আজকে আমরা বিসিএস প্রিলি পরিক্ষার জন্য, ইংরেজি বিষয়ের সর্বশেষ আপডেট সিলেবাস নিয়ে আলোচনা করবো।
বিসিএস প্রিলিমিনারি বা প্রিলি পরিক্ষা ২০০ নম্বরের মধ্যে হয়ে থাকে। আর এই ২০০ নম্বরের মধ্যে ইংরেজি থেকে থাকে ৩৫ নম্বরের প্রশ্ন।
পিএসসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী English Language and Literature নামক ইংরেজি অংশে ৩৫ নম্বর রাখা হয়েছে।
এই ইংরেজিকে আবার ২ টি অংশে ভাগ করা হয়েছে। একটি হলো ইংরেজি ভাষা অংশ এবং অপরটি ইংরেজি সাহিত্য অংশ।
ইংরেজি ভাষা অংশ আসলে, ইংরেজি গ্রামারের অংশ। এখানে ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন করা হবে।
আর ইংরেজি সাহিত্য অংশের মধ্যে ইংরেজি সাহিত্যর লেখক, ইংরেজি নাটক, গল্প, উপন্যাস, কবিতা রয়েছে।
ইংরেজি ভাষা অংশ থেকে ২০ নম্বর এবং সাহিত্য অংশ থেকে ১৫ নম্বর, এই মোট ৩৫ নম্বরের প্রশ্ন করা হবে।
যে যে টপিক থেকে ইংরেজির ৩৫ নম্বরের প্রশ্ন করা হবে, তা লিস্ট আকারে নিচে দেয়া হলো:
বিসিএস প্রিলি ইংরেজি ৩৫ নম্বরের সিলেবাস সহ:
৩৫ নম্বরের মধ্যে ইংরেজি ভাষা বা গ্রামারের ২০ নম্বরের টপিক সমূহ:
- Parts of Speech অংশ থেকে:
- The Noun (The Determiner, The Gender, The Number)
- The Pronoun
- Verb [Finite (transitive & intransitive), Non-Finite (participle, infinitives, Gerund), Linking Verb, The Phrasal Verb, Modals]
- The Adjective
- The Adverb
- Preposition
- The Conjunction
- Idioms and Phrases থেকে যা যা থাকবে-
- Meaning of Phrases
- Kinds of Phrases
- Identifying Phrases
- Clauses থেকে যা যা থাকেব:
- The principal Clause
- The Subordinate Clause (Noun Clause, Adjective Clause, The Adverbial Clause and its types)
- Corrections থেকে যা যা থাকবে:
- Tense
- Verb
- Preposition
- Determiner
- Gender
- The Number
- Subject-Verb Agreement
- Sentences and Transformation (Transformation of Sentences) থেকে যা যা থাকবে:
- Simple Sentence
- Compound Sentence
- Complex Sentence
- The Active Voice
- The Passive Voice
- Positive degree
- Compound degree
- Superlative degree
- Word থেকে যা যা থাকবে:
- Meanings
- Synonyms
- Antonyms
- Spellings
- Usages of words as various parts of speech
- Formation of new words by adding prefixes & suffixes
- Composition অংশ থেকে যা যা থাকবে:
- Paragraph এর বিভিন্ন অংশের নাম
- Letter এর বিভিন্ন অংশের নাম
- Application এর বিভিন্ন অংশের নাম
উপরে আমরা যা যা দেখলাম, সেখানে থেকে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে বিসিএস প্রিলিমিনারি পরিক্ষায়।
আর সাহিত্য অংশ থেকে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। সাহিত্য অংশের এই ১৫ নম্বরের টপিক নিচে দেয়া হলো:
- English Literature:
- Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century.
- Quotation from drama/poetry of different ages.
এই ছিলো বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার ইংরেজি অংশের সর্বশেষ সিলেবাস। ইংরেজি অংশে ভালো করার জন্য উপরের উল্লেখ করা কোনো টপিক বাদ দেয়া যাবে না।
বিসিএস প্রিলির জন্য ইংরেজির প্রস্তুতি নিবেন কিভাবে:
বিসিএস ইংরেজির সিলেবাস তুলনামূলক একটু বড় হলেও, টপিকগুলো খুব কঠিন কঠিন নয়। ব্যাসিক গ্রামার অংশ থেকে বেশির ভাগ প্রশ্ন থাকবে।
এই গ্রামার অংশগুলো আমরা সবাই ইতিমধ্যে নিচের প্রতিটি ক্লাসে পড়ে এসেছি। তাই একটু রিভাইস করলে বিষয়গুলো আয়ত্তে আনা সম্ভব।
আর ইংরেজি ভোক্যাবুলারি বাড়াতে হবে। এজন্য নিয়মিত নতুন নতুন ইংরেজি রচনা পাঠের পাশাপাশি খবরের কাগজ, ইংরেজি আর্টিকেল, জার্নাল থেকে নতুন নতন শব্দ শিখতে হবে।
ইংরেজি সাহিত্য অংশে ভালো করার জন্য বিগত বছরের প্রশ্ন দেখার পাশাপাশি, যে সকল রচনা থেকে বেশি প্রশ্ন আসে, তেমন কিছু নাটক, কবিতা, উপন্যাস পড়ার চেষ্টা করতে হবে।
বিসিএস প্রিলির ইংরেজি অংশের জন্য বাজারে অনেক সহায়ক বই রয়েছে। সেগুলোর কোনোটি ভালো মতো ফলো করতে হবে।
পরিশেষে বলবো- ইংরেজির এই সকল টপিক নিয়মিত চর্চা করে যেতে হবে। তাহলে সফলতা আসবে-ইনশাআল্লা।
- সবচেয়ে বেশিবার পরিক্ষায় আসা- ইংরেজির ১৫০টি abbreviation
কিছু প্রশ্ন ও উত্তর:
৩৫ নম্বরের।
parts of speech থেকে শুরু করে Subject-verb Agreement পর্যন্ত প্রায় সকল গুরুত্বপূর্ণ টপিক।
২০ নম্বর।
১৫ নম্বরের।
মাস্টার্স বই, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই, ক্লিফ ও ব্যারন টোফেল ইত্যাদি।
নিয়মিত চর্চা করতে হবে। ইংরেজির নতুন নতুন পাঠ পড়তে হবে। ইংরেজি নিউজ পড়তে হবে। অপরিচিত শব্দ নোট করা যেতে পারে।
- সোর্স- bpsc.gov.bd