ছারপোকা মারার উপায় জানতে চাইলে এই পোষ্ট টি আপনার জন্য। ছারপোকা চেনেন না এমন মানুষ পাওয়া দায়।
বিশেষ করে যারা শহরে থাকেন অথবা বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা ছাত্রাবাস বা হলে থাকেন এমন কেউই বোধহয় নেই যে ছারপোকার জালায় অতিষ্ঠ হননি।
শুধমাত্র আমাদের দেশেই নয় এই ছারপোকা দেখা যায় এশিয়া সহ বিশ্বের গ্রীষ্ম প্রধান আরো অনেক দেশেই।
ছারপোকাকে ইংরেজিতে বলা হয় বেড বাগ। ছোট এই কিট যে কারোর রাতের আরামের ঘুম হারাম করে দিতে পারে।
এদের সাধারণত দেখা যায় বিছানায়, তোষকে, বালিশে, সোফাতে, লেপে, কম্বলে, জামা-কাপড় সহ আরো বিভিন্ন স্থানে।
আর বাড়িতে এক বার ছারপোকা দেখা গেলে ছারপোকা দমন এর উপায় জানতে মাথার ঘাম পায়ে এসে যায়।
অনেকে হয়তো বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদিও ব্যবহার করেন।
কিন্তু তবুও অনেক সময় দেখা যায় ছারপোকা থেকে রক্ষা পাওয়া যায় না।
এছাড়া ঘরে বাচ্চা ছেলেমেয়ে থাকলে অনেকেই রাসায়নিক এসব দ্রব্যাদি ব্যবহার করতে চান না।
তাই আমরা ছারপোকা মারার কিছু সহজ এবং পরিবেশ বান্ধব ৭টি উপায় নিয়ে আলোচনা করবো।
১। ছারপোকা মারার জন্য গরম পানি:
গরম পানি ব্যবহার করে খুবই সহজে ছারপোকা মারা যায়।
এ জন্য আপনাকে আগে আপনার প্রয়োজন মতো বড় একটি পাত্রে পানি ফুটিয়ে নিতে হবে।
সেখানে আপনার ঘরের ব্যবহৃত সকল জামাকাপড়, বিছানার চাদর, বালিশের কাভার ধুয়ে নিতে হবে।
এরপর গরম পানি দিয়ে আপনার সমস্ত ঘর এবং খাটসহ ধুয়ে নিতে হবে।
তাহলে ছারপোকার সাথে তেলাপোকা, পিঁপড়াও দূর হয়ে যাবে। এই পদ্ধতি টি খুবই জনপ্রিয়।
২। ছারপোকা মারতে রোদের ব্যবহার:
যে সকল জিনিস পত্র গরম পানি দিয়ে ধোয়া যায় না সেগুলো রোদে দিতে হবে।
যেমন বালিশ, তোষক, সোফা এগুলো নিয়মিত কড়া রোদ দিয়ে শুকালে ছারপোকা দূর হয়।
ছারপোকা তাড়াতে রোদ ব্যবহারের এ নিয়মটি সকলেই ব্যবহার করে থাকে।
কারন এটি পরিবেশ বান্ধব ও খুবই কার্যকর একটি উপায়।
- আরো পড়ুন-
৩। ছারপোকা মারার কাজে পুদিনা পাতা:
পুদিনা পাতা অনেকের কাছেই কেবল একটি খাবার জিনিস। পুদিনার সুগন্ধের জন্য কমবেশি সবাই এটি পছন্দ করে।
কিন্তু আমরা অনেকেই জানি না যে এই পুদিনা পাতার গন্ধ ছারপোকা একদম সহ্য করতে পারে না।
তাই পুদিনা পাতা দিয়ে ছারপোকা তাড়াতে আপনাকে আপনার বিছানার নিচে, বালিশের নিচে, সোফার তলায়, ঘরের কোণে, কাপড় রাখার স্থানে পুদিনা পাতা রাখতে হবে।
এতে করে ঘরে সুগন্ধও ছড়াবে আবার ছারপোকাও যাবে।
৪। ভ্যাকুয়াম ক্লিনারের ব্যবহার:
ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরের ময়লার সাথে সাথে ছারপোকাও রোধ করা যায়।
তাই আপনার বাড়িতে যেসব স্থানে ছারপোকা আছে সেখানে ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা পরিষ্কার করে নিন।
একাধিক বার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করে নিন। এতে করে ছারপোকার ডিমসহ ছারপোকা ভ্যাকুয়াম ক্লিনারে চলে যাবে।
ভ্যাকুয়াম ক্লিনারটি বাড়ির বাইরে নিয়ে পরিষ্কার করুন এবং গরম পানি দিয়ে ছারপোকা মেরে ফেলুন এরপর ভ্যাকুয়াম ক্লিনারটি ধুয়ে নিন।
৫। ছারপোকা মারার জন্য ডায়াটোমেসিয়াস আর্থ ব্যবহার:
ডায়াটোমেসিয়াস আর্থ হলো একটি প্রাকিৃতিক কিটনাশক। ছারপোকা মারতে এটি অনেক ব্যবহার করা হয়।
যারা কিনা ছারপোকা দমনে সরকারি ভাবে কাজ করে তারাও ডায়াটোমেসিয়াস আর্থ ব্যবহার করে।
এজন্য যেসব স্থানে ছারপোকা থাকে যেমন বিছানা, ঘরের কোণা, সোফা ইত্যাদিতে খুব পাতলা করে ডায়াটোমেসিয়াস আর্থ ছিটিয়ে ছিটিয়ে রাখতে হবে।
টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী, ছারপোকারা যখন ডায়াটোমেসিয়াস আর্থ এর সংস্পর্শে আসে, তখন এর রাসায়নিক ক্রিয়ার কারনে ছারপোকা শুকিয়ে মারা যায়।
৬। ছারপোকা মারার জন্য অ্যা-ল-কো-হ-ল:
ছারপোকা তাড়ানোর জন্য এটি জাদুর মতো কাজ করে! এজন্য আপনার বাড়ির ছারপোকা আক্রান্ত জায়গায় ও আসবাব পত্রে সামান্য এটি স্প্রে করে দিতে হবে।
এভাবে মাত্র কয়েকদিন অ্যালকোহল স্প্রে করলে আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালাবে ছারপোকার দল।
৭। ল্যাভেন্ডার ওয়েল:
ছারপোকা তাড়ানোর জন্য আরেকটি ম্যাজিক হলো ল্যাভেন্ডার ওয়েল! এটিও অ্যালকোহলের মতোই কাজ করে।
এজন্য আপনার বাড়ির ছারপোকা আক্রান্ত জায়গায় ও আসবাব পত্রে ল্যাভেন্ডার ওয়েল স্প্রে করে দিতে হবে।
এভাবে মাত্র কয়েকদিন ল্যাভেন্ডার ওয়েল স্প্রে করলে আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে পালাবে সমস্ত ছারপোকা।
FAQ:
বাগ। বেড বাগ।
অপরিষ্কার, নোংরা, রোদ লাগেনা – এমন পরিবেশে ছাড়পোকা হয়।
রক্ত ও ময়লা।
রাতের বেল।
শহরাঞ্চলে ছাড়পোকা বেশি দেখা যায়। যেমন- ঢাকার বস্তি, ঘনবসতি এলাকার বাসায়।
ছাড়পোকার কামড় যন্ত্রণাদায়ক। ছাড়পোকা কামড় দিলে পিঁপড়ার কামড়ের মতো যন্ত্রণা করে।