ভূমি রেকর্ড অধিদপ্তর নিয়োগ সার্কুলার ২০২৫ PDF সহ

বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে অনেক পদের বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে।

এটি প্রকাশিত হয়েছে ১৪ মার্চ ২০২৪ সালে। এটি ২০২৫ সালের ভূমি রেকর্ড অফিসের চাকরির নতুন নিয়োগ সার্কুলার।

নিয়োগ সার্কুলারে গ্রেড ১৩ থেকে ২০গ্রেড পর্যন্ত মোট ১৫টি আলাদা আলাদা পদে চাকরির কথা বলা হয়েছে।

নিচে ভূমি রেকর্ড ও জরিপ সরকারি চাকরির সকল গুরুত্বপূর্ণ তথ্য ও চাকরির PDF সার্কুলার দিয়ে দিলাম।

ভূমি রেকর্ড অধিদপ্তর নিয়োগ সার্কুলার ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • চাকরির ধরণ: সরকারি চাকরি
  • চাকরির গ্রেড: ১৩ থেকে ২০ গ্রেড
  • কর্তৃপক্ষ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮
  • আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৪
  • আবেদন শেষ: ৩০ এপ্রিল ২০২৪
  • আবেদন ফি: ১৩ থেকে ১৬ গ্রেডের জন্য ২২৩ টাকা এবং ২০ গ্রেডের জন্য ১১২ টাকা
  • আবেদন করার ঠিকানা: dlrs.teletalk.com.bd
  • নিচে ভূমি রেকর্ড অধিদপ্তরের ২০২৪ সালের নতুন নিয়োগ সার্কুলার দিলাম।

নিচের টেবিল থেকে ২০২৪ সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন সার্কুলার PDF Free ডাউনলোড করুন:

সার্কুলারের নামPDF
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরডাউনলোড
(ভূমি রেকর্ড ও জরিপ সরকারি চাকরির সার্কুলার PDF ডাউনলোড টেবিল)

ভূমি রেকর্ড সরকারি চাকরিতে আবেদন করার যোগ্যতা:

নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।

যেমন ১৩তম গ্রেডের পদে আপনাকে অনার্স পাশ বা সমমানের পাশ থাকতে হবে।

এছাড়াও ১৪তম ও ১৫তম গ্রেডের বিভিন্ন পদে টেকনিক্যাল কিছু বিষয়ে পড়াশোনা ও যোগ্যতা থাকতে হবে।

আবার ১৬তম গ্রেডের অনেক পদে কম্পিউটার চালনায় দক্ষতা এবং সাথে সর্বনিম্ন এইচএসসি পাশ থাকতে হবে।

সর্বশেষে ২০তম গ্রেডের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সরকারি চাকরিতে নিয়োগ পেতে অনলাইনে আবেদন করতে চাইলে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশ বা সমমান পাশ থাকতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরিতে নথি পত্র নিয়ে কাজ করতে হয়। এজন্য প্রায় বেশির ভাগ কাজে বর্তমানে ই-নথি ব্যবহার করা হয়।

সহজ কথায় ভূমি অফিসের বেশির ভাগ কাজ কম্পিউটারে করতে হচ্ছে। তাই কম্পিউটার চালনায় ভালো দক্ষতা থাকতে হবে।

বিশেষ করে প্রার্থীকে বিজয় বাংলা কিবোর্ডে বাংলা ও ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা রাখতে হবে।

যেমন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খারিজ সহকারি, পেশকার, কপিস্ট, কম্পিউটার অপরেটর, মোহরার, রেকর্ড কিপার সহ বিভিন্ন পদে চাকরি পেতে আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সরকারি চাকরিতে নিয়োগ পেলে আপনার সুবিধা কি কি:

এই চাকরিতে নিয়োগ পেলে আপনার অনেক সুবিধা রয়েছে। নিচে আমি কিছু সুবিধার কথা তুলে ধরলাম:

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরি সরকারি চাকরি।
  • বেশির ভাগ নিয়োগ নিজ উপজেলায় হয়ে থাকে।
  • তাই বাড়িতে থেকে চাকরির করার সুযোগ থাকবে।
  • জমি-জমা সম্পর্কে জানতে পারবেন।
  • জমি খারিজ বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন।
  • নিজের জমির সমস্যা নিজে সমাধান করা শিখতে পারবেন।
  • সরকারির চাকরির সুবিধা ও বেতন বোনাস ভাতা পাবেন।
  • অফিসে বসে আরামে কাজ করতে পারবেন।
  • অন্যর সেবা করার সরাসরি সুযোগ পাবেন।
  • অসহায় মানুষকে জমি-জমা সংক্রান্ত সঠিক পরমর্শ দিতে পারবেন।
  • দেশের কল্যাণে সরাসরি কাজ করতে পারবেন।

Leave a Comment