Stative Verb কি ২০টি উদাহরণ সহ আলোচনা

ইংরেজিতে Stative Verb কি ও কাকে বলে তা নিয়ে আজ উদাহরণ সহ আলোচনা করব।

English গ্রামারে কিছু কিছু Verb রয়েছে যেগুলোর সর্বদা Present indefinite tense বা Present Simple tense হয়।

যেমন: নিচের উদাগহরণ লক্ষ্য করি:

Mofa likes milk.
(মোফা দুধ পছন্দ করে)

Sumon walks to school everyday.
(সুমন প্রতিদিন হেঁটে স্কুলে যায়)

উপরের দুটি বাক্য Present Indefinite Tense এর উদাহরণ।

এখানে Subject + Verb এর present form + object.. এই Structure ফলো করা করা হয়েছে।

আর উপরের দুটি বাক্যে ব্যবহৃত walk এবং like হলো Stative verb. এই verb সর্বদা Present Indefinite tense হয়।

এছাড়াও Stative Verb চেনার আরেকটি উপায় হলো এগুলো দ্বারা সাধারণত মনোভাব, ধারণা, অথবা ইন্দ্রিয় অনুভূতি প্রকাশ পায়।

তাহলে আমরা বুঝতে পারলাম যে Stative Verb কি ও কাকে বলে। চলুন Stative Verb এর আরো উদাহরণ দেখি।

Stative Verb এর লিস্ট:

  • appear
  • believe
  • hear
  • hate
  • have
  • like
  • love
  • know
  • need
  • own
  • see
  • seem
  • smell
  • sound
  • taste
  • wish
  • want
  • understand
  • prefer
  • mind
  • think
  • imagine
  • dream
  • feel
  • forgive
  • desire

উপরের এই Verb এর Continuous Tense হয় না। যেমন present continuous, past continuous, future continuous tense হয় না।

সুতরাং উপরের Stative Verb দিয়ে প্রতিদিনের নিয়মিত কাজ, অভ্যসগত কর্ম বোঝায়।

যেমন: Sumon always swims in the evening. এই বাক্যে সর্বদা সন্ধ্যার সময় সাঁতার কাটার কথা বলা হয়েছে। যা একটি অভ্যাসগত কাজ।

নিচে Stative Verb দিয়ে তৈরি কিছু ইংরেজি বাক্য দেওয়া হলো:

  1. The cat belongs to my neighbor. (possession অর্থে)
  2. She loves to read fantasy novels. (feeling অর্থে)
  3. I don’t understand these instructions. (thought/opinion অর্থে)
  4. The painting seems familiar. (perception অর্থে)
  5. He always wants to win. (desire অর্থে)
  6. We agree on this issue. (thought/opinion অর্থে)
  7. The library contains a vast collection of books. (possession অর্থে)
  8. That shirt looks great on you! (perception অর্থে)
  9. I doubt we’ll see rain today. (thought/opinion অর্থে)
  10. Do you hear that strange noise? (sense অর্থে)
  11. This flower smells wonderful. (sense)
  12. I still remember our childhood home. (memory)
  13. They need your help. (state)
  14. The meeting includes a presentation. (content)
  15. I prefer tea over coffee. (preference)
  16. This dress fits perfectly. (state)
  17. He appears confident. (perception)
  18. The deadline approaches quickly. (state)
  19. John walks to school every day
  20. They understand the problem now
  21. I believe in honesty.
  22. This soup tastes delicious.

কিছু প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন: Stative Verb কি ও কাকে বলে?

উত্তর: যে সকল Verb দ্বারা কোনো অবস্থা, মনোভাব, ধারণা, অথবা ইন্দ্রিয় অনুভূতি বর্ণনা করে এবং যে Verb কোনো কাজ বা কর্মকাণ্ডকে নির্দেশ করে না, বরং কোনো স্থায়ী বা অস্থায়ী অবস্থাকে বর্ণনা করে পাশাপাশি যে Verb দিয়ে Continuous Tense গঠন করা হয় না সেগুলোকে সাধারণত Stative Verb বলা হয়।

প্রশ্ন: Stative Verb এর কিছু উদাহরণ দাও।

উত্তর: believe (বিশ্বাস করা), seem (মনে হওয়া), belong (অন্তর্ভুক্ত হওয়া), love (ভালোবাসা), understand (বোঝা), doubt (সন্দেহ করা), smell (ঘ্রাণ পাওয়া), remember (স্মরণ করা), prefer (পছন্দ করা)।

প্রশ্ন: Stative verb দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়?

উত্তর: হ্যাঁ, Stative Verb প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা যায়। যেমন, Do you understand this concept?

প্রশ্ন: Stative Verb এর সাথে কি modal verb ব্যবহার করা যায়?

উত্তর: হ্যাঁ, কিছু ক্ষেত্রে modal verb স্ট্যাটিভ Verb সাথে যেতে পারে। যেমন, You must believe in yourself. (আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে)।

Leave a Comment