HSC পরিক্ষার রেজাল্ট থেকে দশ দশ করে মোট ২০ নম্বর নেয়া হবে।
যেমন এসএসসি পরিক্ষাতে প্রাপ্ত মোট পয়েন্টকে ২ দিয়ে গুন করা হবে এবং এইচএসসি পরিক্ষার মোট পয়েন্টকে ২ দিয়ে গুণ করা হবে।
অর্থাৎ ১০০ নম্বরের ভর্তি পরিক্ষা এবং রেজাল্ট থেকে ২০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের উপর মেধা তালিকা তৈরি করা হবে।
তবে, বি১ ও ডি১ ইউনিটে ব্যবহারিক পরিক্ষা রয়েছে। বি১ ইউনিটে ২০ নম্বর ও ডি১ ইউনিটে ৩০ নম্বর ব্যবহারিক রয়েছে।
এজন্য বি১ ইউনিটে ১৪০ নম্বর ও ডি১ ইউনিটে ১৫০ নম্বরের উপর মেধা তালিকা তৈরি করা হবে।
১০০ নম্বরের মধ্যে ৪০ পেলে পাশ হিসেবে ধরা হবে। আর যাদের কোটা আছে- তাদের ১০০ নম্বরের মধ্যে সর্বনিম্ব ৩৫ পেতে হবে।
২০২২ সালে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরিক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। ১টি ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর কাটা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ভর্তি পরিক্ষার সময়সূচি:
ইউনিটের নাম | পরিক্ষার তারিখ |
---|---|
এ ইউনিট | ১৬ ও ১৭ আগষ্ট ২০২২ |
সি ইউনিট | ১৯ আগষ্ট ২০২২ |
বি ইউনিট | ২০ ও ২১ আগষ্ট ২০২২ |
ডি ইউনিট | ২২ ও ২৩ আগষ্ট ২০২২ |
বি১ ইউনিট | ২৪ আগষ্ট ২০২২ |
ডি১ ইউনিট | ২৪ আগষ্ট ২০২২ |
অনুষদের নাম | পরিক্ষার তারিখ |
---|---|
চারুকলা ইনস্টিটিউট | ২৮ আগষ্ট ২০২২ |
নাট্যকলা বিভাগ | ২৯ আগষ্ট ২০২২ |
সংগীত বিভাগ | ৩০ আগষ্ট ২০২২ |
ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্ট সায়েন্স | ৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর ২০২২ |
২০২২ সালে করোনা মহামারির কথা বিবেচনা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে! সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে বলা হয়েছে।
কোন তারিখের কোন কোন শিফটে বা সময়ে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে, তা আবেদনকারী অ্যাডমিট কার্ড বা রোল নম্বর পাওয়ার পরে বা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন।
২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা বিষয়ক অন্যান্য তথ্য:
কোনো শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পরিক্ষা দিতে চাইলে তাকে অবশ্যই ভর্তি আবেদন করার সময়ে তা উল্লেখ করে দিতে হবে। |
ভর্তি পরিক্ষা শুরু হওয়ার ২ দিন আগেই আসন বিন্যাস জানিয়ে দেয়া হবে। অথবা এসএমএস এর মাধ্যমে জানা যাবে। |
ভর্তি পরিক্ষা দিতে আসার সময় সাথে করে নিজের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, HSC পরিক্ষার আসল রেজিস্ট্রেশন কার্ড, এ লেভেলের শিক্ষার্থীরা স্টেটমেন্ট অব এন্ট্রির মূল কপি ও ভর্তি পরিক্ষার অ্যাডমিট কার্ড আনতে হবে। |
অবশ্যই সকলকে মাস্ক পরে আসতে হবে। |
শুধু মাত্র কালো কালির কলম দিয়ে উত্তর পত্রের গোল বৃত্ত ভরাট করতে হবে। |
পরিক্ষা শেষে উত্তর পত্রের সাথে প্রশ্নপত্রও জমা নেয়া হবে। |
পরিক্ষায় সাধারণ ক্যালকুলেটর এবং FX-100 ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। |
ভর্তি পরিক্ষার নিয়ম, সময়, দিন, পদ্ধতি সহ যেকোনো বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন, পরিমার্জন করতে পারবেন। |
কিছু প্রশ্ন ও উত্তর:
১৫ জুন ২০২২ থেকে।
৩ জুলাই ২০২২ থেকে।
১৬ জুলাই থেকে।
৭৫০ টাকা ও প্রসেসিং ফি ১০০ টাকা।
৬টি।
১৬ ও ১৭ আগষ্ট।
২০ ও ২১ আগষ্ট।
১৯ আগষ্ট ২০২২ তারিখে।
২২ ও ২৩ আগষ্ট ২০২২ তারিখে।
৪০ পেলে পাশ। কোটায় ৩৫ পেতে হবে।