নতুন নিয়ম অনুযায়ী বিসিএস প্রিলি পরিক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ পরিক্ষার মধ্যে গাণিতিক যুক্তি অংশ থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। পিএসসির নির্ধারণ করে দেয়া সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন থাকবে।
এই সিলেবাস নিয়েই আজ আমরা আলোচনা করবো। ১৫ নম্বর থাকবে ৫ ক্যাটাগরির বিষয় থেকে। যেমনঃ
পাটিগণিত অংশ থেকে ৩ নম্বর
বীজগণিত অংশ থেকে ৩ নম্বর
সূচক ও লগারিদম থেকে ৩ নম্বর
জ্যামিতি থেকে ৩ নম্বর এবং
সেট-বিন্যাস, পরিসংখ্যান থেকে ৩ নম্বর
ঠিক উপরের মতো ৫ ক্যাটাগরির প্রতিটি ক্যাটাগরি থেকে ৩ নম্বরের প্রশ্ন থাকবে। এভাবে ৫ ক্যাটাগরি মিলিয়ে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
এই ৫টি ক্যাটিাগরির সকল টপিকের নাম নিচে দেয়া হলো। টপিক ধরে ধরে গণিত চর্চা করলে ১৫ নম্বরের ১০০% প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লা।
বিসিএস প্রিলি গাণিতিক যুক্তি অংশের ১৫ নম্বরের সঠিক সিলেবাসঃ
১। পাটিগণিতের অংশঃ
- বাস্তব সংখ্যা
- ল. সা. গু.
- গ. সা. গু.
- শতকরা
- সরল ও যৌগিক মুনাফা
- অনুপাত ও সমানুপাত
- লাভ ও ক্ষতির অংক
২। বীজগাণিত অংশঃ
- বীজগাণিতিক সূত্রাবলী
- বহুপদী উৎপাদক
- সরল ও দ্বিপদী সমীকরণ
- সরল ও দ্বিপদী অসমতা
- এবং সরল সমীকরণ
৩। সূচক অংশ থেকেঃ
- সূচক ও লগারিদম
- সমান্তর ও গুণোত্তর অনুক্রম
- ধারা
৪। জ্যামিতি অংশ থেকেঃ
- রেখা
- কোণ
- ত্রিভূজ ও চতুর্ভূজ সংক্রান্ত উপপাদ্য
- পিথাগোরাসের উপপাদ্য
- বৃত্ত সংক্রান্ত উপপাদ্য
- পরিমিতি-সরলক্ষেত্র
- ঘনবস্তু
৫। সেট ও পরিসংখ্যান অংশ থেকেঃ
- সেট
- বিন্যাস ও সমাবেশ
- পরিসংখ্যান এবং
- সম্ভাবতা।
প্রিয় পাঠক, বিসিএস প্রিলি সহ সকল চাকরির পরিক্ষাতে গাণিতিক যুক্তি অংশ থেকে যে যে প্রশ্ন আসে- তা সবই মাধ্যমিক পর্যায়ের গণিত বই থেকে আসে। অথবা প্রশ্ন তৈরিতে সাধারণত- মাধ্যমিকের বই অনুসরণ করা হয়।
এজন্য গণিতের ব্যাসিক স্ট্রং করার জন্য ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির গণিতের বই ফলো করার কোনো বিকল্প নেই।
এছাড়াও- মাধ্যমিকের সকল গণিত বইয়ের সকল অংক একত্রে সমাধান সহ অনেক গাইড বা সহায়ক বই বাজারে রয়েছে। সেগুলো ফলো করলে- গণিতের ১০০% প্রস্তুতি হয়ে যাবে।
বিন্যাস সমাবেশ সহ বেশ কিছু অংক ৯ম ও ১০ম শ্রেণির উচ্চতর বই থেকে আসে। ৯ম-১০ শ্রেণির উচ্চতর গণিত বই এর পিডিএফ নিচে থেকে ডাউনলোড করতে পারেনঃ
আরেকটি কথা- তা হলো গণিতের শর্টকাট মুখস্থ করার আগে অবশ্যই ব্যাসিক জানা থাকতে হবে। না হলে গণিতের শর্টকাট কোনো কাজে আসবে না। আগে ব্যাসিক, পরে শর্টকাট রাস্তা।
FAQ:
হ্যাঁ। শতকরা, লাভ-ক্ষতি, মুনফা বা সুদের অংক থাকবে।
হ্যাঁ। ত্রিভূজ , চতুভূর্জের উপপাদ্য ও পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রশ্ন থাকবে।
জ্যামিতি থেকে মোট ৩ নম্বরের প্রশ্ন করা হবে।
- সোর্স: