চর্যাপদ থেকে বারবার পরিক্ষায় আসা ১০০+ প্রশ্ন ও উত্তর

বিগত বছরে চর্যাপদ থেকে বারবার পরিক্ষায় আসা ১০০টির বেশি প্রশ্ন ও উত্তর নিচে দিয়ে দিলাম।

আশা করি আপনার চাকরি পরিক্ষার জন্য চর্যাপদের টপিক পড়া কম্প্লিট হয়ে যাবে।

চর্যাপদ থেকে বারবার পরিক্ষায় আসা প্রশ্ন ও উত্তর লেভেল-১:

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ

প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ

চর্যাপদের আধ্যাত্মভাবনা ও সাহিত্যক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে কিসের মাধ্যমে?
উত্তর: সমাজচিত্র

চর্যাপদ এক প্রকার কি?
উত্তর: একপ্রকার গানের সংকলন

চর্য্যাচর্য্যবিনিশ্চয় এর অর্থ কি?
উত্তর: এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি আচরনীয় নয়

চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
উত্তর: সহজিয়া বৌদ্ধ

কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তর:পাল রাজবংশের আমলে

চর্যাপদের আবিষ্কার হয় কোথা থেকে?
উত্তর: চর্যাপদ নেপালের রাজগ্রন্থসালা থেকে আবিষ্কার হয়

হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
উত্তর: নেপালের রাজদরবার থেকে সর্বপ্রথম চর্যাপদ আবিষ্কার করা হয়।

কত সালে বাংলার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয়?
উত্তর: ১৯০৭ সালে

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে?
উত্তর: ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী

চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ সর্বপ্রথম প্রকাশিত হয়

বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?
উত্তর: ড. হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন।

হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি?
উতর: হাজার বছরের পুরাণ বাঙলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে।

হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
উত্তর: তিব্বত, নেপালে গিয়েছিলেন।

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর: দোহাকোষ (এর মাধ্যমে চর্যাপদকে বোঝানো হয়েছে)

চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন বলে মনে করা হয়?
উত্তর: আদিযুগ বা প্রাচীন যুগের

কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
উত্তর: চর্যাপদে আছে

বাংলা সাহিত্যর আদি গ্রন্থ চর্যাপদের রচনকাল কত?
উত্তর: সপ্তম থেকে দ্বাদশ শতক

চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর: চর্যাপদ মাত্রাবিত্ত ছন্দে লেখা

প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
উত্তর: প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হলেন ২৩ জন

চর্যাপদে মোট কতজন কবির পদ রয়েছে?
উত্তর: ২৪ জন

চর্যাপদের প্রশ্ন ও উত্তর লেভেল-২:

বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তর: বাংলা সাহিত্যের আদি কবি লুইপা

চর্যাপদের আদি কবি কে?
উত্তর: চর্যাপদের আদি কবি লুইপা

হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি বলে মনে করেন?
উত্তর: লুইপা কে আদি কবি বলে মনে করেন

সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা

চর্যাপদ রচনায় কে দ্বিতীয় স্থানে রয়েছেন?
উত্তর: ভুসুকুপা।

কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর: কবি ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে ভুসুকু বাঙালি বলেছেন।

বাংলা সাহিত্যর প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা কতটি?
উত্তর: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি

চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
উত্তর: ২৩ নম্বর পদ খণ্ডিত আকারে পাওয়া গেছে

চঞ্চল চিএ পৈঠা কাল- কোন কবির রচনা এটি?
উত্তর: এটি লুইপা রচনা করেছেন

“টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়ীত ভাত নাহি নীতি আবেশী” চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
উত্তর: দারিদ্র্য জীবনের চিত্র বোঝানো হয়েছে

”অপণা মাংসেঁ হরিণা বৈরী” লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
উত্তর: এটি চর্যাপদের অন্তর্ভুক্ত

চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটা সর্বপ্রথম কে প্রমাণ করেছেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায় এটি প্রমাণ করেছেন

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কেমন?
উত্তর: বঙ্গকামরূপী ভাষা

কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছেন?
উত্তর: মনিদত্ত

চর্যাপাদ হলো একপ্রকার-
উত্তর: সাধন সংগীত

কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন?
উত্তর: সৈয়দ মোহাম্মাদ শাহেদ

চর্যাপদের কোন ধর্মমতের কথা আছে?
উত্তর: বৌদ্ধ ধর্মমতের কথা আছে

চর্যাপদের টিকাকারের নাম কি?
উত্তর: মুনিদত্ত

বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি?
উত্তর: চর্যাপদ

রুখের তেন্তুলী কুম্ভীরে খায় – এর বাংলা অর্থ কি?
উত্তর: এর অর্থ হলো: গাছের তেঁতুল কুমিরে খায়

চর্যাপদ রচনার কি উদ্দেশ্য ছিল?
উত্তর: চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার করা

লুইপা কোন যুগের কবি ছিলেন?
উত্তর: লুইপা প্রাচীনযুগ বা আদি যুগের কবি ছিলেন

চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন?
উত্তর: কীর্তিচন্দ্র

চর্যাপদ থেকে বারবার পরিক্ষায় আসা প্রশ্ন ও উত্তর লেভেল-৩:

চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে?
উত্তর: সারে ৪৬টি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে

চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্যভাষা বলেছেন

চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
উত্তর: চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেন লুইপা

চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থ আকারে প্রকাশ করা হয় কোন সালে?
উত্তর: ১৯১৬ সালে

চর্যাপাদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে?
উত্তর: কাহ্নপা

চর্যার তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
উত্তর: প্রবোধচন্দ্র বাগচী

চর্যাপদের কবি কারা কারা?
উত্তর: লুইপা, ভুসুকুপা, সবরপা, কাহ্নপা সহ ২৪ জন কবি।

উপরের প্রশ্ন ছাড়াও চর্যাপদ থেকে আরো অনেক রকম প্রশ্ন করা হয়। তবে উপরে দেওয়া প্রশ্ন সমূহই ঘুরিয়ে ফিরিয়ে পরিক্ষায় বেশি আসে।

এছাড়াও চর্যাপদ নিয়ে আরো অনেক টপিকের উপর আলোচনা রয়েছে আমাদের এখানে। সেগুলো পড়ে দেখলে আপনার কাজে আসবে আশা করি। শুভকামনা।

Leave a Comment