প্রিয় পাঠক, ২০২৪ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ সমূহে ভর্তি হওয়ার সার্কুলার দেওয়া হয়েছে।
আমাদের দেশে বর্তমানে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে (ছেলেদের ৯ টি এবং মেয়েদের ৩ টি কলেজ)। এই কলেজ সমূহে ভর্তির জন্য ২০২৪ সালের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
ক্যাডেট কলেজ হলো বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
আপনার জন্য সার্কুলারের আসল PDF ফাইল এই পোষ্টের শেষে দিয়ে দিয়েছি।
যেকোনো ক্যাডেট কলেজে ভর্তি হলে, একাডেমিক পড়াশোনার পাশাপশি সহশিক্ষা এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম এর মাধ্যমে প্রত্যক শিক্ষার্থীকে সুদক্ষ, চৌকোস এবং সনাগরিক হিসেবে গোড়ে তোলা হয়।
ক্যাডেট কলেজ ভর্তি হওয়ার জন্য ২০২৪ সালের সার্কুলার প্রকাশ করা হয়েছে। তাহলে চলুন, জেনে নেয়া যাক-
- ক্যাডেট কলেজ ভর্তি হওয়ার যোগ্যতা কি কি ?
- ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার কত নম্বরের উপর হবে ?
- ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন করা হয়?
ক্যাডেট কলেজ ভর্তি আবেদন করার যোগ্যতা কি ?
প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ সমূহে শিক্ষার্থীদের ৭ম শ্রেণিতে ভর্তি করোনো হয়। এজন্য এই ক্যাডেট কলেজ সমূহে ভর্তি হতে হলে ৭ম শ্রেণিতে ভর্তি হতে হবে।
উক্ত কারণে, ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই ৬ষ্ঠ শ্রেণি পাশ হতে হবে।
এছাড়াও, ক্যাডেট কলেজ ভর্তির জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ
- জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- শিক্ষাগত যােগ্যতা: প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়স: ক্যাটেড কলেজ ভর্তির জন্য প্রার্থীর বয়স ০১ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে।
- ক্যাডেট কলেজ ভর্তির শারীরিক যােগ্যতা:
- উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক বালিকা উভয় ক্ষেত্রে প্রযােজ্য)।
- সুস্থ্যতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।
- দৃষ্টি শক্তি:
চসমা বিহীন | চসমাসহ | মন্তব্য: |
এক চক্ষুতে ৬/১২ অন্য চক্ষুতে ৬/১৮ | এক চক্ষুতে ৬/৬ অন্য চক্ষুতে ৬/৬ | চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা। এ্যাসটিগম্যাটিজম অন্য চক্ষুতে ৪ এর ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে। |
কি কি কারণে একজন প্রার্থী ক্যাডেট কলেজ পরিক্ষায় অযোগ্য হবেন ?
বিভিন্ন কারনে একজন প্রার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার জন্য অযোগ্য হবেন। যেমনঃ
- যদি পূর্বে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হন বা হয়ে থাকেন।
- ক্যাডেট কলেজ ভর্তির লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযােগ্য হলে।
- গ্রস নক নী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Color Blind) ও অতিরিক্ত ওজন (Ove Weight)।
- এ্যাজমা (Asthma), মৃগী (Epilepsy), হৃদরােগ (Heart Disease), বাত (Arthritis), বাতজ্বর (Rheumatic Fever), যক্ষ্মা (Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness), যেকোন প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমােফাইলিয়া (Hemophilia), বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রােগে আক্রান্ত হলে।
- স্বাস্থ্য পরিক্ষায়, পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ থাকলে অযোগ্য হবেন।
ক্যাডেট কলেজ ভর্তির পরিক্ষার বিষয় ও নম্বর বন্টন:
প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষার আবেদন সার্কুলারে দেয়া তথ্য মতে ৩ টি ধাপে ক্যাডেট ভর্তি পরিক্ষা সম্পন্ন হবে।
১। লিখিত পরিক্ষা।
২। মৌখিক পরিক্ষা।
৩। স্বাস্থ্য পরিক্ষা।
তবে এর মধ্যে লিখিত পরিক্ষা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠ। কারণ বেশির ভাগ অংশগ্রহণকারী লিখিত পরিক্ষায় বাদ পরে যায়।
ক্যাডেট ভর্তির লিখিত পরিক্ষার বিষয় ও নম্বর বন্টন:
প্রিয় পাঠক, ক্যাডেট ভর্তির লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয় মোট ৩০০ নম্বরের উপর।
পরিক্ষাতে মোট ৪ টি বিষয় থেকে প্রশ্ন করা হয়।
এগুলো হলোঃ গণিত, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান।
গণিতের উপর ১০০ নম্বর, ইংরেজি থেকে ১০০ নম্বর, বাংলা থেকে ৬০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৪০ নম্বরের প্রশ্ন করা হয়। এই মোট ৩০০ নম্বর।
ক্যাডেট ভর্তি পরিক্ষায় কত পেলে পাশ করবেন বা কত নম্বর পেলে মৌখিক পরিক্ষার জন্য প্রার্থী মনোনীত হবেন, এটা সার্কুলারে স্পষ্ট করে উল্লেখ করা নেই।
ক্যাডেট কলেজ ভর্তির আবেদন ও পরিক্ষার সময় সূচি ২০২৪:
প্রিয় পাঠক, এই বছরের ক্যাডেট কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরুর তারিখ ১ নভেম্বর ২০২৩ এবং ভর্তির অবেদন করার শেষ সময় ১৩ ডিসেম্বর ২০২৩।
লিখিত পরিক্ষা হবে ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে।
আর লিখিত পরিক্ষার ফল তাদের ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে।
নিচের টেবিল থেকে ক্যাডেট কলেজ ভর্তি ২০২৪ এর সকল তথ্য দেখে নিন:
টপিক | বিস্তারিত |
---|---|
আবেদন শুরু হবে | ১ নভেম্বর ২০২৩ তারিখে |
আবেদন শেষ হবে | ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ |
অনলাইন আবেদনের ঠিকানা | https://cadetcollegeadmission.army.mil.bd এই ঠিকানায় আবেদন করা যাবে। |
লিখিত পরিক্ষার সময় | ২৩ ডিসেম্বর ২০২৩ রোজ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত |
মৌখিক পরিক্ষা | লিখিত পরিক্ষার পরে জানানো হবে। |
স্বাস্থ্য পরিক্ষা | লিখিত পরিক্ষার পরে জানানো হবে। |
প্রিয় পাঠক, ক্যাডেট কলেজ ভর্তির সম্পূর্ণ আবেদন ভালো ভাবে পড়ে নিবেন।
আবেদন সার্কুলার এর PDF দেয়া হলো।
নিচের ডাউনলোড অপশন থেকে ক্যাডেট ভর্তির pdf সার্কুলার নিয়ে নিন।
২০২৪ সালের ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার PDF Download করুন:
সাল | PDF সার্কুলার |
---|---|
২০২৪ | Download PDF |
২০২৩ | Download PDF |
২০২২ | Download PDF |
প্রিয় পাঠক, ক্যাডেট কলেজে কিভাবে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন এবং কোথায় থেকে আবেদন করবেন এবং বিভাবে টাকা জমা দিবেন তা নিচের লেখা পোষ্ট থেকে বিস্তারিত জেনে নিন:
কিছু প্রশ্ন ও উত্তরঃ
দেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ আছে।
৯টি।
৩টি।
জয়পুর হাট, ময়মনসিংহ এবং ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ অবস্থিত।
Faujdarhat Cadet College, Jhenaidah Cadet College, Mirzapur Cadet College, Rajshahi Cadet College, Sylhet Cadet College, Rangpur Cadet College, Barishal Cadet College, Pabna Cadet College, Cumilla Cadet College.
৬ষ্ঠ শ্রেণি বা সমমান পাশ করতে হয়।
১৬০০ টাকা।