প্রিলি ২০০ নম্বরের বিসিএস পরিক্ষার মধ্যে ভূগোল বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে মাত্র ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
আমরা সবাই জানি যে, বিসিএস একটি প্রতিযোগিতামূলক চাকরি পরিক্ষা। সুতরাং এখানে ১০ নম্বর অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এজন্য, বিসিএস প্রিলিমিনারি পরিক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে সঠিক সিলেবাস দেখে প্রস্তুতি নিতে হবে, যেনো আমাদের কোনো একটি সিঙ্গেল টপিকও বাদ না যায়।
মোট ৫ ক্যাটাগরি থেকে ১০ নম্বরের প্রশ্ন করা হবে। নিচে মানবন্টন সহ এই ভূগোল সিলেবাস দেখে নিন।
বিসিএস প্রিলি ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০ নম্বরের সিলেবাস:
নিচে তালিকা আকারে বিসিএস প্রিলির ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের ১০ নম্বরের সিলেবাস দেয়া হলো:
টপিক | Number |
---|---|
১। বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগােলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব সমূহ। | ২ |
২। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। | ২ |
৩। বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। | ২ |
৪। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক (যেমন- অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। | ২ |
৫। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। | ২ |
মোট নম্বর = | ১০ |
উপরের ৫ টি প্রধান টপিক থেকে মোট ১০ নম্বরের প্রশ্ন করা হবে। ভূগোল ও পরিবেশ থেকে সর্বোচ্চ সঠিক প্রশ্নে উত্তর করতে হলে, উপরের কোনো টপিক বাদ দেয়া যাবে না।
ভূগোল ও পরিবেশের প্রস্তুতি নিবেন কিভাবে:
অন্যান্য সাবজেক্টের চাইতে ভূগোল বেশ কঠিন মনে হয় অনেকের কাছে। কারণ মানচিত্র মনে রাখার মতো সমস্যায় পরতে হয় এখানে।
তবে, একটু বুদ্ধি খাটিয়ে চর্চা করলে, ভূগোলে সর্বোচ্চ স্কোর করা সম্ভব। ভূগোলের অনেক বিষয় নিজস্ব টেকনিক দিয়ে পড়তে হয়।
তাছাড়া, বাংলাদেশের মানচিত্র এবং বিশ্বের মানচিত্র, পড়ার টেবিলের সম্মুখে রাখলে বেশ কাজে আসে।
এছাড়া, ভূগোল থিওরী আকারে পড়ার চাইতে, প্র্যাক্টিক্যাল প্রত্যক্ষণ বেশ কাজে দেয়। অন্তত আমরা ভিডিও দেখে দেখে বোঝার চেষ্টা করতে পারি।
বাজারে রঙ্গিন মানচিত্র বা মানচিত্র সহ অনেক বই পাওয়া যায়। এছাড়াও, বিভিন্ন প্রকাশনীর বেশ ভালো ভালো সহায়ক বই রয়েছে বাজারে।
এছাড়াও, ভূগোলের ব্যাসিক স্ট্রং করার জন্য, অভিজ্ঞতরা নবম-দশম শ্রেণির ভূগোল বই ফলো করতে বলেন।
কিছু প্রশ্ন:
১০ নম্বরের।
ভৌগোলিক অবস্থান, সীমানা ইত্যাদি।
দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা পড়তে হবে।
প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ।
- সোর্স- bpsc.gov.bd