আজকে আমি, বাংলাদেশের সরকারি চাকরির তালিকা নিয়ে আলোচনা করবো।
আমাদের দেশে সরকারির চাকরির মোট ২০টি গ্রেড রয়েছে। এই গ্রেডের উপর ভিত্তি করে চাকরির বেতন সহ অন্যান্য সুবিধা নির্ধারন করা হয়।
গ্রেড যত কম, চাকরির বেতন তত বেশি। আর বেশি গ্রেডের চাকরির বেতন কম।
যেমন সরকারি চাকরির মধ্যে, ১ম গ্রেডের চাকরির বেতন সবচেয়ে বেশি। আর ২০তম গ্রেডের বেতন সবচেয়ে কম।
তাহলে, বোঝা গেলো, আপনাকে বেশি বেতনের চাকরির পেতে হলে কম গ্রেডের চাকরি করতে হবে।
যাইহোক, চলুন বর্তমানে আমাদের বাংলাদেশের সরকারি চাকরির তালিকা দেখে দেখি।
বাংলাদেশের সরকারি চাকরির তালিকা গ্রেড ১ থেকে ২০:
বাংলাদেশের সরকারি চাকরির ২০টি রয়েছে। আর এই ২০টি গ্রেডকে মোট ৪ শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন:
- ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত = ১ম শ্রেণির চাকরি
- ১০ম গ্রেড = ২য় শ্রেণির চাকরি
- ১১তম থেকে ১৬তম গ্রেড = ৩য় শ্রেণির চাকরি
- ১৭তম থেকে ২০তম গ্রেড = ৪র্থ শ্রেণির চাকরি
১ম শ্রেণি বা ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি চাকরির তালিকা:
- বিসিএস ২৬টি ক্যাডার সবই ১ম শ্রেণি
- বাংলাদেশ ব্যাংকের AD
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- কিছু কিছু নন-ক্যাডারও ১ম শ্রেণি যেমন:
- মন্ত্রণালয়ের সহকারি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার
- মন্ত্রণলায়ের সহকারি পরিচালক
- সাব-রেজিস্টার
- সমাজ সেবা অফিসার
- ব্যানবেইসের সহকারি পরিচালক
- ব্যানবেইসের পরিসংখ্যান অফিসার
- হিসাব নিরক্ষণ কর্মকর্তা
- ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর
- মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার
- উপজেলা বা থানা নির্বাচন অফিসার
২য় শ্রেণি বা ১০ম গ্রেডের সরকারি চাকরির তালিকা:
- প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক
- সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক
- পুলিশের এসআই
- সহকারি উপজেলা শিক্ষা অফিসার
- কর পরিদর্শক
- সহকারি পরিসংখ্যান কর্মকর্তা
- মন্ত্রণালয়ের লাইব্রেরিয়ান ইত্যাদি
৩য় শ্রেণি বা ১১তম থেকে ১৬তম গ্রেডের সরকারি চাকরির তালিকা:
- প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক ৩য় শ্রেণি
- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারি ৩য় শ্রেণি
- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ৩য় শ্রেণি
- সৈনিক পদের চাকরি: যেমন- পুলিশ, নৌ, ফায়ার ইত্যাদি ইত্যাদি
৪র্থ শ্রেণি বা ১৭তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির তালিকা:
- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পিয়ন
- মালি
- ড্রাইভার
- হেল্পার
- ক্লিনার
- বাবুর্চি
- আয়া
- গার্ড
- পাহারাদার ইত্যাতি ৪র্থ শ্রেণি।
প্রিয় পাঠক, আমি উপারে সরকারির চাকরির যে তালিকা দিলাম এর বাহিরেও অনেক সরকারি চাকরি রয়েছে।
আবার, অনেক সরকারি চাকরিতে জয়েন করার সময় যে গ্রেড থাকে, চাকরির মেয়াদ বাড়ার সাথে সাথে তার পদোন্নতি হয় এবং উচ্চ গ্রেডের দিকে প্রমোশন পায়। ফলে, বেতনও বাড়ে।
কিছু প্রশ্ন-উত্তর:
উত্তর: না । সাব রেজিস্টার বিসিএস ক্যাডার না। সাব রেজিস্টার বিসিএস নন-ক্যাডার। তবে, সাব রেজিস্টিারের চাকরি ১ম শ্রেণির চাকরি এবং সাব রেজিস্টারের গ্রেড ৯ম গ্রেড।
উত্তর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির গ্রেড ১০ম। শ্রেণি হিসেবে এই চাকরি ২য় শ্রেণির চাকরি।
উত্তর: সমাজ সেবা অফিসার ১ম শ্রেণির চাকরি।
উত্তর: পুলিশের এসআই ২য় শ্রেণির চাকরি।
উত্তর: সরকারি কলেজের শিক্ষক হলেন বিসিএস ক্যাডার। তাদের গ্রেড ৯ম থেকে শুরু হয়। তারা আস্তে আস্তে প্রমোশন পান। সরকারি কলেজের শিক্ষক ১ম শ্রেণির চাকরি।
উত্তর: ডিফেন্সের সৈনিক পদের চাকরিগুলো মূলত ৩য় শ্রেণির চাকরি। তবে কর্মকর্তাদের চাকরি এবং উচ্চ পদে যারা রয়েছেন, তাদের ২য় কিংবা ১ম শ্রেণির চাকরি।
আপনার কোন সরকারি চাকরি পছন্দ তা আমাদের কমেন্ট করে জানতে পারেন। আশা করি আমার লেখা আজকের পোস্ট আপনার ভালো লেগেছে। ধন্যবাদ।