ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার সিলেবাস ২০২৪ (৩০০ নম্বরের সিলেবাস)

প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষা হয় প্রতি বছরে ১বার করে। তাই আজ আপনাদের জন্য ২০২৪ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার সিলেবাস নিয়ে হাজির হলাম।

এই পোষ্টে আমরা যা যা আলোচনা করবো তা হলোঃ

  • ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষাতে কত নম্বর থাকে ?
  • ভর্তি পরিক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় ?
  • ক্যাডেট ভর্তি পরিক্ষায় কয়টি বিষয় থেকে প্রশ্ন করা হয় ?
  • ক্যাডেট কলেজ ভর্তির জন্য কিভাবে প্রস্তুাত নিতে হবে ?

আপনি বা আপনার পরিচিত কেউ যদি ভবিষ্যতে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তবে আজ থেকেই ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার সিলেবাস সম্পর্কে ১০০% সঠিক ধারণা থকতে হবে।

যেহেতু ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষা একটি বিশাল প্রতিযোগিতা মূলক পরিক্ষা, তাই যত আগে থেকে পরিক্ষার জন্য প্রস্তুতি নেয়া যাবে ততই চান্স হওয়ারও সম্ভাবনা বেশি থাকবে।

আজ আমরা ক্যাডেট কলেজ ভর্তির লিখিত পরিক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করবো।

কারণ ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য লিখিত পরিক্ষা সব চেয়ে বেশি ভূমিকা পালন করে। বেশির ভাগ পরিক্ষার্থী লিখিত পরিক্ষা থেকেই বাদ পরে যায়।

২০২৪ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার সিলেবাস বিস্তারিতঃ

প্রিয় পাঠক, ক্যাডেট ভর্তি পরিক্ষায় মোট চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। নিচের ছকে বিষয় ও নম্বর বন্টন দেয়া হলোঃ

বিষয়নম্বর
ইংরেজি১০০ নম্বর
গণিত১০০ নম্বর
বাংলা৬০ নম্বর
সাধারণ জ্ঞান৪০ নম্বর
এই মোট =৩০০ নম্বর
(ক্যাডেট ভর্তি পরিক্ষার বিষয় ভিত্তিক নম্বর)

নিচে ক্যাডেট কলেজ ভর্তির অরিজিনাল সিলেবাস দিলাম।

সালPDF সিলেবাস
২০২৪Download PDF
(ক্যাডেট ভর্তি সিলেবাস)

ক্যাডেট ভর্তির পরিক্ষার ইংরেজি সিলেবাস ও প্রস্তুতি:

প্রিয় পাঠক, ক্যাডেট পরিক্ষায় ইংরেজি থেকে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। গ্রামার অংশ থেকে এবং লিখিত- উভয় অংশ থেকে প্রশ্ন থকবে।

ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় ইংরেজি বিষয়ে ভালো করার অন্যতম উপায় হলো ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এবং নিয়মিত ইংরেজি গ্রামার প্র্যাকটিস করা।

৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ১ম প্রত্র বই এর প্রতিটি লেসন, বিশেষ করে গদ্য, পদ্য সব পড়তে হবে! প্রতিটি পাঠের ইংরেজি শব্দের অর্থ, সমার্থক ও বিপরীত শব্দ পড়তে হবে।

আর parts of speech থেকে শুরু করে ইংরেজি গ্রামারের সকল টপিক পড়তে হবে! Preposition. Idioms Phrase সহ মুখস্থ করার মতো বিষয় সমূহ ভালো ভাবে নখদর্পনে রাখতে হবে।

আপনার সুবিধার জন্য ইংরেজি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক সমূহ নিচের দেয়া হলোঃ

  1. ইংরেজি ১ম পত্র সম্পূর্ণ বই
  2. Parts of speech
  3. Sentence
  4. Gender
  5. Number
  6. Subject and predicate
  7. Verb
  8. Tense
  9. Subject Verb Agreement
  10. Correct forms of verb
  11. Transformation of sentences
  12. Re-arrange
  13. Voice
  14. Narration
  15. Punctuation
  16. Appropriate prepositions
  17. Phrase
  18. Antonymy
  19. Synonymy
  20. English Spelling
  21. Paragraph Writing

ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার গণিত সিলেবাস ও প্রস্তুতি:

প্রিয় পাঠক, ক্যাডেট কলেজের ভর্তি পরিক্ষায় গণিত থেকে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এজণ্য ৬ষ্ঠ শ্রেণির গণিত বই এর প্রতিটি অনুশীলনী, বীজগনিত, পাটিগণিত সহ সকল সূত্র ভালো ভাবে পড়তে হবে এবং চর্চা করতে হবে।

এছাড়াও নিচের টপিক সমূহ আরো ভালো করে পড়তে হবেঃ

  1. স্বাভাবিক সংখ্যা
  2. পূর্ণ সংখ্যা
  3. অনুপাত
  4. শতকরার অংক
  5. ঐকিক নিয়ম
  6. লাভ-ক্ষতি
  7. সরল সমীকরণ
  8. বীজগণিতের সকল অংক
  9. জ্যামিতি
  10. জ্যামিতির বিভিন্ন, ক্ষেত্র, কোণ
  11. তথ্য উপাত্ত
  12. বুদ্ধিমত্তা বিষয় গণিত

ক্যাডেট ভর্তির জন্য বাংলা সিলেবাস ও প্রস্তুতিঃ

ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় বাংলা থেকে মোট ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। আর প্রশ্ন, ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম প্রত্র বই এবং বাংলা ব্যাকরণ অংশ থেকে করা হবে।

এজন্য ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম পত্র বই ভালো ভাবে পড়লে, বাংলার অর্ধেক প্রস্তুতি হবে। তাই; বাংলায় ভালো নম্বর পেতে, বাংলা ১ম পত্র বই এর প্রতিটি গদ্য, পদ্য ভালো করে পড়তে হবে।

এছাড়াও, প্রতিটি পাঠের শব্দার্থ, লেখক পরিচিতি, কবিতার মূল ভাব জনতে হবে।

আর বাংলা ব্যাকরণ অংশের জন্য ভালো একটি ব্যাকরণ বই ফলো করতে হবে। অথবা বাংলা ব্যাকরণের জন্য ৬ষ্ঠ অথবা নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পড়া যেতে পারে।

ব্যাকরণের জন্য নিচের টপিক সমূহ ভালো করে পড়তে হবেঃ

  1. ভাষা
  2. বাংলা ভাষা
  3. ধ্বনিতত্ত্ব
  4. রুপতত্ত্ব
  5. শব্দ
  6. পদ
  7. পদের শ্রেণিবিভাগ
  8. পদ পরিবর্তন
  9. বিপরীদ শব্দ
  10. দ্বিরুক্ত শব্দ
  11. সংখ্যা বাচক শব্দ
  12. লিঙ্গ
  13. বচন
  14. ক্রিয়ার কাল
  15. সমাস
  16. বিভক্তি
  17. কারণ
  18. বাগধারা
  19. এক কথায় প্রকাশ
  20. বিরাম চিহ্ন
  21. সারাংশ ও সারমর্ম
  22. ভাবসম্প্রসারণ
  23. অনুবাদ
  24. অনুচ্ছেদ রচনা

ক্যাডেট কলেজ ভর্তির জন্য সাধারণ জ্ঞানের সিলেবাস ও প্রস্তুতি:

প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় সাধারণ জ্ঞান থেকে মোট ৪০ নম্বরের প্রশ্ন করা হয়।

তাই বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি সাধারণ জ্ঞানও ভালো করে চর্চা করতে হবে।

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে ধারণা রাখতে হবে। নিয়মিত খবরের কাগজ পড়া যেতে পারে।

এর পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এবং ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই পড়া যেতে পারে।

প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষা একটি প্রতিযোগিতা মূলক পরিক্ষা।

তাই ক্যাডেট কলেজে ভর্তির ইচ্ছা থাকলে আগে থেকেই গতানুগতিক পড়াশোনার বাহিরে আরো বেশি সময় ও শ্রম দিতে হবে।

বোর্ড বই এর পাশাপাশি ক্যাডেট কলেজ ভর্তির জন্য যেকোনো সহায়ক বই ফলো করা যেতে পারে। আমাদের এই পুরো লেখাটি পড়ে আপনার উপকার হলে, আমাদের পরিশ্রম স্বার্থক হবে।

কিছু প্রশ্ন উত্তর:

বাংলাদেশে ক্যাডেট কলেজ কতটি ?

মোট ১২ টি।

মেয়েদের ক্যাডেট কলেজ কতটি ?

৩ টি।

ক্যাডেট ভর্তি পরিক্ষা কত নম্বরের হয় ?

৩০০ নম্বরের।

ভর্তি পরিক্ষায় গণিতে কত নম্বর থাকে?

১০০ নম্বর।

ইংরেজিতে কত নম্বর থাকে ?

১০০ নম্বর।

ক্যাডেট কলেজের ওয়েবসাইটের ঠিকানা কি ?

https://cadetcollege.army.mil.bd/

Leave a Comment