পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরুতেই আমার সালাম গ্রহণ করবেন- আসসালামুআলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সাইট ৭রং এ আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি সঠিক ও সহীহ সালাত বা নামাজ শিক্ষার বই pdf free তে নিয়ে এসেছি।
আপনি যদি সঠিক পদ্ধতিতে হাদিসের রেফারেন্স সহ নামাজ বা সালাত আদায় করাতে চান তাহলে নামাজ শিক্ষার এই pdf বই শুধুই আপনার জন্য।
আমাদের প্রিয় নবী হযরত মহাম্মদ সাঃ যেভাবে সালাত আদায় করেছেন এই pdf বই টিতেও ঠিক সেভাবে হাদিস সহ সালাত আদায়ের পদ্ধতি বর্ননা করা হয়েছে।
নামাজ শিক্ষার বই pdf free ডাউনলোড করুন:
- বই এর ধরন- নামাজ শিক্ষার pdf বই
- নামাজ শিক্ষার পিডিএফ বই এর নাম- সালাতুর রাসূল (ছাঃ)
- এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা- ৩০০ পৃষ্ঠ।
- নামাজ শিক্ষার বই টির এমবি সাইজ ৪ এমবি মাত্র।
- নামাজ শিক্ষার বই টি নিচে ডাউনলোড লেখা থেকে ডাউনলোড করে নিন।
- ছবি ও চিত্র দেখে আরবি ভাষা শেখার ৪ টি সেরা pdf
(বিঃদ্রঃ ইন্টারনেটের বিভিন্ন ফ্রি ফ্রি বই ডাউনলোডের সাইট থেকে এই পিডিএফ বই সমূহ শেয়ারকৃত)
ইসলামের পাঁচটি স্তভের মধ্যে সালাত বা নামাজ হলো দ্বিতীয় স্তম্ভ।
সালাত হলো মুমিন ব্যক্তির বৈশিষ্ট। কেননা মহান আল্লাহ মুমিন ব্যক্তিদের প্রশংসা করে বলেছেন “ তারা সালাত কায়েম করে” { সূরা বাকারা:০৩}।
যে বান্দা সালাতের হিফজ করলো, সে তার দ্বীনের হিফজ করলো আর যে ব্যাক্তি সালাত নষ্ট করলো, সে তো অন্যসব কিছু আরো অধিক পরিমানে নষ্ট করলো।
উপরোক্ত আলোচনার মাধ্যমে এ কথা প্রতিয়মান হয় যে, প্রত্যক মুমিনের জন্য সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা একান্ত কর্তব্য।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর শেষ অসিয়ত ছিল সালাত।
তিনি তার উম্মতদের কে অত্যান্ত কঠোর ভাবে সালাতের তাগিত দিয়েছেন।
তাই শেষ নবীর উম্মত হিসেবে সালাত আদায় করাটা যেমন জরুরী তার চেয়ে বেশি জরুরী সঠিক ভাবে ও সহীহ পদ্ধতিতে সালাত আদায় করা।
আমাদের ৭রং ওয়েব সাইটে প্রয়োজনীয় ও শিক্ষনীয় পোষ্ট পড়তে আমাদের সাথেই থাকবেন।