৭ম শ্রেণীর বিজ্ঞান বই (পুরাতন) pdf download

প্রিয় পাঠক, আমাদের ৭রং ওয়েব সাইটে আপনাকে জানই স্বাগতম! আপনি যদি ৭ম শ্রেণীর বিজ্ঞান বই pdf ডাউনলোড করতে চান, তবে এই পোষ্টে আপনাকে স্বাগতম এবং আপনি যথা স্থানে এসেছেন।

আমরা আপনাকে জানচ্ছি যে, এটি হলো ৭ম শ্রেনির পুরাতন বিজ্ঞান বই। নতুন বইয়ের লিংকও নিচে দিয়েছি।

আমাদের এই ৭রং ওয়েব সাইট থেকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই pdf সহ, ২য় শ্রেণির সকল ধরণের পিডিএফ বই, ৩য় শ্রেণির বিজ্ঞান পিডিএফ বই, ৪র্থ শ্রেণির বিজ্ঞান পিডিএফ বই, ৫ম শ্রেণির বিজ্ঞান পিডিএফ বই Download করতে পারবেন।

এছাড়াও, ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান পিডিএফ বই, ৭ম শ্রেণীর সকল ধরনের পিডিএফ বই, ৮ম শ্রেণির বিজ্ঞান পিডিএফ বই রয়েছে।

নবম দশম বিজ্ঞান পিডিএফ বই সহ সকল প্রকার পিডিএফ বই ফ্রি ডাউনলোড করে নিতে পরবেন।

আপনার প্রয়োজনীয় বই ডাউনলোড করতে বই এর ক্যাটাগরী ‍লিস্ট থেকে PDF বই Download করে নিন।

সম্মানিত পাঠক, pdf / ebook বই পাঠের মাধ্যমে আমরা শিক্ষার সাথে প্রযুক্তির মিশ্রণ ঘটাতে পারি।

আর, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে আমাদের পিছিয়ে পরতে হবে।

অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার প্রসার ঘটাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশ ডিজিটাল শিক্ষা ব্যবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে।

যদিও বর্তমানে শহরের অনেক নামী শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব রয়েছে কিংবা প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করানোর ব্যবস্থা রয়েছে, তা যথেষ্ট নয়

আমাদের দেশ এখনো সবার কাছে ই-লাইব্রেরী অপরিচিত। কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ই-লাইব্রেরী তে সকল প্রকার eBook কিংবা pdf বই মজুদ থাকা প্রয়োজন!

এর ফলে প্রত্যক শিক্ষার্থী যে কোনো সময় যে কোনো বই পড়তে পারবে।

এছাড়া সকল প্রতিষ্ঠানে বড় প্রজেক্টর ব্যবহার করে তাতে ই-বুক কিংবা pdf বই এর মাধ্যমে পাঠদান করাতে হবে।

এতে করে শিক্ষার একঘেয়েমিতা দূর হবে। তাই, পিডিএফ বই পাঠের মাধ্যমে আমাদের ডিজিটাল শিক্ষার পথে এগিয়ে যাওয়ার হাতেখরি হতে পারে।

তাহলে, আর দেড়ি না করে এখনি যেকোনো শ্রেণির pdf বই download করুন আমাদের ওয়েব সাইট থেকে।

আর নিচের দেয়া ডাউনলোড বাটন থেকে সপ্তম শ্রেণির পিডিএফ বই ফ্রিতে নিয়ে নিন

৭ম শ্রেণীর বিজ্ঞান বই pdf free download করুনঃ

  • শ্রেণীর নামঃ ৭ম শ্রেণী।
  • বই এর নামঃ সপ্তম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বই
  • প্রকাশকঃ nctb / জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
  • ভার্সনঃ বাংলা ভার্সনের বই ।
  • ধরণঃ পিডিএফ বই ।
  • সাইজঃ ১০ এমবি মাত্র।
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৬ টি পৃষ্ঠা।

৭ম শ্রেণীর পুরাতন বিজ্ঞান বই pdf free তে download করে নিতে নিচের দেয়া ডাউনলোড নামক বাটন থেকে ফ্রি ডাউনলোড দিন।

বই ডাউনলোড

বিঃদ্রঃ ২০২৩ সাল থেকে এই বিজ্ঞান বইটি ক্লাস সেভেনের পাঠ্য তালিকায় আর নেই। ২০২৩ সালে নতুন ৪ রকমের বিজ্ঞান বই প্রনয়ণ করা হয়েছে। নতুন ৪টি বইয়ের লিংক নিচে দেয়া হলো:

সপ্তম শ্রেণির বিজ্ঞান বই পরিচিতি:

৭ম শ্রেণীর এই বিজ্ঞান বই নিম্ন মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বই এবং এ বিজ্ঞান বই টিতে বিজ্ঞানের প্রাথমিক এবং মৌলিক বিষয়ে আলোচনা করা হয়েছে।

সপ্তম শ্রেণির এই বিজ্ঞান বই এর ১ম অধ্যায়ে নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করা হয়েছে। আর; ২য় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করা হয়েছে।

সপ্তম শ্রেণির এই বিজ্ঞান বই এর ৩য় অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে; ৪র্থ অধ্যায়ে শ্বসন নিয়ে আলোচনা করা হয়েছে।

ক্লাস সেভেনের এ বিজ্ঞান বই এর ৫ম অধ্যায়ে পরিপাক তন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র নিয়ে বলা হয়েছে; এবং বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে পদার্থের গঠন নিয়ে বলা হয়েছে।

সপ্তম শ্রেণির এই বিজ্ঞান বই এর সপ্তম অধ্যায়ে শক্তির ব্যবহার, ৮ম অধ্যায়ে শব্দের কথা নিয়ে প্রথমিক আলোচনা করা হয়েছে।

৭ম শ্রেণীর এই বিজ্ঞান বই এর ৯ম অধ্যায়ে তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে; বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায়ে বিদুৎ ও চুম্বকের ঘটনা নিয়ে বলা হয়েছে।

সপ্তম শ্রেণির এই বিজ্ঞান বই এর ১১তম অধ্যায়ে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।

১২তম অধ্যায়ে সৌরজগৎ এবং আমাদের পৃথিবী নিয়ে আলোচনা করা হয়েছে; সপ্তম শ্রেণির এই বিজ্ঞান বই এর ১৩তম অধ্যায়ে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ নিয়ে বলা হয়েছে।

বর্তমানে জলবায়ু পরিবর্তন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানুষ্য ঘটিত যে সকল কারনে জলবায়ু পরিবর্তন হচ্ছে; তা থেকে আমাদের সকলের বিরত থাকবে হবে এবং এ বিষয়ে সঠিক জ্ঞান রাখতে হবে।

এজন্য সপ্তম শ্রেণির এ বিজ্ঞান বইটির ১৪ তম অধ্যায়ে জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞান বই টির সূচীপত্র:

  1. ১ম অধ্যায় – নিম্ন শ্রেণির জীব
  2. ২য় অধ্যায় – উদ্ভীদ ও প্রাণীর কোষীয় সংগঠন
  3. ৩য় অধ্যায় – উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
  4. ৪র্থ অধ্যায় – শ্বসন
  5. ৫ম অধ্যায় – পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
  6. ষষ্ঠ অধ্যায় – পদার্থের গঠন
  7. ৭ম অধ্যায় – শক্তির ব্যবহার
  8. অষ্টম অধ্যায় শব্দের কথা
  9. নবম অধ্যায় – তাপ ও তাপমাত্রা
  10. দশম অধ্যায় – বিদ্যুৎ ও চৌম্বকের ঘটনা
  11. একাদশ অধ্যায় – পারিপার্শ্বিক পরিবর্তন ও বভিন্ন ঘটনা
  12. দ্বাদশ অধ্যায় – সৌরজগৎ ও আমাদের পৃথিবী
  13. ত্রয়োদশ অধ্যায় – আমাদের পরিবেশ এবং দূষণ
  14. চতুর্দশ অধ্যায় – জলবায়ু পরিবর্তন

Leave a Comment