ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বা ক ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে।
বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের নতুন সার্কুলার pdf ফাইল সহ ১০০% free তে download সহ সকল তথ্য জেনে নিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে শুধু মাত্র সাইন্স বিভাগ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন।
বিজ্ঞান ইউনিটে- বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ইনভাইরোনমেন্ট সাইন্স, পরিসংখ্যান, শিক্ষা ও গবেষণা, আইসিটি সহ বেশ কিছু অনুষদে ৪ ও ৫ বছর মেয়াদী স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।
ভর্তি পরিক্ষার সকল গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শেষ সময় ও সমস্ত ভর্তি পরিক্ষার সার্কুলার pdf free download লিংক দেয়া হলো।
ঢাবি বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যঃ
- ভর্তি সাল: ২০২৩
- বিজ্ঞান ইউনিটে সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার সুযোগ নেই
- ভর্তি পরিক্ষার আবেদন শুরু: ২৭/০২/২০২৩ তারিখ থেকে
- আবেদন করার শেষ সময়: ২০/০৩/২০২৩
- টাকা জমাদানের শেষ সময়: ২০/০৩/২০২৩
- বিজ্ঞান ইউনিটে পরিক্ষা হবে ১২ মে ২০২৩
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট। বেলা ১১ টা থেকে ১২:৩০
- ফল প্রকাশঃ পরিক্ষার কয়েক দিনের মধ্যে
- আবেদনের ঠিকানাঃ https://admission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার ২০২৩ সালের সার্কুলার pdf free download লিংক সহঃ
নিচে থেকে ২০২৩ সালের বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার ২০২৩ pdf free download করুন।
- PDF টপিক – ঢাবি সাইন্স ইউনিট ভর্তি পরিক্ষার সার্কুলার
- ফাইলের নাম – ঢাকা বিজ্ঞান ইউনিট pdf
- পৃষ্ঠা সংখ্যা – ১০ পৃষ্ঠা
- পিডিএফ সাইজ – ১ এমবি
- প্রকাশ সাল – ২০২৩ সাল
- ভর্তি সেশন – ২০২২ ও ২০২৩
- প্রকাশক – ঢাকা বিশ্ববিদ্যালয়
- এখান থেকে সার্কুলার ডাউনলোড করুনঃ
- আরো দেখুন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার
ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরিক্ষায় বিজ্ঞান বিভাগের মোট সিট সংখ্যা:
২০২৩ সালে ঢাকা ইউনিভার্সিটির সাইন্স ইউনিটে মোট ১৮৫১ টি সিট রয়েছে। প্রায় ৩২ টি সাবজেক্ট রয়েছে। নিচে সাবজেক্ট তালিকা আকারে দেয়া হলোঃ
সাবজেক্ট | সিট |
---|---|
পদার্থ বিজ্ঞান | ১০০ |
গণিত | ১৩০ |
রসায়ন | ৯০ |
পরিসংখ্যান | ৯০ |
ফলিত গণিত | ৬০ |
মৃত্তিকা, পানি ও পরিবেশ | ১০০ |
উদ্ভিদবিজ্ঞান | ৭০ |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৬০ |
মনোবিজ্ঞান | ৮০ |
অণুজীব বিজ্ঞান | ৪০ |
মৎস বিজ্ঞান | ৪০ |
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি | ২৫ |
ফার্মেসী | ৭৫ |
ভূগোল ও পরিবেশ | ৮০ |
ভূতত্ত্ব | ৫০ |
সমুদ্রবিজ্ঞান | ৪০ |
ডিজাস্টার সায়েন্স | ৪০ |
আবহাওয়া বিজ্ঞান | ২৫ |
ই এবং ই ইঞ্জিনিয়ারিং | ৭০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৬০ |
কম্পিউটার সাইন্স | ৬০ |
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং | ৩০ |
রোবটিক্স ও মেকানিক্স ইঞ্জিঃ | ২৫ |
ফলিত পরিসংখ্যান | ৫০ |
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান | ৪০ |
সফ্টওয়্যার ও ইঞ্জিনিয়ারিং | ৫০ |
লেদার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ফুটওয়্যার | ৫০ |
লেদার প্রোডাক্ট | ৫০ |
ভৌত বিজ্ঞান | ২২ |
জীববিজ্ঞান | ১৯ |
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি আবেদনের যোগ্যতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ইউনিটে আবেদন করার জন্য প্রার্থীকে আবশ্যাই সাইন্সের শিক্ষার্থী হতে হবে। ২০১৭ বা তারপরে এসএসসি পাশ হতে হবে।
২০২২ সালে এইচএসসি (২০২৩ সালে ফল প্রকাশ হয়েছে) পাশ হতে হবে। সর্বোমোট ৪র্থ বিষয়সহ মোট জিপিএ হতে হবে ৮।
তবে, এসএসসি অথবা এইচএসসির প্রতিটিতে কমপক্ষে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
এ লেভেল বা বিদেশ থেকে পাশকৃত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণও ক ইউনিটে আবেদন করতে পারবেন। তাদের জন্যও সমমানের শর্ত প্রযোজ্য হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার মান বন্টন:
‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরিক্ষা ১২ মে ২০২৩ তারিখ শুক্রবার, সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে। পরিক্ষার মােট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
পরিক্ষা MCQ এবং বর্ণনামূলক প্রশ্নে অনুষ্ঠিত হবে। ভর্তি পরিক্ষার মােট নম্বর হবে ১০০, তার মধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের বর্ণনামূলক লিখিতর জন্য প্রশ্ন থাকবে।
MCQ পরিক্ষার সময় ৪৫ মিনিট এবং লিখিত পরিক্ষার সময় ৪৫ মিনিটের হবে। ভর্তি পরিক্ষায় কোনাে প্রকার Calculator বা অনুরুপ কোনো কিছু ব্যবহার করা যাবে না।
ভর্তি পরিক্ষায় MCQ এবং লিখিত পরিক্ষা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরিক্ষার পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে পদার্থ বিজ্ঞান ও রসায়ন সহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট বরাদ্দ নম্বর ২৫।
তারমধ্যে এমসিকিউ অংশের জন্য ১৫ এবং বর্ণনামূলক বা লিখিত অংশের জন্য ১০ নম্বর থাকবে।
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বা ৪ টি ভুল হলে ১ নম্বর কাটা হবে এবং তা বিষয় ভিত্তিক সমন্বয় করা হবে।
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তাদের এ সকল বিষয়ে পরিক্ষা দিতে হবে।
তবে কোনাে পরিক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজির যেকোনাে একটি বিষয়ে পরিক্ষা দিতে পারবে।
তবে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরিক্ষা অবশ্যই দিতে হবে।
A-Level পর্যায়ে অধ্যয়নকৃত পরিক্ষার্থীকে পদার্থ বিজ্ঞান ও রসায়ন সহ গণিত/ জীববিজ্ঞান/ বাংলা/ইংরেজি বিষয়ের মধ্যে যেকোনাে ২টি বিষয়ে পরিক্ষা দিয়ে মােট ৪টি বিষয় পূরন করতে হবে।
একজন প্রার্থী যে ৪টি বিষয়ের বা সাবজেক্টের প্রশ্নের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে।
MCQ অংশের মােট নম্বর হলো ৬০ এবং সময় ৪৫ মিনিট। প্রতিটি বিষয়ে মােট নম্বর ১৫। প্রতিটি প্রশ্নের মান ১ ধরা হবে।
লিখিত বা বর্ণনামূলক প্রশ্নের পরিক্ষার এই অংশের মােট নম্বর ৪০ এবং সময় ৪৫ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫ এর মধ্যে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট ভর্তি পরিক্ষার পাশ নম্বর কত:
ভর্তি পরিক্ষার MCQ অংশের পাস নম্বর ২৪ তবে, MCQ পরিক্ষায় ২৪ নম্বর পেলেই কেবল লিখিত পরিক্ষার (বর্ণনামূলক) প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রার্থী বিবেচিত হবে।
তবে MCQ পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ইউনিট এর মােট আসনের কমপক্ষে ৫ গুণ লিখিত পরিক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
লিখিত অংশের পরিক্ষায় পাস নম্বর ১২ ধরা হবে। তবে ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত অংশ মিলিয়ে ৪০ পেলে পাশ।
তবে যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
প্রার্থীকে প্রয়ােজনীয় MCQ এবং লিখিত অংশের উত্তরপত্রের ঘর পূরণ করার জন্য কালাে কালির বলপেন ব্যবহার করতে হবে।
আর প্রত্যেক প্রার্থীকে কেবল একটি MCQ এবং একটি বর্ণনামূলক পরিক্ষার উত্তরপত্র সরবরাহ করা হবে।
অতএব উত্তরপত্র পূরণ করার সময় প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং পূরণ করতে গিয়ে যেকোনাে ভুলভ্রান্তির দায় একমাত্র প্রার্থীকেই বহন করতে হবে।
প্রশ্ন ও উত্তর:
বিজ্ঞান বা ক ইউনিট।
১২ মে ২০২৩ তারিখ শুক্রবার।
১৮৫১ টি।
৪০ নম্বর কত।
২৪ নম্বর।
১২ নম্বর।
মোট ৮ পয়েন্ট হতে হবে।
৩.৫ পয়েন্ট বা এর বেশি।
৩.৫ পয়েন্ট বা এর বেশি।
বিজ্ঞান বা ক ইউনিটে।
৭৫ টি।
১৩০ টি।
৬০ টি।
৭০ টি।