বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরিক্ষায় বর্তমানে মোট ২৬টি ক্যাডার পদ রয়েছে। আজ আমরা এই ২৬টি বিসিএস ক্যাডার তালিকা আপনার নিকট তুলে ধরব।
জেনে রাখা দরকার যে, বিসিএস পরিক্ষা বিধিমালা ২০১৪ অনুযায়ী পরিক্ষার মাধ্যমে যোগ্যদের এই ২৬টি বিসিএস ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়।
২৬টি বিসিএস ক্যাডার তালিকা:
নিচে তালিকা বা ছক আকারে ২৬টি ক্যাডার লিস্ট দিলাম।
ক্রম: | বিসিএস ক্যাডারে নাম: |
---|---|
১। | বিসিএস প্রশাসন ক্যাডার |
২। | বিসিএস পুলিশ ক্যাডার |
৩। | বিসিএস পররাষ্ট্র ক্যাডার |
৪। | বিসিএস কৃষি ক্যাডার |
৫। | বিসিএস আনসার ক্যাডার |
৬। | বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডার |
৭। | বিসিএস সমবায় ক্যাডার |
৮। | বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডার |
৯। | বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার |
১০। | বিসিএস মৎস ক্যাডার |
১১। | বিসিএস খাদ্য ক্যাডার |
১২। | বিসিএস বন ক্যাডার |
১৩। | বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার |
১৪। | বিসিএস স্বাস্থ্য ক্যাডার |
১৫। | বিসিএস তথ্য ক্যাডার |
১৬। | বিসিএস পশু সম্পদ ক্যাডার |
১৭। | বিসিএস ডাক ক্যাডার |
১৮। | বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার |
১৯। | বিসিএস গণপূর্ত ক্যাডার |
২০। | বিসিএস রেলওয়ে প্রকৌশল ক্যাডার |
২১। | বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার |
২২। | বিসিএস সরক ও জনপদ ক্যাডার |
২৩। | বিসিএস পরিসংখ্যান ক্যাডার |
২৪। | বিসিএস কর ক্যাডার |
২৫। | বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার |
২৬। | বিসিএস বাণিজ্য ক্যাডার |
প্রিয় পাঠক, উপরের ২৬টি বিসিএস ক্যাডার পদ বর্তমানে রয়েছে। এর বাহিরে কিছু অকর্ষনীয় নন-ক্যাডার পদ রয়েছে।
যাইহোক, বিসিএস ক্যাডার সমূহের মধ্যে আবার কোনোটি সাধারণ ক্যাডার, আবার কোনোটি টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার।
যেমন: বিসিএস খাদ্য, কৃষি,মৎস, বন, সাধারণ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, পশু সম্পদ, জনস্বাস্থ্য, গণপূর্ত রেল, সরক ও জনপদ, পরিসংখ্যান, কারিগরি শিক্ষা হলো পেশাগত ক্যাডার।
এর বাহিরে যেগুলো রয়েছে যেমন, পুলিশ, প্রশাসন, পররাষ্ট্র ও অন্যান্য বাকি ক্যাডার হলো সাধারণ ক্যাডার।
সাধারণ ক্যাডার আর পেশাগত ক্যাডারের মধ্যে বেসিকি পার্থক্য হলো, পেশাগত ক্যাডার পেতে হলে বা হতে হলে সেই পেশা সংক্রান্ত ডিগ্রি থাকতে হয়।
আর সাধারণ ক্যাডার পেতে হলে, যেকেনো বিষয়ে ডিগ্রি থাকলেই হবে।
সম্মানিত পাঠক, বিসিএস এর এই ২৬টি ক্যাডারের মধ্যে সবগুলোই সম্মানজনক। যদিও, বেতন, ভাতা সহ অন্যান্য কিছু কিঞ্চিত পার্থক্য রয়েছে।
এজন্য একেক জনের নিকট একেকটি ক্যাডার পছন্দের। আপনি কোন ক্যাডার পছন্দ করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন।